হাই গেম ভক্তরা কেমন আছ তোমরা? নিয়ে এলাম গেমস জোনের নতুন পর্ব। যদিও গেমটি নিয়ে ৩/৪ মাস আগে একটি প্রিভিউ টিউন করেছিলাম তবুও আজ আরেকটি রিভিউ টিউন করবো। কারণ এই গেম সিরিজটি আমার সবচেয়ে পছন্দের গেম সিরিজ। তবে দুঃখের কথা, গেমটি শুধুমাত্র মাইক্রোসফট এর গেমস কনসোল এক্সবক্স ৩৬০ এর জন্য। এটা কোনো কথা হল? অন-ত মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ এর জন্য হলেও গেমটি রিলিজ করা যেত তাহলে খেলতে পারতাম! তবে এটাও ঠিক যে, এই গেমটি না থাকলে প্লে-স্টেশন এর ভীড়ে এক্সবক্স ৩৬০ কনসোলটি পাত্তাই পেত না বাজারে। মাইক্রোসফটের গেম বলে কথা! সেখানে অবশ্যই গ্রাফিক্স চোখ ধাধানো থাকবেই!!
আজকের গেমস জোনে থাকছে আমার সবচেয়ে প্রিয় গেম সিরিজ এর সর্বশেষ গেম। আজকের গেম হালো ৪।
হালো ৪ (ইংরেজি উচ্চারণে হেইলো ৪) একটি ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম নির্মাণ করেছে ৩৪৩ ইনড্রাষ্টিস এবং প্রকাশ করেছে মাইক্রোসফট স্টুডিও শুধুমাত্র এক্সবক্স ৩৬০ গেমস কনসোল এর জন্য। গেমটি বিশ্বব্যাপি নভেম্বর, ২০১২ সালে মুক্তি পায়। হালো ৪ গেমটির স্টোরি শুরু হয় হালো ৩ গেমটির ৪ বছর পরে। তোমাকে মাস্টার চিফ এর ভূমিকায় খেলতে হবে। স্টোরিটি মেইনলি ফোররানার প্ল্যানেট এ সেট করা হয়েছে। যেখানে তোমাকে এলিয়েন জাতি যারা কভেন্যান্ট নামে পরিচিত তাদের বিরুদ্ধে লড়তে হবে। এছাড়াও প্রমিথিয়ানস নামের এক শক্তিশালী শত্রুর বিরুদ্ধেও লড়তে হবে। পুরোটা গেমটিতে তোমাকে সঙ্গ দেবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট কোরটানা! কোরটানাকে যেখানে নতুন গ্রাফিক্স দিয়ে বানানো হয়েছে তা আর বললাম না!
হালো ৪ গেমটি অফিসিয়াল ভাবে এনাউন্স করা হয় জুন ৬, ২০১১ সালে। এবং সেপ্টেম্বর ২৬, ২০১২ সালে গেমটির নির্মাণ কাজ শেষ হয়। গেমটি মুক্তির প্রথম দিনেই ২২০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে! এবং প্রথম সপ্তাহে গেমটি ৩০০ মিলিয়ন মার্কিন ডলার এরও বেশি আয় করে ফেলে! এটি একটি রেকর্ড হালো গেম সিরিজে। এক মিলিয়নের বেশি লোক গেমটি এক্সবক্স ৩৬০ কনসোলে খেলেন মুক্তির প্রথম দিনে। সর্বশেষ তথ্য অনুসারে, ডিসেম্বর ৬, ২০১২ তে গেমটির চার মিলিয়ন কপি বিক্রি হয়েছে। আহা!
