গেম রিভিউ: Jade Empire (আরপিজি)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

 

RPG  গেম ভক্তদের জন্য নিয়ে এলাম Bioware এর আরপিজি গেম জেড এম্পায়ার। প্রাচীন চিনা পটভূমিতে তৈরি গেমটি অসাধারণ একটি এ্যকশন RPG । গেমটির সিস্টেম রিকোয়ারমেন্ট কম হওয়ায় আলাদা গ্রাফিক্স কার্ড ছাড়া কম ক্ষমতার পিসি/ল্যাপটপেও গেমটি চলবে।

 

 

গেমটিতে আপনাকে মার্শাল আর্টে দক্ষ একজন নায়ক/নায়িকার ভূমিকায় খেলতে হবে। গেমটি ৩ ধরনের ফাইটিং স্টাইল আছে।  মার্শাল আর্ট, অস্ত্র এবং ম্যাজিক স্টাইল। এছাড়া আপনি বিভিন্ন ডেমন ফর্মে রুপান্তরিত হতে পারবেন। শত্রু হিসেবে থাকবে মানুষ, ভূত এবং ডেমনরা। গেমটির গ্রাফিক্স, স্টোরি, গেমপ্লে সবই খুবই ভাল। Bioware এর আরপিজিগুলোর মধ্যে এটার গেমপ্লেই সবচেয় সহজ। Bioware এর অন্য আরপিজিগুলোর মতো এখানে ভাল/খারাপ হওয়ার চয়েস আছে। আছে রোমান্স অপশন। আছে বিভিন্ন সঙ্গী যোগার করার অপশন। গেমটি প্রথমে XBOX এর জন্য নির্মিত হলে পরে ২০০৭ সালে পিসি ভার্সন হয়।

 

কাহিনী পটভুমি:

চিনের সম্রাট Water Dragon এর মন্দিরে হামলা করে সেখানের সকল স্পিরিট মঙ্ক ও Water Dragon কে হত্যা করে আধ্যাতিক শক্তির অধিকারী হয়। কিন্তু সম্রাটের ভাই স্পিরিট মঙ্কদের একটি শিশুতে নিয়ে পালিয়ে যায়। এই শিশুটিই বড় হয়ে নায়ক হয়। গেমটির শুরুর দিকেই নায়কের গুরু (সম্রাটের ভাই)কে সম্রাটে লোটাস এ্যাসাসিনরা ধরে নিয়ে যায়। গুরুকে উদ্ধার করা নিয়েই মূল কাহিনী শুরু।

রেটিং :

GameSpy    5/5

IGN   9.9/10

GameSpot    8.4 /10

Level 0

আমি দুরন্ত ঈগল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউললোড লিংক (৫ গিগা)
mediafire.vc/games/jade-empire-special-edition-pc-lossless-repack-r-g-mechanics.html