শিক্ষা বোর্ড পদ্ধতিতে ফলাফল তৈরীর অফলাইন সফটওয়্যার 2018

আশা করি সবাই ভাল আছেন পূর্বের মত আজও চেষ্টা থাকবে আপনাদের উপকারে আশে এমন একটি বিষয় নিয়ে শেয়ার করতে। আপনাদের সরাসরি কাজে না আসলেও আপনাদের কাছাকাছি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের হয়তো অনেক উপকারে আসবে। তো চলুন যে সফটওয়ারটি অপনাদের সাথে শেয়ার করছি তাতে কি সুবিধা আছে দেখে নেওয়া যাক।

• ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম শ্রেণীর ফলাফল তৈরী করা যায়

• শুধু মাত্র নম্বর ইনপুট করতে হয় এছাড়া প্রয়োজনমত প্রিন্ট আউট ছাড়া অন্য কিছু করতে হয় না

• প্রদত্ত নম্বর অনুযায়ী অটোমেটিক জিপিএ এবং গ্রেড নির্ণয় করা যায়

• প্রদত্ত নম্বর অনুযায়ী সয়ংক্রিয় ফেল নির্ধারণ করা হয়

• জিপিএ > গ্রেড > প্রাপ্ত > নম্বর পূর্বের রোল নম্বর এর উপর ভিত্তি করে সয়ংক্রিয় ক্রমিক নির্ধারণ হয়

• নবম দশম শ্রেণির চতুর্থ বিষয়ের নম্বর সমীকরণ

• নবম দশম শ্রেণির সিকিউ, এমসিকিউ, প্রয়োগ এর আলাদা ফেল নির্ণয়

• অষ্টম শ্রেণীর অপশনাল বিষয় এর গানিতিক বিষয়

• মেধা তালিকা প্রিন্ট করার ব্যবস্থা

• ১ থেকে ৪ বিষয়ে অকৃতকার্যদের আলাদা তালিকা প্রিন্ট করার ব্যবস্থা

• ৫ বা তার বেশি বিষয়ে অকৃতকার্যদের আলাদা তালিকা প্রিন্ট করার ব্যবস্থা

• পূর্ণ ফলাফলের সামারী প্রিন্ট করার ব্যবস্থা • মার্কশীট প্রিন্ট করার ব্যবস্থা

• এসএমএস এর মাধ্যমে ফলাফল অভিভাবকদের পাঠানো

• বোর্ড সিস্টেম এ মার্কশীট প্রকাশ এর ব্যবস্থা

• পিডিএফ আকারে সেভ করার ব্যবস্থা

• কম সময়ে নম্বর ইনপুট এবং হালনাগাদ এর ব্যবস্থা

• এই সফটওয়্যার ব্যবহারে কোন প্রকার ইন্টারনেট প্রয়োজন নেই

• ফলাফল নিনয়ের ক্ষেত্রে শিক্ষা বোর্ড এর নিয়ম ব্যবহার করা হয়েছে।

 

 ডাউনলোড লিংক:

সবার মতামত প্রত্যাশা করছি। ভাল থাকবেন; সবার সুস্থতা কামন করছি…..

 

Level 2

আমি মো: আব্দুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

পাসওয়ার্ড কৈ? মতামত কি দিব? ব্যবহার ই করতে পারলাম নাহ্। ফাইলের নামে আবার ফ্রি লিখে, অ্যাড দিতাচ্ছেন নাকি? টাকা লাগলে সরাসরি বলুন!!! আমার ৫৭.০৫ এমবি ফেরত দেন।

    পাসওয়ার্ড আপনি যে ফাইল ডাউনলোড করছেন তার ভিতরে দেওয়া আছে। ফ্রি তো ফ্রি ই
    ধন্যবাদ