পোর্টেবল সফটওয়্যার কালেকশন (পর্ব-১):::ফটোশপ ছাড়াই আপনার ছবিতে যাদুর ছোঁয়া দিন, একদম Professional-দের মতো!!!

আসসালামু-আলাইকুম,

সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন? আপনাদের সুস্থতা কামনা করে আজকের টিউন শুরু করছি।

আজ থেকে আমার কালেকশনে থাকা বেশ কিছু Portable Software ধাপে ধাপে শেয়ার করব।

সংক্ষেপে জেনে নিই Portable Software কী?

Portable Software হল সহজ কথায়, যে সফটওয়্যার Install করা লাগে না। শুধু ডাবল ক্লিক করেই Open করা যায় এবং সম্পূর্ণ স্বাদ নেওয়া যায়।

এর Benefit হলঃ

১. আপনাকে Install করা লাগবে না, এতে PC'র ওপর চাপ কম পড়বে।

২. সাইবার ক্যাফে জাতীয় জায়গায় আপনি Pendrive-এ নিয়ে যেয়ে ব্যবহার করতে পারবেন ইত্যাদি।

তো চলুন মূল টিউন শুরু করা যাক!

আজকের পর্বে থাকছে...

Xn_Retro

এই সফটের সাহায্যে আপনি আপনার Photo-তে অনেক রকম Effect দিতে পারবেন । Screenshot-এর নিচের দিকে দেখুন "Retro" , "Light" , "Vignette" , "Frame" লেখা আছে। এতে আপনি ক্লিক করে ইচ্ছামত Effect দিন ।

আর সফটের ডানপাশে দেখুন আপনি বিভিন্ন কিছু Control করতে পারবেন । তো আর দেরি কেন ?

ডাউনলোড করুন _18 mb

SolidFiles

বিদায়... দেখা হবে ২য় পর্বে।

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1801 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice post.

continue karen…..
tnkzzzz,,,,,,

পর্বগুলো চালাইয়া যাবেন কিন্তু 😆