হালো ৪
নির্মাতা:
৩৪৩ ইনডাস্ট্রিস
প্রকাশ করেছে:
মাইক্রোসফট স্টুডিওস
সিরিজ:
হালো
খেলা যাবে:
শুধুমাত্র এক্সবক্স ৩৬০ গেমস কনসোলে
মুক্তি পেয়েছে:
নভেম্বর, ২০১২ সালে।
ধরণ:
ফার্স্ট পারসন শুটার,
সাইন্স ফিকশন
খেলার ধরণ:
সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার
ট্রেইলার ভিডিও:
http://www.youtube.com/watch?v=DIspQ1NmGf4
http://www.youtube.com/watch?v=V-GzfNgUVHo
http://www.youtube.com/watch?v=GO376G4tbGM
http://www.youtube.com/watch?v=x5xwXn77TPs
গেম-প্লে এবং স্টোরি:
হালো সিরিজ তথা হালো ৪ একটি শুটার গেম, যেটা প্লেয়ার ফার্স্ট-পারসন ভিউ হতে খেলে থাকে। তবে গেমটিতে থার্ড-পারসন ভিউ মাঝে মাঝে একটিভ হয় যখন কিছু অস্ত্র / আরমর অথবা গাড়িতে উঠা হয় তখন। প্লেয়ার এর হাড সিস্টেম (হেড-আপ ডিসপ্লে) আসল এবং জীবন- তথ্য দেখায়। যা আসলেই অসাম! এছাড়াও হাডে রয়েছে মোশন-ট্রাকার যার সাহায্যে একটি নির্দিষ্ট এরিয়ার ভিতর শত্রু এবং শত্রু গাড়ির অবস'ান বুঝা যায়।
গেমটিতে কভানেন্ট শত্রুর হিসেবে রির্টান করে এবং নিয়ে আসে নতুন শত্রু প্রমিথিয়ান গ্রুপ কে। প্রমিথিয়ানরা হল তিন প্রকার। নাইটস, ক্রউলারস এবং ওয়াচারস।
হালো ৪ গেমটিতে আগের সিরিজের গেমগুলোর চাইলে অস্ত্রের আপগ্রেড রয়েছে। এছাড়ও হালো রিচ গেমটির রিইউসাবল সিস্টেমটিও রিটার্ন হয়েছে। রি-ইউসাবল সিস্টেমে যুক্ত হয়েছে অটোসেন্ট্রি ফিচার।
গেমটির ক্যাম্পেইন মোড খেলা যাবে একা একা অথবা স্পিল্ট স্ক্রিণকে একসাথে দুইজন। এছাড়াও এক্সবক্স লাইভ সিস্টেমে তিন জন খেলা যাবে একসাথে। ক্যাম্পেইন মোড ফিচার করবে টার্মিনাল যার সাহায্যে এডিশনাল ব্যাকস্টোরি আনলক হবে। যা এক্সবক্স ৩৬০ এর হালো ওয়েপয়েন্ট এ গিয়ে দেখা যাবে।
মাল্টিপ্লেয়ার মোডে আনলিমিটেড প্লেয়ার নিয়ে খেলা যাবে।
হালো ৪ সেট করা হয়েছে ২৫৫৭ সালে, হালো ৩ গেমটির ৪ বছর পর। গেমটির ব্যাকস্টোরিতে বলা হয় যে মর্ডান যুগের অনেক অনেক বছর আগে।
হালো ৩ গেমটির স্টোরির ৪ বছর পর, ফরওর্য়াড আনটু ড্রউন ড্রিফ্ট টি এখনো স্পেস এ ঘুরছে। এদিকে কোরটানা মাস্টার চিফকে ক্রায়োনিক স্লিপ হয়ে উঠায়। এর পরেই কর্ভানেন্ট হামলা করে ভেসেলে। বেঁচে থাকা লোকজন একটি প্ল্যানেট এ ক্রাশ-ল্যান্ড করে।
এদিকে চিফ এবং কোরটানা রিকুইম প্ল্যানেটটিতে এক্সপ্লোর করছে। কভানেন্ট এবং প্রমিথিয়ানসদের সাথে লড়তে লড়তে।
নির্মাণ:
হালো ৪ এবং হালো: কমবাট ইভোলভেড এনিভারসেরি গেম দুটি একসাথে ই৩, ২০১১ কনফারেন্স এ অফিসিয়াল ভাবে জানানো হয়। হালো ৪ গেমটি সিরিজের প্রথম রিক্লেইমার ট্রিয়োলজি গেম। যেখানে হালো সিরিজের আগের সবগেম গুলো বানজিই দ্বারা নির্মাণ হয়েছে। হালো ৪ নির্মাণ করেছে ৩৪৩ ইনডাস্ট্রিস, যা মাইক্রোসফট স্টুডিওর একটি অংশ।
