গেমস জোন [পর্ব-২০] :: (প্রিভিউ) Tom Clancy’s Rainbow 6: Patriots (২০১৩)

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

গেমস জোন

হেই! গেম ভক্তরা কেমন আছো? নিয়ে এলাম গেমস জোনের আরেকটি নতুন প্রিভিউ পর্ব। আজকের পর্বে থাকছে জনপ্রিয় ফার্স্ট পারসন শুটিং গেমস সিরিজ টম ক্ল্যান্সিস রেইনবো সিক্স এর আপকামিং গেম। আজকের গেম টমক্ল্যান্সিসরেইনবোসিক্স: পার্ট্রিয়স

wallpaper

টমক্ল্যান্সিসরেইনবোসিক্স: পার্ট্রিয়স একটি আপকামিং ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম, যা টমক্ল্যান্সিসরেইবোসিক্স গেমস সিরিজের আপকামিং গেম। গেমটির প্রথম খবর প্রকাশ পায় গেম ইনফরমার এর ডিসেম্বর ২০১১ ইস্যুতে। গেমটি ২০১৩ সালে মুক্তি পাবে। প্রকাশ করবে ঊবিসফট, নিমার্ণ করেছে মনট্রিয়াল স্টুডিও সাথে সহযোগিতা করেছে ঊবিসফট টোরোন্টো এবং ঊবিসফট রেড স্ট্রোম। সিরিজের আগের গেমসগুলোর মতই রেইনবো সিক্স পার্ট্রিয়স একটি স্কোর্য়াড বেইস গেম হবে।

টমক্ল্যান্সিসরেইনবোসিক্স: পার্ট্রিয়স

Coverr

নির্মাতা

ঊবিসফট মনট্রিয়াল,

ঊবিসফট রেড স্ট্রোম,

ঊবিসফট টোরোন্টো।

প্রকাশকরবে

ঊবিসফট

সিরিজ

টমক্ল্যান্সিসরেইনবোসিক্স

ইঞ্জিণ

এ্যানভিল

খেলাযাবে

প্লে-স্টেশন ৩,

মাইক্রোসফট উইন্ডোজ এবং

এক্সবক্স ৩৫০ গেমস কনসোলে।

মুক্তিপাবে

২০১৩ সালের শেষের দিকে

ধরণ

ট্রাকটিক্যাল শুটার

খেলারধরণ

সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার

ট্রেইলারভিডিও

http://www.youtube.com/watch?v=WTrgNxeUWw8

http://www.youtube.com/watch?v=pMz8PKe5RFU

http://www.youtube.com/watch?v=xutWWmJwnZw

সিস্টেমরিকোয়ারমেন্টস

এখনো প্রকাশ করা হয় নি***

SC8

টম ক্ল্যান্সিস রেইনবো সিক্স: পার্ট্রিয়স গেমটি গেম-প্লে অনেকটা মর্ডান ওয়ারফেয়ার, মেডাল অফ ওনার এবং হোমফ্রন্ট গেমটি মতই। গেমটিতে তোমাকে টেরোটরিস্ট গ্রুপ “ট্রু পার্ট্রিয়স” এর বিপক্ষে খেলতে হবে। “ট্রু পার্ট্রিয়স” একটি উচ্চ মানে প্রশিক্ষণ প্রাপ্ত, সাবেক মিলিটারীদের নিয়ে তৈরি একটি টেরোটরিস্ট গ্রুপ। পার্ট্রিয়সদের মুল লক্ষ্য হচ্ছে দুর্নীতিগ্রস' আমেরিকায় নিজেদের দখল নেওয়া। পার্ট্রিয়সদের গ্রুপ লিডার হচ্ছে ট্রেডওয়ে। গেমটিতে তোমাকে নতুন টিম রেইনবোর মেমবার হয়ে খেলতে হবে। বড়সড় সিঙ্গেল প্লেয়ার স্টোরিলাইনের সাথে গেমটিতে থাকছে নতুন নতুন কো-অপ এবং মাল্টিপ্লেয়ার খেলার মজা। গেমটিতে একটি দল হয়ে কাজ করতে পারলে অর্থাৎ তোমারা পরিচালনায় গ্রুপটি যদি দলবদ্ধ হয়ে শত্রুর মোকাবেলা করে তাহলে তোম এক্সপেরিয়েন্স পয়েন্ট বেশি পাবে।

ফিচারসমূহ

* গেমটির স্টোরিলাইন হচ্ছে আল্ট্রা রিয়েলাইস্টিক মানে জীবন- যা তৈরি করা হয়েছে বাস-ব ইভেন্ট এর চরিত্র দিয়ে।

* টেরোরিস্ট গ্রুপটির সাথে টিম রেইনবোকে হোম-গ্রউন বা গৃহ-যুদ্ধে নামতে হবে। যেখানে তোমাকে নতুন একটি স্কোর্য়াড এর লিডারের ভূমিকায় খেলতে হবে। লিডার হওয়া বা দায়িত্ব পালন অত সহজ নয়। সরকার থেকে তোমার উপর নির্দেশ আসবে যেই ভাবে হোক এই টেরোরিস্ট গ্রুপ কে দমন করবে হবেই BY ANY MEANS NECESSARY.

* নতুন রেইনবো স্কোর্য়াড যে সব সময় ডেডলি প্যান নিয়ে চলতে হবে। সেখানে টিম লিডার হিসেবে তোমার উপর / হাতে স্কোর্য়াডের দায়িত্ব থাকবে। তোমার বুদ্ধি এবং ধৈর্য্য তোমাকে গেমটিতে এগিয়ে নিতে সাহায্য করবে।

* গেমটির কমবাট টেকনিকগুলোকে পরবর্তী লেভেলে নিয়ে যাওয়া হয়েছে নতুন ওয়েপন সিস্টেম এবং কভার এর দ্বারা। প্রত্যেকটি কমবাট সিচুয়েশনে তোমাকে পরিকল্পিত কমবাট প্যান নির্ধারণ করে খেলতে হবে। এছাড়াও গেমটিতে প্রায় অনেকগুলো নতুন নতুন কমবাট টেকনিক যোগ করা হয়েছে।

* গেমটিতে একটি দল হয়ে কাজ করতে পারলে প্লেয়ার তথা তোমাকে রিওর্য়াড দেওয়া হবে। এতে তুমি ম্যাপটিতে নতুন নতুন গোপন জায়গা, কমবাট টেকনিক ইত্যাদি আনলক করতে পারবে।

* গেমটিতে নতুন স্ক্যান মোড যোগ করা হয়েছে। এর সাহায্যে অদৃশ্য অবজেক্টকে স্ক্যান করে পরবর্তী নির্দেশ তুমি নির্ধারণ করতে পারবে।

SC1

SC2

SC3

SC4

SC5

SC6

SC7

গেমটির নির্মাণ কাজ শুরু হয় ২০১০ সালে। নভেম্বর, ২০১১ তে গেমটির “টার্গেট গেম-প্লে” ট্রেইলার দেখানো হয়। মার্চ ২০১২ তে “অজানা” কারণে গেমটির ক্রিয়েটিভ ডাইরেক্টর, ন্যারেটিভ ডাইরেক্টর, লিড ডিজাইনার এবং এনিমেশন ডাইরেক্টর কে বরখাস- করা হয়। এতে গেমটির নির্মাণ কাজ একটু ধীর গতি হয়ে যায়। বর্তমানে গেমটি নির্মাণাধীন রয়েছে। নভেম্বর, ২০১২ তে ঊবিসফট সি.ই.ও জানান যে গেমটি ২০১৩ সালের শেষের দিকে মুক্তি পাবে। বর্তমানে গেমটির প্লে-স্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ গেমস কনসোল ভার্সন এর উপর নির্মাণ করা হচ্ছে। অর্থ্যাৎ গেমটির পিসি ভার্সন এর নির্মাণ কাজ শেষ।

আশা করি আজকের গেমস জোন তোমাদের ভাল লেগেছে। নতুন নতুন গেমস এর প্রিভিউ নিয়ে গেমস জোনের টিউন প্রায় শেষের দিকে। উমম . . . আরো ৪/৫ টা গেমস এর প্রিভিউ দিব। এরপর গেমস জোনের রেগুলার পর্বগুলো আবারো শুরু হবে।

গেমস জোনের সামনের প্রিভিউ পর্বগুলোতে থাকবে:

250px-Grid_2_box_artwork

250px-Remember_Me_Logo_black_bg

256px-Devil's_Third

256px-Wasteland2art

ArmyOfTwo3 CoH2_initial_box_art_(re-sized).jpeg

Dead-Island-Riptide-Cover-259x300

Official_cover_art_for_Bioshock_Infinite

SC2_Heart_of_the_Swarm_cover

The_Walking_Dead_Video_Game_Logo

Splash_deltaforce

Sniper_-_Ghost_Warrior_2_coverart

BB4

তুমি চাইলে ২০১৩ সালের আগত তোমার পছন্দের গেমটির প্রিভিউ এর জন্য কমেন্টর এর মাধ্যমে আমাকে জানাতে পারো।

সবাই ভাল থাকবে। ধন্যবাদ।

**** যদিও আমি জানি ব্লগে আমার চেয়েও বয়স্ক রিডার রয়েছেন। তাও আমি আমার টিউনগুলো “তুমি” সম্বোধনে লিখছি। বড়রা আবার মাইন্ড করবেন না যেন।*******

http://www.facebook.com/games.zone.bd

wallpaper-Syndicate

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ধন্যবাদ সুন্দর টিউন এর জন্য। আমার পছন্দ স্নাইপার ঘোস্ট ওয়ারিওর ২। পারলে এই গেইমটার রিভিউ আগে দিয়েন।