নিয়ে নিন আইকন তৈরির ১ হালি সফটওয়্যার! নিমিষেই আইকন তৈরি করুন নিচের পচ্ছন্দনুযায়ী!!

السلام عليكم আসসালামু আলাইকুম।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকের যে টিউনে আলোচনা করব আইকন ও আইকন সম্পর্কীত কিছু সফটওয়্যার সম্পর্কে। তাহলে এবার কাজের কথাতে আসি-

ফাইলকে আপনি যেভাবে দেখেন তাই হচ্ছে আইকন। কম্পিউটার স্ক্রীনের আইকন একটি প্রোগ্রাম বা অবজেক্টকে নির্দেশ করে। যেমন: ডেক্সটপের উইন্ডোতে আপনি যে ফোল্ডার দেখেন তাই হচ্ছে আইকন। ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো দেখেন সেগুলোও আইকন। 1984 সালে ম্যাকিন্টোশ কম্পিউটারে আইকনের সূচনা হয়েছিল। কাজের প্রয়োজনে আমাদেরকে নানা রকমের আইকন ব্যবহার করার প্রয়োজন পড়ে। বিশেষ করে পিসিতে বিভিন্ন প্রোগ্রামে নানা রকমের আইকন দেখতে এবং সেইগুলো ব্যবহার করতে আমরা ভীষণ অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু অতি পরিচিত সেসব আইকন ব্যবহার না করে যদি নিজের পচ্ছন্দ মতো ব্যবহার করা যায় তাহলে কেমন হয়? অথবা ইচ্ছমতো এক আইকনকে দেয়া ভিন্ন চেহারা! নিশ্চয় বিষয়টা অনেক উপভোগ্য হবে। তাহলে আসুন নিম্নে কিছু আইকন তৈরি সফটওয়্যারের সাথে পরিচিত হই।

আইকোফক্স/আইকোএফএক্স

আইকোফক্স/আইকোএফএক্স একটি পুরষ্কারপ্রাপ্ত “ফ্রি আইকন এডিটর” সফটওয়ার।সফটওয়ার হলো একটি “অল ইন ওয়ান সলিউশন।” এর দ্বারা উইন্ডোজ সেভেন এক্সপি, ভিসতা এবং এপল ম্যাকিন্টশেও কাজ করা যায়। এর অনেকগুলো টুলস এবং চল্লিশেরও বেশি ফিঙ্গারটিপসের দ্বারা নিমিষেই অসংখ্য আইকন তৈরি করা যায়। এর দ্বারা যেকোন ইমেজকে আইকনে এবং আইকনকে ইমেজে রূপান্তর করা যায় অতি সহজেই। এর দ্বারা আপনি এক্সেল ফাইলে “আইকন লাইব্রেরী” তৈরি করতে পারবেন এবং এক্সেল ফাইলের যে কোন আইকন পরিবর্তন করতে পারবেন। আইকোফক্স BMP, PNG, JPG, JPG2000, TIF এবং GIF ফরম্যাটসমূহ সাপোর্ট করে।এর শৈল্পিক টুলবক্স দ্বারা আপনি আপনার ইচ্ছেমতো ব্রাশ সাইজ, আকার, বাঁকানো ইত্যাদি কাজ খুব সহজেই করতে পারবেন।

  • সফটওয়ারটির সাইজ মাত্র : ৫.৮ মেগাবাইট ডাউনলোড লিংক এখানে

Perfect Icon v4.2

এতদিন যারা আইকন ইন্টারনেট থেকে ডাউনলোড করেছেন তাদের জন্য সুখবর হচ্ছে তাদের এখন আর আইকন ডাউনলোডের জন্য ইন্টারনেটে যাওয়া লাগবে না, ছোট্ট এই সফটওয়্যার দিয়েই আপনি নিজের ইচ্ছা মত হাইকোয়ালিটি আইকন তৈরি করতে পারবেন।

