আমার Edit করা প্রথম গেম GTA San andreas Ultimate ( ১ম পর্ব )

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

😀 কেমন আছেন সবাই ? অনেক দিন পর টিউন করতে বসলাম । এত দিন ব্যস্ত ছিলাম আমার এডিট করা GTA San Andreas Ultimate নিয়ে ।গেমটি কিছু দিনের মাঝে Net এ আপলোড করার প্লান আছে।  অনেক দিন ধরে এডিটে ব্যস্ত ছিলাম। অবশেষে শেষ হল এডিটিং। just ফিনিসিং টাচ আপ দেওয়া বাকি আছে ।এডিটিং এর একটু গল্প বলি।GTA San Andreas রিলিজ হয়েছিল ২০০৫ সালে । কিন্তু GTA Vice city এর রেশ তখনও কাটেনি। যদিও vice city এর থেকে অনেক বেশী ফিচার ছিল San andreas এ ।এর মধ্যে vice city একাধিক বার এডিট করা হয়েছিল।San andreas এরও কয়েকটি এডিট করা গেম বাজারে এসেছিল।এসব দেখেই গেম এডিটিং শুরু করলাম।নাম দিলাম GTA San Andreas Ultimate ।নাম দেয়ার সময়  GTA San Andreas Ultimate নামে কোন গেম ছিল না। এখন যখন এডিট করা শেষ তখন দেখি GTA San Andreas Ultimate নামে বাইরের দেশের কোন পোলা piraybay তে আপলোড করে দিয়েছে 🙁 ।আমার আর তার গেমের মাঝে বেশ কিছু মিল থাকলেও মূল কিছু জিনিস সম্পুর্ন আলাদা 😉 ।এবার কাজের কথায় আসি ।আমার এই গেমে অনেক কিছুই নতুন জিনিস রয়েছে।বলতে গেলে প্রায় সব কিছুই ।রয়েছে HD ইফেক্টস এবং চমৎকার গ্রাফিক্স ।।কিছু জিনিসের বিবরন নিচে দিলাম। 🙄

=>অনেক Picture থাকার ফলে পেজ লোড হতে একটু সময় লাগতে পারে।

[ ইমেজগুলো zoom করতে হলে ইমেজের উপর মাউসের Right Click করে View image এ ক্লিক করবেন ]

                                    *** সাদা Cj***

                        

1.  নতুন Iron Man  

           

2. নতুন Assassin's creed । সাথে ঘোড়া।

             

3. নতুন Death Race Car সাথে পোশাক ।

           

4. নতুন গাছ

           

5. নতুন কোভার সিস্টেম     

6. ডাবল মেগা জাম্প

    

7. দেয়ালে এবং গাছে চড়া (স্পাইডার ম্যান)

   

8. Cj এর কুকুর

    

9. গাড়িতে অস্ত্র লাগানোর ব্যবস্থা সাথে আরো অনেক কিছু ।

        

10. নতুন যানবাহন( গাড়ি,বাইক,প্লেন,হেলিকপ্টার)

          

       

11. নতুন  Bullet Hole এবং Bullet Shell's Ejecting System

 

12. গাড়ি থেকে বের হয়ে গুলি করা ( ড্রাইভ-বাই Mod )

   

গেমটির আরো কিছু Screen Shot

                                           

আরো অনেক কিছু যা শুধু গেমটি খেললেই বোঝা যাবে ।

পোস্টটি ভাল লাগলে কমেন্ট করে জানাবেন।

Level New

আমি abdullahil.rafi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কবে রিলিজ করবেন……?

Level 0

vai apnar karukaj dakhe khalte mun chay
link dan na vai

Level 0

link den sathe…cheat diben

darun

Level 0

bhai joto taratari paren release koren na please!! awesome job!!!

screen shots dekhe lov shamlaite partesi na b(^_0)d

boro vai ,idm dea jano resume support nea download kora jai….aivabe upload koiren..thanks

Level 0

thanks

FB তে রিকুয়েস্ট করেছি একসেপ্ট করুন কথা আছে।

আপনার এডিটের তুলনা হয়না..
আর কাজ শেষ হলে তারাতারি আপলোড করেন..
screen shots দেখই তর সইছে না..
গেমের মিউজিক টা কি বাংলায় দেয়া….
বাংলা হলে ভাল হয়…

    @আবু বকর জিলানী: ei game tay mission e voice thak be ja onno san andreas gulo te chilona.voice gula banglay korte cheye chilam kintu vice city er moto olpo koyek ta mission ekhane nei . mission ache prochur . tar upor proyojoniyo soft o paoya jay na

আপনার এডিট করা গেমটার সাইজ কত? আর রিলিজ করার আগে ভালভাবে শিওর হয়ে নিয়েন, সেটআপে বা খেলতে কোন সমস্যা হবে না। আপনাকে অভিনন্দন আর অপেক্ষায় থাকলাম.. .

ভাই আমার এডিট করা গেমটার সাইজ 6.25 GB । Winrar দিয়ে 4.07 GB হয় । অডিও ফাইল আলাদা ভাবে ডাউনলোড করলে সাইজ হবে 1.5 GB এর কম।

কবে রিলিজ করবেন…

vai “GTA San Andreas Ultimate BD” name diyan valo hobe er age ami download korchilam “GTA Vice City Romania”.

Level 0

অসাধারণ এডিটিং ,ভাই আমার কোর টু ডুয়ো পিসিতে আপনার গেম চলবে? রেম মাত্র ১ জিবি। প্রসেসর ২.২ গিগাহার্টজ।

ভালই চল্বে।পেন্টিয়াম প্রসেসর হলে গেমটা আটকাতে পারে।কিন্তু কোর টু ডুয়ো পিসিতে ভাল ভাবে চলার কথা

টিউনের জন্য অনেক ধন্যবাদ। জিটিএ সিরিজের গেমগুলো আমার খুবই প্রিয় গেম। বিশেষ করে ভাইস সিটি। আমি খেলেছিলাম এডিট করা ভাইস সিটি এক্সট্রিম। তো সেখানে চমৎকার সব বাইক ছিলো যার গতিও ছিলো সবচেয়ে বেশি। আমার আবার বলিউড ধুম মুভির থিম সঙ টা ভিষণ ভালো লেগেছিলো। তাই অবশেষে সেই গেমটির অডিও এডিট করে ধুম১ ও ধুম ২ এর থিম মিউজিক জুড়ে দিলাম। এডিট করলাম রেডিও স্টেশন গুলোও । তো তারপর সারা শহর জুড়ে বাইক দাবরিয়ে বেড়ানোই ছিলো আমার সব থেকে প্রিয় কাজ। আনলিমিটেড বাইক দাবড়ানো উইথ ধুম মিউজিক। সেইরকম চরম লাগতো। তো এতোক্ষণ বগ বগ করার উদ্দেশ্য হলো আমি আপনার এই গেমের অডিও এডিট করে ধুমের থিমটা এড করতে চাই তা পাবলিশ করার আগেই। আইডিয়াটা কেমন লাগলো। ভালো মন্দ যাই হউক মতামতের অপেক্ষায় রইলাম। শুভ কামনা রইলো

    @মোহাম্মদ খালিদ হোসাইন:সব কিছু ঠিক আছে । কিন্তু Vice City এবং San andreas এর অডিও formet আলাদা।তাই অন্য সফট ব্যবহার করতে হবে । আর গেমের অডিও এডিট করে ধুমের থিমটা এড করলে মন্দ হবে না । তাছারা কিছু ভাল বাংলা গান এড করতে হবে।

Level New

dhakay thakle bolen niya ashi. Amio san Andreass edit kortesi.

Level 0

abdullahil.rafi
ভাই দয়া করে একটু আপনার মোবাইল নাম্বার টা আমাকে একটু দিবেন আমার মোবাইল এ আমার মোবাইল নাম্বার টা হলোঃ 01771479727/01941039025/01832237304/ Please Please আমি খুব ছোট আপনার ভাই এর মত………………………।।

Level 0

ভাইয়া game টা কবে upload দিবেন তারাতারি দেন । please upload দিয়া হলে যানাবেন।

gta san andreas game i personally like very much especially i am looking for this game bangla version for a long time you can visit pc mobilewalla.com website to download gta dhaka vice city game.

https://www.pcmobilewala.com/2024/03/gta-dhaka-vice-city-download-for-android.html