গেমস জোন [পর্ব-৬০] :: ব্যাটলফিল্ড ৪ প্রিভিউ (২০১৩)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

গত পর্বের কমপ্রেসেড গেমস নিয়ে কিছু কথা আছে আমার বলার। প্রথমত, কমপ্রেসেড করা গেমস গুলো আমি কমপ্রেসেড এবং আপলোড করিনি। আমি নেট থেকে সংগ্রহ করেছি মাত্র। তাই পাসওর্য়াড যদি ওই সাইটে দেওয়া থাকতো তাহলে অবশ্যই আমি তা আপনাদের সাথে শেয়ার করতাম। দ্বিতীয়ত, আমি কোনোদিনই গেম ডাউনলোড করে খেলিনি, তাই কমপ্রেসেড করা গেমস ডাউনলোডের তো প্রশ্নই আসে না। তৃতীয়ত, ওই পোষ্টে যারা যারা আমাকে গালি দিয়েছেন, ব্যান করার আহ্বান জানিয়েছেন তাদেরকে আসলে কিছু বলার নেই। তারা অবুঝ, হয়তবা ফ্যামিলি তাদের সেই ধরণের . . . . থার্ড ক্লাস! চতুর্থত, দিনটি ছিল পহেলা এপ্রিল!!!!

আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমার পোষ্ট আপনাদের মধ্যে কতিপয় “থার্ড ক্লাস” পাঠক রয়েছেন যারা দেখতে পারেন না। আমি বলে দিচ্ছি, আমার পোষ্ট আপনাদের ভাল না লাগলে দেখবেন না। তাও অযথা ঝামেলা করবেন না।  আর এতে আপনাদের কারো কোনো সমস্যা থাকলে মোহাম্মাদপুর এর তাজমহল রোডে আমার বাসায় আসতে পারেন। আপনাকে “ভালো ভাবে” বুঝিয়ে দিব।

যাই হোক!

হেই! নিয়ে এলাম আরেকটি গেমস জোনের নতুন পর্ব। আজকের পর্বে থাকছে একটি আপকামিং জনপ্রিয় গেম এর প্রিভিউ। আজকের গেমটি হলো ব্যাটলফিল্ড সিরিজের আপকামিং গেম ব্যাটলফিল্ড ৪।

ব্যাটলফিল্ড ৪ একটি আপকামিং ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম নির্মাণ করেছে ইএ ডিজিটাল ইলুশনস সিই এবং প্রকাশ করবে ইলেক্ট্রনিক আর্টস। গেমটি ব্যাটলফিল্ড সিরিজের ১৩তম গেম এবং ২০১১ সালের ব্যাটলফিল্ড ৩ গেমটির সিকুয়্যাল। গেমটি মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩, এক্সবক্স ৩৬০ এবং নেক্সট জেনারেশন কনসোলের জন্য এবছরের শেষের দিকে মুক্তি পাবার কথা রয়েছে।

ব্যাটলফিল্ড

নির্মাতা:

ইএ ডিজিটাল ইলুশনস সিই

প্রকাশ  করবে:

ইলেক্ট্রনিক আর্টস

সিরিজ:

ব্যাটলফিল্ড

ইঞ্জিণ:

ফ্রোস্টবাইট ৩

খেলা  যাবে:

মাইক্রোসফট উইন্ডোজ,

প্লে-স্টেশন ৩,

এক্সবক্স ৩৬০

মুক্তি  পাবে:

অক্টোবর ২৯, ২০১৩

ধরণ:

ফার্স্ট পারসন শুটার

খেলার  ধরণ:

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

ট্রেইলার  ভিডিও

http://www.youtube.com/watch?v=vnSwcNZP0oA

http://www.youtube.com/watch?v=oRL6ivUFhVw

 

 

সিস্টেম  রিকোয়ারমেন্টস:

System requirements coming soon!

