আমাদের নতুন ওয়েবসাইট অ্যাপলিকেশন Global HTML Encoder

আসসালামু আলাইকুম,

কেমন আছেন? প্রতিবারই হয়তো জিআর+ টিম আপনাদের জন্য নিত্যনতুন চমক নিয়ে আসে! আপনাদের উৎসাহে আমরা এখন অনেকখানি এগিয়ে গেছি। ধীরে ধীরে আমরা ইনশাআল্লাহ্‌ উপরের টপ রেটেড ব্লগের তালিকায় নাম লেখাবো ইনশাআল্লাহ।

আমরা ব্লগিং এর পাশাপাশি ওয়েবসাইট কনটেন্ট ডেভেলাপ করে থাকি। এরই প্রয়াসে আমরা বাংলাদেশের আঞ্চলিক ভাষার বাকপটু ডিজিটাল অভিধান ডেভেলাপ করেছিলাম। যা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ইচ্ছে করলেই নিজের হোস্টিংএ শেয়ার করতে পারবেন।

ঐ অ্যাপ পেতে ভিজিট http://www.grplusbd.net/app/regional-dictionary

এবার আমরা ওয়েবসাইট ডেভেলপার ও ব্লগারদের জন্য নতুন চমক এনেছি।

সেটা হল এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট এনকোডার বা এনক্রিপ্টার।

আমরা এর নাম দিয়েছি Global HTML Encoder

এর মাদ্ধমে আপনি যেকোনো মেথডে এইচটিএমএল বা জাভাস্ক্রিপ্ট এনকোড করতে পারবেন।

এখানে আপনি গুগল ব্লগার টিউনের মাঝে কোড ঢোকানর এনকোডার পাবেন।

এছাড়া বেইস ৬৪, রট ১৩ এবং জাভা স্ক্রিপ্ট এস্কেপার রয়েছে।

বেইস ৬৪ এবং রট ১৩ এনকোডিঙে আপনি একটা স্ক্রিপ্ট পাবেন। এইটাই হবে আপনার ওয়েবসাইটের কোনো পেইজের কোড। এইটা কেউ মডিফাই করতে পারবে না। করলে পেইজ ব্ল্যাঙ্ক হয়ে থাকবে।

জেএস এস্কেপার দিয়ে আপনি নরমালি কোনো কোড এনকোড করতে পারবেন। তবে এইটা সকল ব্রাউজার সমরথন করে।এছাড়া আপনি যদি ৪-৫ বার একই কোড বারবার এনকোড করেন, তবে সেটা আর বোধগম্য থাকবে না 🙂

ডেভেলাপ করেছি আমি।

এখনই ইউজ করুন, শেয়ার করুন, বাংলাদেশের অ্যাপ বলে অবশ্যই প্রমোট করবেন

http://grplusbd.net/app/html-encoder/

 

আজ আল্লাহ হাফেজ। সুযোগ পেলে আমার ব্লগে ঘুরে আসবেন, আপনার বয়স ১৮ এর কম হলে চাইলে ব্লগের নিউজ পোর্টালে রিপোর্টার হিসেবে যোগ দিতে পারেন।আমার ব্লগ ও নিউজ পোর্টাল জিআর+ বাংলাদেশ, ফেসবুকে আছি আমি
+

সৌজন্যেঃ জিআর+ বাংলাদেশ

+

 

Level 0

আমি ব্লগার তাওসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 97 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

useful post
ঘরে বসেই শিখুন প্রফেশনাল ওয়েব ডিজাইন, বাংলা ভিডিও টিউটোরিয়াল
https://www.youtube.com/channel/UC5iRGEuOazmeEifzL3COaiw/playlists