গেমস জোন [পর্ব-৮৪] :: Doom 3 – Resurrection of Evil (হরর/ডুয়াল কোর)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

এটি একটি এক্সপেনশন প্যাক। ডুম ৩ গেমটির কাহিনীর বাকি অংশ এই পার্টে রয়েছে। তাই গেমটি খেলতে হবে তোমার পিসিতে ডুম ৩ গেমটি ইন্সটল করা থাকতে হবে।

ডুম ৩ – রিসারেকশন অফ ইভিল একটি হরর একশন এডভেঞ্চার ভিডিও গেম যেটি ডুম ৩ গেমটির এক্সপেনশন আকারে বাজারে ছাড়া হয়, নির্মাণ করেছে নারভ সফটওয়্যার এবং আইডি সফটওয়্যার। গেমটি ডুম ৩ গেমটির রিলিজের ১ বছর ২ মাস পর অক্টোবর ৫, ২০০৫ সালে মুক্তি পায়।

গেমটিতে ৮টি নতুন মাল্টিপ্লেয়ার এবং ১২টি নতুন সিঙ্গেল প্লেয়ার লেভেল যোগ করা আছে। রয়েছে ৬ টি নতুন ডিমন এবং ক্লাসিক ডুয়াল বেরেল শর্টগান।

Doom 3 – Resurrection of Evil

 

নির্মাতা:

নারভ এবং আইডি সফটওয়্যার

প্রকাশক:

এক্টিভিশন

সিরিজ:

ডুম

ইঞ্জিণ:

আইডি টেক ৪

খেলা যাবে:

পিসি এবং এক্সবক্স গেম কনসোলে

মুক্তি পেয়েছে:

অক্টোবর ২০০৫

ধরণ:

হরর সুরভাইবাল ফার্স্ট পারসন শুটার

খেলার ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

 

গেম-প্লে:

রিসারেকশন অফ ইভিল গেমটিতে দুটি নতুন মেইন গেম ফিচার যুক্ত করা হয়েছে, একটি দ্যা গ্রাবার। দ্যা গ্রাবার একটি গ্রাভেটি অস্ত্র যার সাহায্যে বিভিন্ন জিনিস পিক আপ এবং মুভ করা যাবে। এছাড়াও শত্রুর ছোড়া আগুনের গোলাও থ্রো ব্যাক করা যাবে। তবে গ্রাবার এর চার্জ খুবই কম থাকে এবং এর সাহায্যে যেকোনো বস্তু মাত্র কয়েক সেকেন্ড এর জন্য ধরা যাবে।

দ্বিতীয় নতুন ফিচার হচ্ছে হেলস্টোন। এটি একটি সুপার পাওয়ার টাইপের জিনিস। যার সাহায্যে এক ঘুষিতে যেকোনো ডিমন মারা যাবে!

এছাড়াও ফ্ল্যাশলাইট এবং অস্ত্র এই দুটিকে মিলিয়ে দেওয়া হয়েছে। এখন আর বার বার ফ্ল্যাশলাইট এবং অস্ত্রের মধ্যে পাল্টানো লাগবে না!

এছাড়াও ডুয়াল বেরেল শর্টগান গেমটিতে যুক্ত করা হয়েছে, যা ডুম ২ গেমটিতে ছিল। গ্রাফিক্স এর তেমন কোনো উন্নতি হয় নি বলা চলে।

কাহিনী:

২১৪৭ সাল। ডুম ৩ গেমটির ২ বছর পর। UAC এর কাছে অচেনা একটি সিগন্যাল আসে মারটিয়ান স্যাটালাইট থেকে। যার ফলে সেখানে একটি টিম পাঠানো হয় অবস্থা দেখার জন্য। তারা দেখে যে আবারো একটি আরটিফ্যাক্ট পাওয়া যায় এবং জাহান্নামের দরজা আবারো খুলে যায়। যার ফলে আবারো তোমাকে যুদ্ধ করতে হয় এটা বন্ধ করার জন্য। তোমাকে ডাক্তার মেকনেইল এর কাছে যেতে হবে, তিনি তোমাকে এই আরটিফ্যাক্ট টি জাহান্নামে ফেরত পাঠানোর উপায় বলে দিবেন।

 

ডাউনলোড:

http://kat.ph/search/doom%203%20resurrection%20of%20evil/

 

খেলার নিয়ম:

১। ফাইলটা ডাউনলোড করে আনজিপ করো

২। ফাইলটি ডুম ৩ গেমটির ডাটা/বিন ফোল্ডারে কপি করো

৩। ডুম ৩ গেমটি ওপেন করো

৪। মেইন মেনু হতে মোড অপশনে ক্লিক করে Doom 3 Resurrection of Evil সিলেক্ট করো

৫। খেলতে বসে পড়ো!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস