নতুন চিন্তাধারা ।বাংলাদেশি গেইম সম্পর্কে । একবার টোকা মারুন ।

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আজ অনেক দিন পর টিউন করতেছি । আজ আমার একটা গেইম প্ল্যান শেয়ার করব । বাংলা বেশি লিখিনা  তাই ভুল হলে মাফ করে দিয়েন ।তো আমার প্লান এ আসি ।আজ

টিভিতে একটা স্বাধীনতা বিষয়ক ছবি দেখলাম ।সেখানে মুক্তিবাহিনীরা কিভাবে যুদ্ধ করেছিল তা দেখলাম । দেখেই আমার মাথায় একটা প্ল্যান চলে এলো । ছবিটা IGI গেইম এর মত লাগলো । তখন আমি চিন্তা করলাম আমরা বিদেশি যুদ্ধের গেইম  খেলি কিন্তু দেশের তৈরি কোন গেইম তেমন খেলিনা । আমাদের মুক্তিযুদ্ধ এর উপর ভিত্তি করে IGI এর মত যদি কোন গেইম বানান যায় তাহলে দারুন হত ।এই গেইমে মুক্তিযুদ্ধের মত বাংলাদেশিরা পাকিস্তানি দের সাথে যুদ্ধ করত যেভাবে ১৯৭১ সালে মুক্তি যুদ্ধ হয়েছিল । বিভিন্ন এলাকার আপারেশন গুলো মিশিন হিসাবে ব্যাবহার করা হত । এতে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ধারনা হত । এখনকার শিশুরা এ সম্পর্কে ভালভাবে বুঝতে পারত বাংলার সন্তানরা কিভাবে এ দেশ স্বাধীন করেছিল ।

আর কিছু বলবনা ।আমার মনে হল তাই শেয়ার করলাম । কিছু মনে নিয়েন না ।

এ বিষয়ে আমি টেকটিউনস  ও টিউনার এর দৃষ্টি আকর্ষণ করতেছি ।তারা যেন এ বিষয় টির দিকে একটু খেয়াল করেন ।

Level 0

আমি মেজবাউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার ফ্লাস একশন ‍স্ক্রিপ্ট 2.0 এবং java প্রোগ্রামিং সম্বন্ধে ঞ্জান আছে । যদি কোন সাহায্য করতে পারি বইলেন।

    Level 0

    @অপূর্ব: ভাই গেইম টা তো আমি বানাব না । আমার ইচ্ছা সবার সাথে শেয়ার করেছি ।

ভাই, এইরকম প্ল্যান আমাদের মাথাতেও অনেক এসেছিল! 🙁 কিন্তু, বানানোটাই তো কঠিন… 🙁

Level 0

tt er sobai milea jodi try kora hoi tobae we must game ta make kortae parbo.

এমন একটা গেম কিন্তু অনেক আগেই তৈরি হয়েছে । কিন্তু সেটা খেলতে টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা লাগে আর গ্রাফিক্স খুবএকটা ভালা না তাই খুব একটা চলে নাই । ফ্রী তেই যেহেতু অনেক ভালা ভালা গেম পাওয়া যায় সেক্ষেত্রে মানুষ কেন টাকা দিয়ে নিন্ম মানের গেম কিনে গেম খেলবে ( নিন্ম মান বলতে টেকনিক্যাল বিষয় বুঝাতে চেয়েছি যেমনঃ সাউন্ড , গ্রাফিক্স, একশন ইত্যাদি ) । সেটা তৈরিকারকদের মাথায় রাখা দরকার ছিল ।

এই মূহূর্তে গেমটার নাম ঠিক মনে পড়ছে না ।

Level 0

Orunodoyer Ognishikha?

Level 2

@Rony.max: Vi apnar tune ta pore ki poriman valo lagse bole bujate parbo na. jodio amader gaming kono company nai. kintu banate parle IGI er moto tahole chorom hoto. Ekhon kar oneker oi somokar onek kisu valo vabe relize korte parto. asha kori kono ekdin hoito amra banate parbo. 🙂

ভাল উদ্দ্যেগ৤
সবাই মিলে চেষ্টা করলে ইনশা আল্লাহ৤

Level 0

good

এমন কি কোন গেম ডেভলাপার নেই আামার দেশে।

আমি এ সম্পর্কে কিছুটা জানি। গেম ডেভেলপমেন্ট খুব কঠিন কাজ। প্রচুর ধৈর্য্য প্রয়োজন। তবে আমরা পরস্পরকে সাহায্য করার মাধ্যমে বাস্তবিকভাবেই একটি ভিডিও গেম তৈরি করতে পারি। অতি শিঘ্রই এ সম্পর্কে একটি টিউন করার ইচ্ছা আছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে গেম ডেভেলপমেন্ট বেশ ব্যয়বহুল।

Level 0

Bhai, Onek developer ase but fund nai. Ke Invest korbe bolen? Game development cost akta movie toirir cheye kom na ja onekei jani na.

একক প্রচেষ্টায় গেম ডেভেলপমেন্ট প্রায় অসম্ভভ। কিন্তু, লক্ষাধিক টিউনারদের সম্মিলিত প্রচেষ্টায় গেম ডেভেলপমেন্ট সম্ভভ।

Level New

Khub valo post, Bangladesh theke jara programming niye study shesh korse tara Baire jaoar plan age theke kore bose ase. emonki chole jasse. Bidesher company er jonne kaaj korse. Desh er jonne ki ekta kisu korte pari na? 1 jon 1 jon kore team create korlei dekhben koto easy.Apnara job er pashapashi obosor shomoye Kaaj korte paren. ei kaaj a keu agrohi thakle contact me. Amader desh ow pare shudhu ekotar proyojon. [email protected] . shonkoch na kore mail diben. thanks.