ফ্রিতে নিয়ে নিন ১৯ ডলার মূল্যর সফটওয়্যার :: ফেলে দিন অপ্রয়োজনীয় সফটওয়্যার-অ্যাডঅন্স-অনান্য সুবিধা

টিউনের শুরুতে সবাইকে জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা। শুরুতে বলে নেই এই টিউনে কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই সফটওয়্যারের সাথে সবাই কম বেশি পরিচিত আছেন। তবু আজ সেই পুরনো জিনিস কে নতুন করে শেখা। আশা করি ভালো লাগবে।

আইওবিআইটি(IObit) আনইন্সটলার প্রো ৮ দিয়ে আপনি খুব সহজে রিমুভ করতে পারেন অপ্রয়োজনীয় সফটওয়্যার। এখন আপনি প্রশ্ন করতে পারেন উইন্ডোজ এর কন্ট্রোল প্যানেল থেকে এমনি যেকোনো প্রোগ্রাম আনইন্সটল করা যায়। তাহলে এই সফটওয়্যার দিয়ে কি করব?

আপনি জানেন কি?  আপনি যে প্রোগ্রাম গুলো আনইন্সটল করছেন সেগুলো আপনার সিস্টেমে রেজিস্টার মধ্যে রয়ে যায়। না জানলে একটা উদাহরণ দেই, আমরা উইন্ডোজ ব্যবহারকারী প্রায় ডাউনলোড করার জন্য আইডিএম (Internet Download Manager) ব্যবহার করি ক্র্যাক দিয়ে। কিন্তু আমাদের ক্র্যাক যদি ফেল করে তাহলে বার বার নোটিফিকেশন আসে তখন আমারা বিরক্ত হয়ে  অনেক সময় আনইন্সটল করে থাকি। কিন্তু আপনি যদি কোন সফটওয়্যার ছাড়া আনইন্সটল করে থাকেন তাহলে একই উইন্ডোজ মধ্যে আর ইন্সটল করতে পারবেন না। যদিও ইন্সটল করেন তাহলে সেইম সমস্যা আপনি পরবেন।  এটা হয় কেন?

কারন হল আমাদের উইন্ডোজের রেজিস্ট্রি ফাইলে সব তথ্য ধরে রাখে যার কারনে সমস্যা পড়তে হয়। আবার অন্য দিকে অনেক সময় আমরা নিজে থেকে অনেক সফটওয়্যার ইন্সটল করি নাই  কিন্তু আমার সিস্টেমে অটো ইন্সটল হয়ে আছে সেটা সাধারণত ইন্টারনেট ব্রাউজ করতে গিয়ে ভুলে করে থাকি। অনেক অ্যাড-অন্স আছে যেগুলো প্রয়োজন নেই তবু ইন্সটল হয়ে থাকে। এছাড়া আরো অনেক সফটওয়্যার আছে সব সমাধান এক সাথে নিতে পারেন আইওবিআইটি(IObit) আনইন্সটলার প্রো ৭ মাধ্যমে। আপনি হয়ত ভাবছেন আমি কি আবল তাবল বলছি? সমস্যা নেই আপনি দেখে নিতে পারেন  কিভাবে কাজ করে।  এই ভিডিও মাধ্যমে আপনি হয়ত বুঝতে পারবেন নয়ত আমি ব্যর্থ।

এবার ইন্সটলেশন কিভাবে করবেন বা কোথায় পাবেন। চিন্তা নেই আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব। এই টিউনের একদম নিচে আপনি পেয়ে যাবেন। এখন কথা হল আপনি উপরের ভিডিওতে দেখলেন ভার্সন ৭  সমস্যা নেই নিচের ভিডিওতে আপনি কিভাবে ইন্সটল করতে হয় দেখতে পারেন সেখানে আপনি ভার্সন ৮ পাবেন।

আমরা ইন্সটলেশন দেখলাম ও কিভাবে কাজ করে দেখা হল কিন্তু প্রশ্ন হল ভার্সন ৮ কিন্তু লিমিটেড টাইমের লাইসেন্স দিয়ে থাকে। আপনার চিন্তা করার দরকার নেই। আমার টিউনে লিঙ্কটা আপনার ব্রাউজারে বুকমার্ক করে রেখে বা ডাউনলোড মিডিয়া লিঙ্ক রেখে দিতে পারেন। সেখানে আপডেট লাইসেন্স পেয়ে যাবেন।

আপনি কি কি সুবিধা পেতে পারেন?

১# আপনি খুব সহজে লুকানো সব সফটওয়্যার আনইন্সটল করতে পারবেন।

২# রেজিস্ট্রি থেকে সব হিডেন ফাইল ডিলিট করে দেয়।

৩# ব্রাউজারে লুকানো সকল অ্যাড-অন্স রিমুভ করতে পারেন।

৪# উইন্ডোজ কোন কোন সফটওয়্যার আপডেট প্রয়োজন আপনি দেখতে পারবেন আপডেট দিতে পারবেন।

আরো অনেক সুবিধা আপনি যখন ব্যবহার করবেন। তবে আপনি যদি আইওবিআইটি(IObit) আনইন্সটলার  ৮ ডাউনলোড করতে চান তাহলে ফ্রি তবে যখন আপনি আনইন্সটলার প্রো ৮ নিবেন তখন আপনাকে কিনতে হবে ডলার খরচ করে।

ফ্রিতে ডাউনলোড করতেঃ Mediafire Link

আজ আর বেশি কিছু বলব না। কারন আগামী পর্বে নিয়ে আসব অনেক দামি সফটওয়্যার টিউন নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন ও আমাকে ভালো রাখতে ফলো, শেয়ার, টিউমেন্ট করতে ভুলবেন না। কারন যত বেশি উৎসাহ পাব তত বেশি টিউন করব। আপনারা যারা লিনাক্স শিখতে চান তারা আমার চেইন টিউন ফলো করতে পারেন। আল্লাহ্‌ হাফেজ

 

Level 0

আমি মোনারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস