Project Igi 1 পুরাতন ভার্সন কিন্তু এখনো অনেকেই এর ভক্ত আমি নিজেও, কিন্তু এর সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এটির লাইফ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যার কারণে ইচ্ছামত খেলা যায় না। এই সমস্যা সমাধানের জন্যই আমার আজকের এই টিউনটি । আশা করি আপনাদের ভালো লাগবে।
আপনাকে Project Igi এর লাইফ এবং Weapons অনলিমিটেড করতে হলে প্রথমেই এই লিংক এ গিয়ে ফাইলগুলো ডাউনলোড করুন। পাসওর্য়াড চাইলে দিবেন ( nethelp24 )। এইবার ডাউনলোড হলে এক্সট্রেক্ট করুন। তারপর দেখুন ভিতরে pappu chouha.exe এবং Weapons লেখা একটি ফোল্ডার, নিচের ছবির মতো। এখন আপনাদের যা করতে হবে :
এখন Weapons ফোল্ডারটির কাজ, এই ফোল্ডারটি অপেন করলে এইখানে আপনি আরো কিছু ফোল্ডার পাবেন। সেগুলো আপনাকে মেইন Project Igi Weapons এর সাথে পরিবর্তন করতে হবে। সেই জন্য আগের নিয়মেই প্রথমে যান- সি: ড্রাইভে তারপর Project IGI সেটআপ ফোল্ডারে তারপর এর ভিতরে দেখুন PC লেখা একটি ফোল্ডার আছে, সেখানে Weapons লেখা আরেকটি ফোল্ডার আছে, এক্সট্রেক্ট করা ফোল্ডারের ভিতরের ফোল্ডার গুলো Project IGI এর Weapons পেষ্ট করুন। কাজ শেষ। এখন গেমস Play করে দেখেন সবার হতে ভারি অস্ত্র এসে গেছে।
সবার বোধ হয় এক্সট্রেক্ট Weapons গুলো ভাল নাও লাগতে পারে তার জন্য আপনাকে আগে মেইন Weapons ফোল্ডারটা কপি করে ব্যাকআপ রাখতে হবে এবং পরে এক্সট্রেক্ট Weapons গুলো রিপ্লে দিন। তাহলে পরে আর সমস্যা হবে না।
আশা করি সবারেই ট্রিক্সটা কাজে লাগবে সবাইকে ধন্যবাদ। মন্তব্য এবং শেয়ার করবেন।
আমি Readul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 268 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
link টা কাজ করছে না।চেক করে দেখেন।