এর আগেও আমি বেশ কয়েকটি আইকন সফটওয়্যার ইউজ করেছি কিন্তু কোনটাতে এটার মত কাষ্টোমাইজিং সুবিধা পাইনি।এটি দিয়ে ভিবিন্ন ইষ্টাইলের আইকন আইকন তৈরি করতে পারবেন, উপরের ছবি দেখে আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। ছবিকে যতটুকু দরকার Crop করে আইকন হিসেবে নিতে পারবেন। ছবিকে Zoom In বা Zoom Out করে নিদৃষ্ট অংশ আইকন হিসেবে নিতে পারবেন। এটা দিয়ে আপনি আপনার পিসির ড্রাইভের আইকনেও নিজের দেওয়া ছবি সেট করতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে, Tools> Customize Windows> drivers এ যান তাহলেই ড্রাইভের আইকন দেওয়ার অপশনটি পেয়ে যাবেন। আপনার ড্রাইভে আইকন সিলেক্ট করা হলে তা দেখা না গেলে পিসি রিস্টার্ট দিন।

  • সফটওয়্যারটির রিভিউ ও ডাউনলোড লিংক এখানে

Axialis-IconWorkshop

এর সাহায্য প্রফেশনাল কোয়ালিটির উইন্ডোজ আইকন তৈরি করা হয়ে যাবে একেবারেই সহজে। এতে আছে একটি স্বয়ং সম্পূর্ণ আইকন এডিটর প্রোগ্রাম যাতে বিভিন্ন ড্রয়িং টুলস, অসংখ্য ফিল্টার, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ড্রপ শ্যাডোসহ নানা সুবিধা আছে। এসকল সুবিধা ব্যবহার করে আপনি একেবারে শূন্য থেকে নতুন আইকন তৈরি করতে পারেন। আবার বিদ্যমান আইকনের নানাবিধ রুপ পরিবর্তন করে তাকে দিতে পারেন মডিফাইড রুপ। একটি প্লাগিন ব্যবহার করে অ্যাডব ফটোশপে আইকন তৈরিও কোন ব্যাপার না।

  • সফটওয়্যারটির রিভিউ ও ডাউনলোড লিংক এখানে

Change Folder ICon

নেসফট নামে একটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি এ সফটওয়্যারটি শুধু মাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহারের জন্য। এক আইকনকে অন্য আইকনে রুপান্তরের কাজটি এ সফটওয়্যার ব্যবহার করে অত্যন্ত দ্রুত ও ঝামেলা মুক্ত ভাবে করা যায়।

  • সফটওয়্যারটির রিভিউ ও ডাউনলোড লিংক এখানে

Super ICL

সুপার আইসিএলের পুর্ণ নাম হচ্ছে সুপার আইকন লাইব্রেরী। এর সাহায্য বিপুল পরিমাণে আইকনের সমন্বয়ে আইকন লাইব্রেরীজ তৈরি ও রক্ষণাবেক্ষণ করা যাবে।এটি প্রধান প্রধান সমস্ত ইমেজ ফরম্যাট সহ মোট ২৪ টি ফরম্যাট সাপোর্ট করে। এর সাহায্য অত্যন্ত দ্রুত ico, bmp, jpg, png ইত্যাদি ফরম্যাটে আইকনকে এক্সপোর্ট করা যাবে। সুপার আইসিএলের একাধিক উইন্ডো ওপেন করে এক উইন্ডো থেকে অন্য উইন্ডোতে আইকনকে ড্রাগ এন্ড ড্রপ করা যাবে নিমিষেই।

  • সফটওয়্যারটির রিভিউ ও ডাউনলোড লিংক এখানে

 সারকথা

উপরোক্ত যে আইকন সফটওয়্যারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়েছি সেখানে একটু হলেও কাজে দিবে। অবশ্য উপরোক্ত সাইটগুলোর অধিকাংশই ৩০ দিনের ট্রায়াল ব্যবহারের সীমাবদ্ধ। তারপরেও বিভিন্ন সাইটগুলো আপনাকে ফ্রি ভার্সন ব্যবহারের সুযোগ দিবে। আইকন সফটওয়্যার গুলোর যে কোন একটি ব্যবহার করলেই হবে। কারন তাদের কাজ ও ইন্টারফেস অনেকটা একই। কয়েনদিন অনুশীলন/পর্যবেক্ষণ করলেই আইকন তৈরিতে আপনিও হতে পারেন একদম পারফেক্ট!

বিশেষ প্রয়োজনে আমাকে নক করতে পারেন

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।