গেমস জোন [পর্ব-১২৯] :: Dungeon Siege III (২০১১)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

Dungeon Siege III একটি একশন রোল-প্লেয়িং ভিডিও গেম যেটি নির্মাণ করেছে অবসিডিয়ান এন্টারটেইমেন্ট এবং প্রকাশ করেছে স্কোয়ার ইনিক্স। গেমটি ডুনজিয়ন সেইজ গেমস সিরিজের ৩য় সংস্করণ। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্স.বক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য ২০১১ সালের জুন মাসে রিলিজ পায়।

Developer:

Obsidian Entertainment

Publisher:

Square Enix

Series:

Dungeon Siege

 

Engine:

Onyx (proprietary)

Platform:

Microsoft Windows,

PlayStation 3,

Xbox 360.

Release Date:

June  17-28, 2011.

Genre:

Action Role-Playing

Mode:

Single & Multiplayer

Rating:

ESRB: Everyone 10+

PEGI: 12

Trailer Video:

http://www.youtube.com/watch?v=fkpp7rkJnj8

http://www.youtube.com/watch?v=ayal7xCxl2k

http://www.youtube.com/watch?v=BbB4NcSbSlM

http://www.youtube.com/watch?v=kOgzTXquEfA

http://www.youtube.com/watch?v=Vl8lh7If688

 

 

System Requirements:

Mode

Processor

OS

Ram

Graphic

HardDisk

MinimumCore 2 Duo 2.4GHzWinXP2GB512MB4GB Free
RecommendedCore i5 2.66GHzWin73GB1GB

Graphic Cards (minimum):

nVidia GeForce 8800,

ATI Radeon HD 3870

Graphic Cards (Recommended):

nVidia GeForce GTX 260,

ATI Radeon HD 4870

DirectX 9.0 (minimum) with Shader Model 3.0
512Kbps Broadband Internet Connection for Online Multiplayer

পটভূমি:

যারা গেমস সিরিজের আগের গেমস গুলো খেলেছেন তারা তো জানেনই স্টোরি লাইন কি রকম। আর যারা জানেন না তাদের জন্য বলছি, গেমটি “কিংডম অফ ইহব” তে খেলা হবে। যেটি সিরিজের ১ম গেমটিতে ছিল কিন্তু ২য়টিতে ছিল না। গেমটি সময়কাল হবে সিরিজের প্রথম গেমসটির ১৫০শ বছর পরে। কিংডম অফ ইহব এর “১০ম লিজন” যে কিনা কিংডমটিতে প্রায় ৪০০ বছর ধরে সুশাসন করে আসছে, সে প্রায় ধ্বংস হতে চলেছে। গেমটির সেটিংর এর ৩০ বছর আগে, জেইন ক্যাসিন্ডার পশ্চিশ ইহব এর লোকদের নিয়ে একটি প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা তার বাবার (কিং) মৃত্যুর প্রতিশোধ নিতে।

খুউব-ই লম্বা এবং মারাত্মক ক্যাপপেইন এর পর, সে সমস্ত লিজনদের মারতে সক্ষম হয়। তবে লিজনদের তরুণ কুইন রোসলিন গ্লিটারডেললভ মাইন এ পালিয়ে যায়।

ওদিকে লিজনদের ছোট্ট একটি গ্রুপ বেঁচে যায়। গ্রুপটির লিডার একজন সাবেক লিজন গুপ্তচর, নাম ভেনারেবল ওডো। গেমটির শুরুতে ওডো বেঁচে যাওয়া লিজনদের একত্র করে কেইসিনডারদের বিরুদ্ধে ফাইট ব্যাক করার জন্য তৈরি হয়।  গেমটিতে আপনাকে লিজনদের পক্ষে লেখতে হবে।

ওডোর ডাকে যে লিজনদের মিটিং হয়। সেখান থেকেই গেমটির কাহিনী শুরু। কেইসিনডারদের একজন গুপ্তচরের সুবাদে জেইন’রা লিজনদের সেই মিটিং এ আচমকা হামলা চালায়। প্লেয়ার এবং ওডো সেখান থেকে পালিয়ে লিজনদের সেইফ হাউসে আশ্রয় নেয়। এরপর প্লেয়ার প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে! তারপর সে বেরিয়ে পড়ে যুদ্ধে বেঁচে থাকা লিজনদের খোঁজে এবং সেই গুপ্তচরকে খুঁজতে যে এই যুদ্ধের পিছতে মদদ দিয়েছে। এভাবে গেমটির কাহিনী এগোতে থাকে।

প্লেয়ার চরিত্র:

ডুনজিয়ন সেইজ ৩ গেমটিতে ৪ জন ভিন্ন ভিন্ন প্লেয়ার চরিত্র অফার করে। আপনার পছন্দের প্লেয়ার চরিত্রের অনুসারে গেমটির গল্প আগাতে থাকবে। বাকি ৩ জন গেমটিতে সাহায্যকারী হিসেবে পাবেন অথবা মাল্টিপ্লেয়ার হিসেবে আপনার বন্ধুকে নিয়েও খেলতে পারবেন।

a)  Lucas Montbarron:     লুকাস হচ্ছে হাগ মন্টব্যারণ এর ছোট পুত্র। লুকাস ১০তম লিজন এর গ্রান্ড মাস্টার, সিরিজের ১ম গেমস এর প্রোটাজনিস্ট। তার অস্ত্র হিসেবে থাকছে ১টি তলোয়ার অথবা ২টি ধারালো তলোয়ার ।

b)  Anjali: নামটি ইন্ডিয়ান ইন্ডিয়ান লাগে! তাই না! হা হা হা। আনজলি একজন আরচন। আরচন একপ্রকার ঈশ্বর। সে মানুষ, আগুনের গোলা, অদৃশ্য ইত্যাদি সুপার পাওয়ারের অধিকারীনি।

c)   Reinhart Manx: রেইনহার্ট একজন মেরিট (সিরিজের প্রথম গেমস থেকে)। সে ম্যাজিক এবং ক্লোস কমব্যাট মারতে পারদর্শী।

d)  Katarina: ক্যাটরিনা হইলে কি দোষ ছিলো! হা হা হা। ক্যাটারিনা হাগ মন্টব্যারণ এর “না’জায়েজ ” মেয়ে। সে রাইফেল অথবা শটগান নিয়ে যুদ্ধ করে।

প্রত্যেকটি প্লেয়ার চরিত্র ২টি ভিন্ন ধরণের ফাইটিং স্টাইল সর্মথণ করে এবং সবোর্চ্চ ৯টি ভিন্ন ভিন্ন অস্ত্র সর্মথন করবে। গেমটি সিরিজের আগের গেমসগুলোর মতো অটোমেটিক ফায়ার সিস্টেম না থাকায় গেমটি খেলতে একটু কষ্ট /মানে কঠিন হবে।

গেমটিতে খেলার জন্য ৪টি ক্যারেক্টার পাবেন। এদের মধ্যে হতে যেকোনো একজনকে নিয়ে খেলতে পারবেন।

ডাউনলোড:

www.skidrowgames.net/dungeon-siege-iii-reloaded.html

DLC:

http://www.skidrowgames.com/3342/a-c/dungeon-siege-iii-treasures-of-the-sun/

Torrent:

isohunt.com/download/315671957

আমার লেখা গেমস জোন শুধুমাত্র ফেসবুকে আমার নিজস্ব এবং গেমস জোনের আসল পেজ http://www.facebook.com/games.zone.bd এই পেজটাতে আমি শেয়ার করে থাকি। বাকি কোনো পেজে আমার গেমস জোনের পোষ্ট শেয়ার করা হয় না। যদি করে থাকে তাহলে তারা আমার পারমিশন ছাড়াই এ কাজ টি করেছে। আপনারা যদি ফেসবুকে আমার গেমস জোনের পোষ্ট সমূহ অন্যান্য পেজে পেয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমাকে জানিয়ে দেবেন প্লিজ। বহু কষ্ট করে বহু সময় খরচ করে গেমস জোনের এক একটি পর্ব লিখি আমি।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাহাদ ভাইয়া আপনার গেমস জোন ১৩০ ও ১৩১ কই । homefront ১৩২ ????

প্রিয় টিউনার,

একাধিক টিউন একবারে প্রকাশ করায় টিউন ফ্লাডিং সৃষ্টি হয়েছে আপনার টিউন গুলো খসড়া করে সংরক্ষণ করা হল।

আপনার টিউনগুলো চেইনে যুক্ত করে পর্যায়ক্রমে পুনঃপ্রকাশ করা হবে।

ধন্যবাদ আপনাকে।

    @টেকটিউনস: কার টিউন আমার না ফাহাদ ভাইয়ার । আর এই সমস্যা হলে প্রথম পাতায় টিউনটা দেখাচ্ছে কেন ? আর আমার টিউন চেইন টিউন হিসেবে গ্রহণ করা হয় নাই কেন ?

    আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ জানানো জন্য এবং শিডিউল করার জন্য। তবে আমায় শিডিউলের অনুমতি দিলে আমি আমার সুবিধা মতো শিডিউল করে নিতাম!