গেমিং পিসি কিনতে হলে যা জানা দরকার

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামু আলাইকুম,
গেমিং পিসি নিয়ে অনেক টিউন হয়েছে। গেমিং এর জন্য এর পার্টসগুলো সঠিক ভাবে সিলেক্ট করতে হবে। গেমিং এর প্রাণ হল প্রসেসর ও গ্রাফিক্সকার্ড। এরপর রয়েছে মাদারবোর্ড, রেম, মনিটর, কেসিং, পাওয়ারসাপ্লাই, মাউস ও কিবোর্ড। এগুলো সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে। যদি বেশি ধারনা না থাকে তবে গেমিংপিসি কিনতে একজন এক্সপার্টকে সাথে নিতে হবে। না হলে দোকানদার আপনাকে ভাল করে বাঁশ দিবে।

প্রসেসর
বর্তমানে প্রসেসরের মধ্যে রয়েছে ইন্টেল এবং এএমডি তবে গেমিং এর জন্য ইন্টেল পারফেক্ট। যদিও দামে এবং কিছু ক্ষেত্রে এএমডি ইন্টেল থেকে এগিয়ে কিন্তু ওভারল পারফমেন্সে ইন্টেল এগিয়ে। তাই আমি গেমিং এর জন্য ইন্টেলকে বেছে নিয়েছি।
প্রসেসরের ক্ষেত্রে আপনি কোর আই ৩/৫/৭ ২য় অথবা ৩য় জেনারেশন আপনি চোখ বুঝে নিতে পারেন।
পারফেক্ট হবে কোর আই ৫
যদি বাজেট বাড়াতে পারেন তবে নিতে পারেন কোর আই ৭
আর যদি বাজেট কম হয় তবে নিতে পারেন কোর আই ৩

গ্রাফিক্সকার্ড
গেমিং গ্রাফিক্স কার্ড ছাড়া যেন অচল। কিন্তু আমাদের অনেকের গ্রাফিক্স কার্ড সম্পর্কে তেমন ধারনা নেই। প্রসেসরে যেমন ইন্টেল এবং এএমডি, তেমনি গ্রাফিক্সকার্ডের বেলায় রয়েছে এএমডি রেডিওন ও এনভিডিয়া। এএমডি রেডিওন ও এনভিডিয়া দুটোর পারফমেন্স একই শুধু ১৯/২০ ওভারঅল কেউ কারো থেকে কম নয়। তাই আপনি এখানেও যে কোন একটি আপনার বাজেট অনুযায়ী নিতে পারেন।

এএমডির সর্বশেষ সিরিজ হচ্ছে এইচডি ৭৯০০
এনভিডিয়া ক্ষেত্রে জিটিএক্স ৬০০
আপনাকে ৩ডির গেমিং এর জন্য
এএমডির ৫৭০০/৬৭০০/৭৭০০ বা তার উপরের সিরিজের দিকে যেতে হবে। এবং
এনভিডিয়ার ক্ষেত্রে জিটিএক্স ৪০০ বা তার উপরের সিরিজ।
এর কম হলে চলবে কিন্তু আসল ৩ডি পারফমেন্সটি পাবেন না।

মাদারবোর্ড
ভাল পারফমেন্স পেতে হলে একটি ভাল মাদারবোর্ড কিনতে হবে। ইন্টেলের ২য় এবং ৩য় জেনারেসন জন্য সকেট ১১৫৫ যা উভয় সাপোর্ট করবে।
ভাল মাদারবোর্ডের ক্ষেত্রে আপনাকে পিসিআইই স্লটের সংখ্যা দেখে নিতে হবে। এখন সব গ্রাফিক্সকার্ডই পিসিআইই এক্স১৬ স্লটের। আপনি যদি একের অধিক গ্রাফিক্সকার্ড লাগাতে চান তবে আপনাকে একাধিক পিসিআইই স্লটের মাদারবোর্ড কিনতে হবে। এবং নতুন সব মাদারবোর্ডে ইউএসবি ৩.০ রয়েছে। সাউন্ডের ক্ষেত্রে দেখতে হবে তা ৬ কিংবা ৮ চ্যানেল সাপোর্ট করে কিনা। এছাড়াও কিছু মাদারবোর্ডে বিলট ইন ওয়াইফাই, ব্লুটুথ রয়েছে।

রেম
গেমিং এর জন্য আপনি ডিডিআর ৩ এর /১৬০০/১৮৩৩/২০০০/২১৩৩ মেগাহার্জ নিতে পারেন। ১৩৩৩মেগাহার্জ না নেওয়াই ভাল। বাজেটের মধ্যে ১৬০০মেগাহার্জ নিতে পারেন। তবে বাজেট বেশি হলে ১৮৩৩/২০০০/২১৩৩ মেগাহার্জ নিতে পারেন।