গেমটি ২০০৯ সালের দিকে নির্মাণ শুরু হয় ২০০ জনের বেশি টিম নিয়ে।
গেমটি স্ট্যান্ডার্ড এবং লিমিটেড এই দুটি ভার্সনে মুক্তি পায়।
ডাউনলোড করো:
প্রথমে এক্সবক্স ৩৬০ কনসোলটি ডাউনলোড করে নাও। এরপর গেমটি ডাউনলোড করে খেলতে থাক।
Go to The Main Post For Download Links:
http://www.tunerpage.com/archives/208838
************************************
*
*
*
*
*
*
*
*
**
Halo 4: Forward Unto Dawn
হালো ৪: ফরওর্য়াড আনটু ড্রয়ন একটি লাইভ-একশন ভিডিও ওয়েব সিরিজ যেটি সেট করা হয়েছে হালো সিরিজের ফিকশনাল দুনিয়ায়। এটি হালো ৪ ভিডিও গেমটি প্রমোশন এর জন্য তৈরি করা হয়েছে। মাইক্রোসফট এর সবোর্চ্চ বাজেটের লাইভ-একশন সিরিজ এটি। এটি তৈরিতে ১০ মিলিয়ন এর বেশি মার্কিন ডলার ব্যায় করা হয়েছে। সিরিজটি লিখেছেন এরন হেলবিং এবং টড হেলবিং, পরিচালনা করেছেন স্টুয়ার্ড হ্যান।
এপ্রিল ৩০, ২০১২ সালে ওয়েব সিরিজের ব্যাপারে প্রথম জানানো হয়। এবং ১৫ মিনিটের দৈর্ঘ্য নিয়ে ওয়েব সিরিজটি হালো ৪ গেমটির মুক্তির দিন পর্যন- প্রকাশিত হয়ে। এছাড়াও ৯০ মিনিটের ডিজিটাল ভার্সন কপিটি হালো ৪ গেমটির লিমিটেড এডিশনে বোনাস হিসেবে পাওয়া যাবে এবং ব্লু-রে, ডিভিডি, এক্সবক্স ভিডিও, আইটিউনস এবং ভিডিও অন ডিমান্ড এ ছাড়া পেয়েছে ডিসেম্বর ২০১২ সালে।
হালো ৪: ফরওর্য়াড আনটু ড্রয়ন
ধরণ:
একশন,
সাইন্স ফিকশন
ফরম্যাট:
ওয়েব সিরিজ
লিখেছেন:
এরন হেলবিং,
টড হেলবিং,
পরিচালনায়:
স্টুয়ার্ড হেন্ডলার
বানানো হয়েছে:
আমেরিকায়
ভাষা:
ইংরেজি
সিজন:
১টি
পর্ব:
৫টি
অরিজিনাল চ্যানেল:
ইউটিউব,
হালো ওয়েপয়েন্ট,
পিকচার ফরম্যাট:
১০৮০পি
বাজেট:
১০ মিলিয়ন মার্কিন ডলার
অভিনয়ে:
টম গ্রিণ - ক্যাডেট টমাস ল্যাস্কি এর চরিত্রে,
এন্না পপওয়েল - ক্যাডেট চাইলার সিলভার চরিত্রে,
এনিশা ব্রিউস্টার - ক্যাডেট এপ্রিল ওরেনক্সি চরিত্রে,
অসরিক চাউ - ক্যাডেট জুনজিই জেজে চ্যান চরিত্রে,
ক্যাট ডি সিলভা - ক্যাডেট ডিমাহ চ্যাকনোভা চরিত্রে,
ল্যাইন ব্যালচার - ক্যাডেট ওয়াল্টার ভিকার্রস চরিত্রে,
ম্যাসাম হোল্ডেন - ক্যাডেট মাইকেল সুলি সুলিভিয়ান চরিত্রে,
বডি তে ডানিয়েল ক্লাডমোর এবং ভয়েসে এলেক্স পুচিনিলি - মাস্টার চিফ জন -১১৭ চরিত্রে,
মাইক ডপুড - জেনারেল ব্ল্যাক চরিত্রে,
আইলেট জুরির - কর্লেন কে.এল. ম্যাহাফি চরিত্রে,
জিল টিড - কর্লেন লাস্কি চরিত্রে,
জেন্না বার্ম্যান - কেলি চরিত্রে,
টাই ওয়েলসন - টমাস লাস্কি (ওল্ডার) চরিত্রে
ডাউনলোড করুন:
Go to the Main Post for Download links:
http://www.tunerpage.com/archives/208838
আশা করছি, আজকের গেমস জোন তোমাদের ভাল লেগেছে। আগামী পর্বে সবাইকে রইল ভিজিটের আমন্ত্রণ!
ধন্যবাদ
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!
মুভিটা দেখছি আর Crysis series গুলো মনে হয় Halo এর চাহিদা মিটাবে .