গেম কালেকশন-ফিয়ার-থ্রি (অবাক করা সব গেমের সমাহার)[পর্ব-০১]

টিউন বিভাগ গেমস
প্রকাশিত

আসসালামুয়ালাইকুম আশা করি সবাই ভালোই আছেন । আপনাদের কাছে আজ আমি একটি মারাত্মক গেম নিয়া হাজির হলাম ।

আজ আপনাদের জন্য নিএ এলাম ফার্স্ট পারসন শ্যুটার গেইম । গাইমে ভক্তদেরজন্য  'ফিয়ার-থ্রি'। খলনায়িকা হলেও এ ঘরানার গেইমারদের পছন্দের চরিত্র অ্যালমা ওয়েডকে আর দেখা যাবে না। কারণ এ পর্ব দিয়েই শেষ হচ্ছে ফিয়ার সিরিজ।
গেইমের কাহিনীতে প্রধান চরিত্র পয়েন্টম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে নিরাপত্তা সংস্থা আর্মাক্যামের অন্ধকার বন্দিশালায়। হঠাৎ সেখানে ছদ্মবেশে হাজির তার ভাই প্যাক্সটন ফেটেল। নিরাপত্তাকর্মীদের খুন করে ভাইকে নিয়ে পালিয়ে গেল সে।
এক কর্মীর কাছ থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা 'ফিয়ার' জানতে পারে, পৃথিবী ধ্বংসের খেলায় মেতেছে অ্যালমা ওয়েড। তার ভয়াবহ অলৌকিক ক্ষমতায় উন্মাদ হয়ে যাচ্ছে মানুষ, পরিণত হচ্ছে জীবন্মৃততে (জোম্বি)। এ ধরনের অধিভৌতিক আবহে গেইমের কাহিনী এগিয়ে গেছে। গেইমারের ওপর নির্ভর করে দুই ধরনের সমাপ্তি ঘটতে পারে এর।
আগের দুই পর্ব না খেললে এর আসল মজা পাওয়া যাবে না, তা এক রকম বলা চলে। বিশেষ করে অ্যালমার বেড়ে ওঠা, তার অলৌকিক ক্ষমতা প্রকাশ হওয়ার পর বাবার হাতে বন্দিজীবন, পয়েন্টম্যান ও ফেটেলের জন্ম ইতিহাস_এসব বিস্তারিত জানতে হলে আগের দুই পর্ব খেলতে হবে।
। এর প্রধান চরিত্র পয়েন্টম্যান অস্ত্র চালনায় বেশ পারদর্শী। পাশাপাশি মায়ের কাছ থেকে পাওয়া অলৌকিক ক্ষমতা 'স্লো-মো' রয়েছে তার আয়ত্তে। এ ক্ষমতা দিয়ে সময়কে কয়েক মুহূর্তের জন্য থমকে দিয়ে সহজে শত্রুকে আক্রমণ করা যাবে।
গেইমটি প্রথমবার শেষ করার পর আরেক 'প্রধান চরিত্র' ফেটেলের দেখা মিলবে। ফেটেলকে নিয়ে পাড়ি দিতে হবে একই পথ, তবে বদলে যাবে এর গেইম প্লে। কারণ ফেটেলের ক্ষমতা পয়েন্টম্যানের চেয়ে অন্য দুই পর্বের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য 'ফিয়ার-থ্রি'ও গেইমারদের প্রশংসা পেয়েছে। এতে 'আর্মাক্যামের নিরাপত্তাকর্মী' আর 'অ্যালমার সপক্ষের জোম্বি'_এ দুই ধরনের শত্রুর মোকাবিলা করতে হবে। এ ছাড়া হঠাৎ শত্রু হিসেবে দেখা দেবে অতিকায় রোবট 'পাওয়ার আর্মার'। এদের দুর্বল স্থান খুঁজে গুলি করতে বেশ বেগ পেতে হবে। তবে কোনোভাবে কাবু করতে পারলে এগুলোকে বাহন হিসেবে ব্যবহার করা যাবে। পাওয়া যাবে অ্যাসল্ট রাইফেল, মিসাইল লঞ্চারের মতো কিছু অস্ত্রও।
গেইমটির হৃৎকম্পন বাড়ানো সাউন্ড ইফেক্ট আর সার্বক্ষণিক গা ছমছমে ভাবের কথা বিশেষভাবে না বললেই নয়। হঠাৎ হঠাৎ অ্যালমার ছায়া আর ভৌতিক চিৎকারও বেশ রোমাঞ্চকর।
গেইমটির কিছু প্রোগ্রাম-ত্রুটি সার্বিকভাবে গ্রাফিকসের মান কিছুটা কমিয়ে দিয়েছে বলতে হবে।
অসাধারণ রোমাঞ্চকর এবং ভৌতিক মোডের একটা চমৎকার একটি গেইম ।ভালও লাগতাই হবে।

আপনাদের যা যা দরকার(না হোলায়েই নয় )

 উইন্ডোজ এক্সপি
ইন্টেল কোর ২ ডুয়ো ২.৪ গিগাহার্জ বা এএমডি অ্যাথলন এক্স২ ৪৮০০ প্রসেসর
২ গিগাবাইট র‌্যাম

 এনভিডিয়া জিফোর্স ৮৮০০জিটি বা এটিআই রেডন ৩৮৫০ গ্রাফিকস কার্ড
হার্ডডিস্কে ১০ গিগাবাইট খালি জায়গা। তাছাড়া এর বেশি হলে অনেক  ভাল।

এই গেমটি মাত্র ২.৪০  গিগাবাইটে

For Download click here.................... ফিয়ার-থ্রি


Level 2

আমি অদৃশ্য মানব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ঢাকা পলিটেকনিক ইন্সিটিউট এ অধ্যয়নরত একজন স্টুডেন্ট।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথমত উইন্ডোজ এক্সপি মানে কি? তাইলে দ্বিতীয়ত বা তৃতীয়ত কই?

Level 0

vai ager duiti part er link dile valo hoi…

Level New

ami khelsi.protiita part ei jotil.Thanks.

Level 0

ajira game