
আসসালামু আলাইকুম। নতুন আরেকটা আর্টিকেল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল ক্লাউড গেমিং। আশাকরি এই পোস্টটি আপনাদের উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক।
আপনাদের ভিতরে অনেকে হয়তো জানেন যে ক্লাউড গেমিং কি। তারপরও বলে রাখা ভালো। ক্লাউড গেমিং হল অনলাইন গেমিং প্ল্যাটফর্ম। যেখান থেকে আপনার ডিভাইসে গেম ইন্সটল করা ছাড়াই রিমোট সার্ভার এর মাধ্যমে শক্তিশালী গেমও স্ট্রিম করতে পারবেন।
ক্লাউড গেমিং এর জন্য কোন গেম ইন্সটল করার প্রয়োজন হয় না। শুধু আপনার ফোনে বা পিসিতে যদি একটু ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি ক্লাউড গেমিং করতে পারবেন।
বর্তমানে অনেক ধরনের ক্লাউড গেমিং প্ল্যাটফর্ম আছে। এর মধ্যে অনেক প্ল্যাটফর্ম ফ্রিতে ক্লাউড গেমিং করার সুযোগ দেয়। আবার অনেক প্ল্যাটফর্ম থেকে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে গেমিং করতে হয়। আবার অনেক প্ল্যাটফর্মে লগইন করা ছাড়াই যেকোনো ধরনের গেম খেলা যায়। অন্যদিকে এমনও অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি গেম খেলতে গেলে লগইন করা লাগবে।
বর্তমানে এই হাজার হাজার প্লাটফর্ম থেকে মাত্র অল্প কিছু প্ল্যাটফর্ম এ আপনি ক্লাউড গেমিং করে আসল মজা উপভোগ করতে পারবেন।
তাই আজকে আমি আপনাদের ঠিক তেমনি একটি ক্লাউড গেমিং ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। ওয়েবসাইটটি সত্যিই মজাদার। এখানে আপনি ৪০০ টিরও বেশি গেম উপভোগ করতে পারবেন। কোন ধরনের টাকা দেওয়া লাগবে না। লগইন করার। সব বয়সী মানুষের উপযোগী সকল ধরনের গেমই এখানে খুঁজে পাবেন। এছাড়াও একটা মজার কথা হলো, এই ওয়েবসাইটে প্রতিনিয়ত নতুন নতুন গেম আসতেই থাকে। আমার কাছে ওয়েবসাইটটির অনেক ভালো লেগেছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে যে ওয়েবসাইটটির কথা বলতে চলেছি সে ওয়েবসাইটের নাম হল, Webgame.fun।
প্রথমেই বলতে চাই, Webgame.fun ওয়েবসাইটটির ইন্টারফেস তুলনামূলকভাবে অন্যান্য প্ল্যাটফর্মের থেকে একটু ভালো। এছাড়া হও এখানে গেম গুলো ক্যাটাগরি হিসেবে সাজানো থাকে। আপনি দেখতে পারবেন কোন ক্যাটাগরিতে কতটি গেম আছে। আপনি চাইলে গেম গুলো আপনার প্রোফাইলে সেভ করে রেখে দিতে পারে। এখানে আপনারা সকল ক্যাটাগরির বিভিন্ন ধরনের গেম উপভোগ করতে পারবেন।
ওয়েবসাইটটি একটু নতুন। তবে অনেক ভালো ভালো ওয়েবসাইটের থেকেও গেমিং এক্সপেরিয়েন্স আমার কাছে ভালই লেগেছে। এছাড়াও গেম গুলো ডিভাইসের রান করার জন্য তেমন হেভি ইন্টারনেট কানেকশনের দরকার হয় না। নামমাত্র নেট থাকলেই গেমগুলো ভালোভাবে উপভোগ করা যায়।
আরেকটা বড় বিষয় হলো, ওয়েবসাইটের ডিজাইন। ওয়েবসাইট টি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি যেকোনো ডিভাইস থেকেই সুন্দর ভাবে গেমটি উপভোগ করতে পারবেন।
যেহেতু এই ওয়েবসাইটে আমি গেমিং করেছি তাই ওয়েবসাইটের ভালো দিক এবং খারাপ দিক দুটোই আপনাদের সাথে শেয়ার করা উচিত। শুধু ভালো দিকগুলো ভুলে গেলেই হবে না খারাপ দিকগুলোও তুলে ধরা দরকার।
এই ওয়েবসাইটে গেমিং করার দরুন আমি একটি জিনিস খেয়াল করলাম যে এই ওয়েবসাইটে তুলনামূলক একটু বেশি এড দেখানো হয়। এটা একটু বিরক্তির কারণ হতে পারে। একটা রাউন্ড শেষ করার পরে আরেকটা রাউন্ডে যাওয়ার মাঝখানে এড আসে, এছাড়াও একটা রাউন্ড ব্যর্থ হলেও আবার পুনরায় খেলতে গেলে এড দেখা লাগে। তবে যেহেতু ফ্রি প্ল্যাটফর্ম এডভারটাইজমেন্ট থাকবে।
এই একটা জিনিস বাদ দিলে বাকি সবকিছু আমার কাছে মোটামুটি ভালই লেগেছে।
ওয়েবসাইটের থিমটা যদি একটু ডার্ক হত তাহলে গেমিং টাও আরো ভালো হতো।
এই সাইটে গেম খেলার জন্য আপনার কোন একাউন্ট না ক্রিয়েট করলেও চলবে। তবে আমার মনে হয় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখা ভালো। কারণ, অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি কিছু অতিরিক্ত সুবিধা পাবেন। সেগুলো নিচে আলোচনা করব।
নিচে দেওয়া লিংকে ক্লিক করলে আপনি নিজের ছবির মত একটা ইন্টারফেস দেখতে পারবেন। যেখানে একটু স্ক্রল করে নিচে গেলেই আপনি সকল ধরনের গেমই এখানে দেখতে পাবেন। আর একটু নিচে গেলে ক্যাটাগরি ভিত্তিক গেমও পেয়ে যাবেন.
