আপনার পিসি কি খুব স্লো? মাথার চুল ছিড়তে ইচ্ছে করে? তবে Glary Utilities আপনাকেই খুজছে !!!

হ্যালো টেকটিউনস কমিউনিটি, আমি আবারও ফিরে এলাম টেকটিউনস এ আমার দ্বিতীয় টিউন নিয়ে। এই টিউনে আপনাদের জন্য রয়েছে পিসি ফাস্ট করার সেরা একটি ইউটিলিটি।

কাজের প্রয়োজনে পিসিতে আমরা
বিভিন্ন রকম অপারেটিং সিস্টেম

ব্যবহার করি। যখন পিসিতে আমরা নতুন অপারেটিং
সিস্টেম ব্যবহার করি তখন
প্রথমদিকে পিসির গতি ও
পারফরম্যান্স বেশ ভালোই থাকে।
কিন্তু বেশ কিছু দিন যাবার পর
পারফরম্যান্স অস্বাভাবিকভাবে হ্রাস পেতে থাকে। এক সময় রাগে দঃখে মনে হয় পিসি ভেঙ্গে
ফেলি। সাধের পিসির যদি কাজের সময় পাগলামী করে তবে কারই বা সহ্য হবে? এটি শুধু আপনাদের সমস্যা
নয়। প্রথম দিকে আমার ও সমস্যা
হত। মূলত যারা নতুন ইউজার তাদের
এই অভিযোগটাই বেশী। এই সমস্যা যেকারণে হয়ঃ-

১। কোন প্রোগ্রাম আনইনষ্টল করার পর পিসিতে রেজিস্ট্রি ফাইল থেকে গেলে।

২। বেশী পরিমাণে নেট ব্যবহারের ফলে
অপ্রয়োজনীয় ফাইল গুলো জমা
হতে থাকলে।

৩। রেজি গড়মিল হলে বা
অপ্রয়োজনীয় বাগ্ জমা হলে

৪। Ram অপটিমাইজ না করার ফলে

৫। অপ্রয়োজনীয় ফাইল যেমন-
Temp, %temp%, inf, prefetch
ইত্যাদি ফাইল জমা হলে।

৭। হার্ড ডিস্ক ফ্রাগমেন্টেড হয়ে পড়লে।

যাইহোক উপরো উল্লেখিত সমস্যাবলীর
সমাধানে আমরা বিভিন্ন প্রকার
রেজি সফটওয়্যার ব্যবহার করে
থাকি। যেমন- C cleaner, Glary
utilities, Quickheal cleaner,
registry cleaner, Ausologic Booster, My faster pc, wise
cleaner, Eusing free
cleaner,Advanced cleaner,
Registry Machanic ইত্যাদি। এই সকল সফট ওয়্যারের বেশিরভাগ সফটওয়্যারই আমি ব্যবহার করেছি এবং বুঝতে পেরেছি সবগুলোর কাজের ধরন এক। তবে Glary Utilities অন্যান্য সকল ইউটিলিটি থেকে উন্নত এবং সাইজে কম হলেও এর কাজের পরিধি বেশি।তাই আমি আপনাদেরকে অবশ্যই Glary Utilities রিকোমেন্ড করব আপনাদের পিসিতে ব্যবহার করার জন্য। এতে সবমিলিয়ে ২২ টির মতো দরকারি টুলস রয়েছে যা বিন্ন সময়ে বিভিন্ন কাজে প্রয়োজন পড়বে। তাছাড়া এর ইউজার ইন্টারফেস উন্নত,ইউনিক যা সত্যিই উপভোগ্য।

Glary utilities Pro লাইসেন্স সফটওয়্যার প্রায়
২৫$ এর মত দাম। চিন্তার কোন
কারন নাই। আমি আপনাদের Glary
utilities Pro & License Key দিচ্ছি।

Glary utilities Pro এর Latest
ভার্সনটি Download করতে
এখানে ক্লিক করুন মাত্র প্রায় ১৫ মেগাবাইটের ফাইল (অফিসিয়াল সাইট হতে)

সিরিয়াল কি ডাউনলোড

কোনো সমস্যা হলে টিউমেন্টে অথবা আমার ফেসবুক আইডিতে জানান।সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব।

আজ এ পর্যন্তই।আবারও দেখা হবে। খোদা হাফেজ।

Level 2

আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা ভালো টিটি

very very thanks..

Link Kaj kora na..

Link Kaj kora na..
Serial key link