ব্যাটলফিল্ড ৪ গেমটির সিঙ্গেল প্লেয়ার ক্যারিয়ারে তোমাকে উয়েকার এর ভূমিকায় খেলতে হবে যে কিনা থম্বস্টোন স্কোর্য়াড এর একজন সদস্য। তোমাকে গেমটিতে সঙ্গ দিবে স্কোর্য়াড লিডার সার্জেন্ট ডুন, সেকেন্ড ইন কমান্ড আইরিশ এবং কম্বো মেডিক প্যাক।

ইলেক্ট্রনিক আর্টস এর্ব ডাইস এর একটি প্রাইভেট প্রেজেন্টেশনে ব্যাটলফিল্ড ৪ গেমটি নিয়ে আলোচনা করা হয়। প্রেজেন্টেশনে গেমটি খুব হাই কোয়ালিটির পিসিতে চলছিল। তো আমি বলতে পারি যে গেমটির পূণার্ঙ্গ স্বাদ নিতে হলে তোমার কাছে থাকতে হবে লেটেস্ট পিসি। গেমটি কোন কোন প্লাটর্ফম এর জন্য রিলিজ হবে তা এখনো বলা হয় নি। তবে প্লে-স্টেশন ৪ এবং এক্সবক্স ৭২০ এর জন্য অলরেডি নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে।

আমি গেমটির ডেমো ডাউনলোড করেছি। ডেমোতে দেখলাম আমি একটি ধ্বংস হচ্ছে এমন একটি বিল্ডিং এর মাঝে দাড়িঁয়ে আছি এবং শত্রুদের গুলি করছি। শেষের দিকে দেখলাম, ওয়াল ক্লাইম করে হেলিকপটার এর ধ্বংস থেকে একজন সোল্‌জারকে উদ্ধার করছি। ডেমো খেলে বুঝলাম গেমটি হতে যাচ্ছে সর্বশেষ এবং সর্বউন্নত গ্রাফিক্স দিয়ে তৈরি একটি গেম।

গেমটির নির্মাতা ডাইস তাদের সর্বচেষ্টা করেছে গেমটিতে গ্রাফিক্স নিয়ে। গেমটির গেম-প্লে তে মেডাল অফ অনার ওয়ারফাইটার এর কিছু উপাদান কপি করা হয়েছে যেমন টুইন স্ক্রোপ সিস্টেম।

তবে গেমটির ডেমোতে মাল্টিপ্লেয়ার নেই তাই মাল্টিপ্লেয়ার নিয়ে কিছু বলতে পারলাম না। তবে ইএ এবং ডাইস একটিভিশন এর কল অফ ডিউটি সিরিজটির সাথে তুমুল দ্বন্ধ শুরু হতে যাচ্ছে ব্যাটলফিল্ড ৪ দিয়ে।

BattleField 4 DEMO Download:

http://battlefield4demofree.blogspot.com/

http://free-full-pcgames.blogspot.com/p/blog-page_5300.html

http://tools4games.eu/blog/2013/03/20/battlefield-4-demo/

সো বন্ধুরা, তৈরি থাক তোমাদের পাওয়ার গেমিং পিসি নিয়ে ব্যাটলফিল্ড ৪ গেমটির জন্য। তবে হতাশ হবার কোনো কারণ নেই।

জাস্ট কোজ ৩, হোমফ্রন্ট ২, হালো ৫ এবং নিড ফর স্পিড এর পরবর্তী গেমটি কিন্তু আমাদের জন্য আসতেছে এই বছরই!!

http://www.facebook.com/games.zone.bd

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এপ্রিল ফুল আর যেই ফুলই হোক আপনাকে আমি অনেক ভাল টিউনার হিসেবে জানি।অইদিন আমিও সবগুলা কমপ্রেস গেম ডাউনলোড করছিলাম ।কিন্ত একটাও কাজ করে নাই ।
অন্তত আপনার কাছ থেকে আমি এই জিনিসটা আশা করি নাই।

Level New

Kotha gulo evabe na bolleo parten. Otirikto rough hoye gese. jak uporer shob kota game er moddhe Just cause 3 tar opekkhay asi 😀

Level 0

রাহাত ভাই আমিও gtr2 রেস গেম টা ডাউনলোড করেছিলাম কিন্তু হই নি ।

Level New

ভাইইয়েরা আমার আমি Battlefield 3 গেম ৪/৫ বার ইন্সটল করেছি বারবার সেম প্রব্লেম। প্রব্লেম টা হল সাউন্ড এর সমস্যা। ডিস্ক থেকেও ইন্সটল করছি অ্যান্ড সারভার থেকে আই এস ও ফাইল নামিয়েও ইন্সটল করছি। বারবার সেম প্রবেল্ম। আপ্নারা কে কে এই গেম টা খেলছেন? এটা কি ভালমতো আপনাদের পিসি চলে নাকি এটার ডেটা এর সমস্যা???

ভাই ৩ দিনেই শেষ কইরা ফালাইছি. ওত কিছু মনে নাই ৷ আমার তো কোন প্রবলেম হয় নাই ৷ ডিস্ক থেকে ইনস্টল দিছিলাম ৷