অ্যাকাউন্ট তৈরি করার জন্য, ওয়েবসাইটের উপরে ডান পাশে থাকা লগইন বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাকে লগইন পেজ এ নিয়ে যাবে। সেখানে আপনি আপনার গুগল একাউন্ট দিয়ে লগিন করতে পারবেন।
এছাড়াও আপনি মেনুয়ালি অ্যাাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। এর জন্য আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনাকে নিচে দেওয়া ছবির মতো একটা পেজ এ নিয়ে যাবে। এখানে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট তৈরি করে নিতে পারবেন।
একাউন্ট তৈরি করার পরে আপনি ওয়েবসাইটের মেইন পেজ এ এসে যেকোনো গেম এ ক্লিক করে অথবা উপরে থাকা সার্চ বার থেকে গেম সার্চ করে গেম ওপেন করলে, আপনি সেই গেমটি খেলতে পারবেন।
আপনার যদি কোন গেম ভালো লাগে তাহলে আপনি সেটা লাইক করে দিতে পারেন। আর আপনি যদি কোন গেম পরবর্তীতে খেলার জন্য সেভ করে রাখতে চান তাহলে হার্ট/লাভ বাটন এ ক্লিক করে ফেভারিট করে রাখতা পারবেন। পরবর্তীতে আপনার একাউন্ট থেকে সহজেই এই গেমগুলোতে এক্সেস করতে পারবেন।
আপনি টিউমেন্ট করে আপনার মতামত ও জানাতে পারবেন। গেম গুলো খেলে আপনার কেমন এক্সপেরিয়েন্স হলো সেটা আপনি জানাতে পারেন।
এই ওয়েবসাইটে সবচেয়ে বেশি আমার কাছে যে দিকটা ভালো লেগেছে সেটা হলো এই ওয়েবসাইটের অ্যাকাউন্ট সেকশন। ওয়েবসাইট এর উপরে ডান পাশে থাকা বাটনে ক্লিক করে মাই প্রোফাইল অপশনে গেলে আপনি অনেক গুলো অপশন খুঁজে পাবেন।
অ্যাকাউন্টে ঢোকার পরে সবার প্রথমে আপনার যে জিনিসটা নজরে পড়বে সেটা হলো এই ওয়েবসাইট এর র্যাঙ্কিং / ব্যাজ/ লেভেল সিস্টেম। আপনি ওয়েবসাইট এ যত এক্টিভিটি করবেন তার উপরে ভিত্তি করে আপনার একাঊন্টে পয়েন্ট জমা হতে থাকবে। আর আপনার পয়েন্ট যত বেশি হবে আপনার র্যাঙ্কিং ও তত বৃদ্ধি পাবে। ওয়েবসাইট এর এই দিকটা আমার কাছে ইউনিক লেগেছে। কারণ অনেক ওয়েবসাইটেই এমন সিস্টেম আমি দেখিনি।
এরপরে যে জিনিসটি আপনার নজরে পড়বে সেটা হলো ফেভারিট গেমস। এখানে আপনি যতগুলো গেম ফেভারিট করে রেখেছিলেন সবগুলো দেখতে পারবেন। এখানে আপনি খুব সহজে গেমস গুলোতে এক্সেস করতে পারবেন।
ফেভারিট গেমস এর পরে আপনি দেখতে পারবেন আপনি কোন কোন গেম গুলোতে লাইক করেছেন। আপনি যতগুলো গেমস এ লাইক করবেন সব এখানে জমা থাকবে।
ওয়েবসাইট এর এই দিকটিও অনেক ইউনিক। কারণ আপনি এই ওয়েবসাইটে যতগুলো টিউমেন্ট করেছেন সব এখানে দেখতে পারবেন। অর্থাৎ আপনি শুরু থেকে যত গুলো টিউমেন্ট করেন না কেন সবগুলোই আপনি এখানে দেখতে পারবেন। আপনি চাইলে এই জাইয়া থেকেই এক ক্লিক এর মাধমে টিউমেন্ট গুলো ডিলিট ও করে দিতে পারবেন। এই সিস্টেমটা আপনি অনেক বড় বড় গেমিং প্লাটফর্মেও পাবেন না।
সব মিলিয়ে বলতে গেলে এই প্লাটফর্মের প্রোফাইল সেকশন্টা আমার মন জয় করে নিয়েছে।
আপনি চাইলে যেকোনো গেম এর রিভিও ও করতে পারবেন। আপনার অভিজ্ঞতা জানাতে পারবেন।
তো আজকের আর্টিকেলটি এই পর্যন্তই ছিল। আশা করছি যে আপনাদের ভালো লেগেছে। এখন গেম খেলা বা না খেলা সেটা সম্পূর্ণ আপনার বিষয়। আপনি হয়তো আরো ভালো কোন প্লাটফর্ম থেকে ক্লাউড গেমিং করে থাকেন। কিন্তু আমার কাছে এই প্লাটফর্ম টা ভালো লেগেছে। আর অনান্য গতানুগতিক প্লাটফর্ম থেকেও এই সাইটে কিছু ইউনিক ফিচার পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
আমি মোঃ তামিম আহম্মদ। , Savar Cantonment Public School And College, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।