মনিটর
মনিটর কেনার ক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে এর ব্রাইটনেস, কন্ট্রাস্ট রেশিও এবং রেসপন্স টাইম। রেজুলেসনের ক্ষেত্রে আপনাকে ১৯২০*১০৮০ বেছে নিতে হবে। যত বড় মনিটর নিবেন গেমিং এ তত মজা পাবেন। সাইজ ২১.৫" থেকে ২৭" পর্যন্ত। বাজারে এখন ৩ডি মনিটর পাওয়া যায় তবে দাম একটু বেশি।

কেসিং ও পাওয়ারসাপ্লাই
আমারা প্রায় কেসিং এর ক্ষেত্রে কম গুরুত্ব দেই। এবং পাওয়ারসাপ্লাই এর ব্যাপারে তো আরও কম। ভাল গেমিং পিসির জন্য ভাল কেসিং দরকার, ব্র্যান্ডের কেসিংগুলোর দাম একটু বেশি। তাই গেমিং পিসি কিনতে হলে আপনাকে আলাদা বাজেট রাখতে হবে কাসিং ও পাওয়ারসাপ্লাই এর জন্য। আপনার পিসির পাওয়ারসাপ্লাই কত ওয়াটের লাগবে তা জানার জন্য http://www.extreme.outervision.com/psucalculatorlite.jsp

মাউস ও কিবোর্ড
গেমিং এর জন্য আলাদা গেমিং মাউস ও কিবোর্ড রয়েছে। দাম একটু বেশি।

হার্ডডিস্ক
গেমিং এর জন্য আলাদা হার্ডডিস্ক রয়েছে, যেগুলো সাধারণ হার্ডডিস্ক থেকে দাম একটু বেশি।

পিসি কেনার ক্ষেত্রে সবসময় ভাল জিনিসগুলো কিনবেন। আর ভাল জিনিসের দাম সবসময় একটু বেশি থাকে।

ফেসবুকে আমিঃ Muhammad Easin Islam

Level 0

আমি Muhammad Easin Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনে কি রেইনবো গ্রুপের মেম্বার ?!?

Level 0

ALL the best. কিন্তু Intel তো 1600 BUS RAM এর বেশি সাপোর্ট করে না ।

    Level 0

    @MD.ASAD: কোন কোন মডেলে করে 🙂

      Level 0

      @KiNG কেন ভাই জানেন না । ইন্টেলের সকল 3rd gen. processor এ । ধন্যবাদ ।

      কি কিং ভাই(শুধু নামে )। সব জাইনাও না জানার মতন @MD.ASAD ভাইরে জিঙ্গাসা কইরা শেষ পর্যন্ত ছোটর কাতারে দাড়াইলেন ।

        Level 0

        @Real.telker: আপনারে কে বলছে যে আমি আসাদ ভাইকে প্রশ্ন করছি? আপনাদের বুঝায় ভুল আছে। আমি ওনাকে বলতে চেয়েছিলাম যে “Works in Some models of INTEL”. কিছু না বোঝে কমেন্ট করবেন না। নিজেকে কি ভাবেন? পন্ডিত? অন্যকে জিজ্ঞাসা করলেই কি ছোটর কাতারে দাড়িয়ে যায়? ভদ্রতা শিখুন।

Level New

kon tar recent price koto, kothay pawa zabe valo agulo na bolle ki r valo tune hoy

Level 0

সুন্দর টিউন 😀

Level 0

60,000/- or 70,000/- এর ভিতর একটা কনফিগারেশন দেন।

intel core i5 3rd gen, gigabyte, asus, or msi motherboard, 4+4gb ddr3 1600mhz ram, 500 or 1000gb westrean digital, segate hdd,graphic hd 1gb ddr5 7770, thermaltlke, gigabyte cassing and powersupply, 21.5″ full hd 1920*1080p monitor, logitech or a4-tech gaming mouse and keyboard aprox 65000-70000

AMI PC KINTE CHAI.BAJET 46500 TAKA.APNADER HELP CHAI.GAMING PC ER JONNO KON KON PARTS KENA VALO HOBE?VAI CONFIGURATION TA JODI DAM SOHO BOLTEN TOBE KHUB VALO HOTO.

Level New

Nvidia AMD theke better performance kore. taka nosto kore AMD Na kena tai valo

Level 0

ভাই আমার পিসির কনফিগারেশন
Intel Core 2 Duo E7500@ 2.93 Gigahertz.
Ram 4 GB (2.97 Usable )
Intel G41 Express Chipset
Video Memory 1.26 GB (No External Graphics Card)
HDD 500GB.

আমি একটি গ্রাফিক্স কার্ড কিনতে চাই। আমার বাজেট ৫০০০ টাকা। আমার পিসির জন্য কোন ব্রান্ডের কোন গ্রাফিক্স কার্ডটা ভাল হবে একটু বলবেন।