ফরেক্স নিয়েই সবকিছু [পর্ব-১১]

আজ থেকে শুরু হল টেকনিক্যাল অ্যানালাইসিস। যা শিখবেন তা সাথে সাথে চার্টে অ্যাপ্লাই করবেন, দেখবেন বুঝতে সুবিধা হবে।

সাপোর্ট এবং রেসিসটেন্স

আপনি যদি সাপোর্ট এবং রেসিসটেন্স বুঝতে পারেন তবে আপনি বুঝতে পারবেন ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে।
এই পদ্ধতি আপনাকে সঠিক সময়ে ট্রেড খুলতে এবং ঠিক সময়ে ট্রেড থেকে আপনাকে বের হয়ে আসতে আপনাকে সাহায্য করবে।
বিভিন্নভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বের করা যায়।

যখন মার্কেট সাপোর্ট লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও কমে যায় এবং পরবর্তী রেসিসটেন্স লেভেল তখন সাপোর্ট হিসেবে কাজ করে।
আবার যখন মার্কেট রেসিসটেন্স লেভেল একবার ব্রেক করে যায়, সাধারণত প্রাইস আরও বেড়ে যায় এবং পরবর্তী সাপোর্ট লেভেল তখন রেসিসটেন্স হিসেবে কাজ করে।
তাই সাপোর্ট ব্রেক করলে সেল করা উচিত এবং রেসিসটেন্স ব্রেক করলে বাই করা উচিত।
ছবি পোস্ট করা হয়েছে
উপরের ছবিটি দেখুন। এখানে একটি জিগজ্যাগ প্যাটার্ন দেখা যাচ্ছে।
ধরুন মার্কেট আপট্রেন্ডে রয়েছে। এখানে মার্কেট সর্বোচ্চ বাড়ার পর যে প্রাইসে আবার তা কমে যেতে শুরু করে সেটাই রেসিসটেন্স।
অর্থাৎ, বেড়ে যাওয়ার পর সর্বোচ্চ পয়েন্টটিই হল রেসিসটেন্স লেভেল।
আবার কমে সর্বনিম্ন যত নিচে যায়, সেই পয়েন্টটি হল সাপোর্ট লেভেল।
মার্কেট ডাউনট্রেন্ডে থাকলেও একইরকম।

সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ

একটি বিষয় মনে রাখবেন যে সাপোর্ট এবং রেসিসটেন্স কখনও কোন নির্দিষ্ট সংখ্যা নয়। এটি এক ধরনের লেভেল বা এরিয়া।
অনেক সময় চার্ট দেখে মনে হয় যে মার্কেট সাপোর্ট বা রেসিসটেন্স ব্রেক করেছে কিন্তু কিছুক্ষণ পর বোঝা যায় যে মার্কেট আসলে সাপোর্ট বা রেসিসটেন্স ব্রেক হয়নি, মার্কেট শুধুমাত্র টেস্ট করেছে।
ক্যানডেলস্টিক চার্টে এই মার্কেট টেস্টসমূহকে এভাবে দেখান যেতে পারেঃ

ছবি পোস্ট করা হয়েছে

চার্টটি দেখুন। দেখা যাচ্ছে মার্কেট ২ বার ১.৪৭০০ সাপোর্ট লেভেল ব্রেক করেছে।
কিন্তু মার্কেট সাথে সাথেই আবার ওপরে উঠে গেছে অর্থাৎ সাপোর্ট লেভেল আসলে ভাঙ্গেনি।
মার্কেট শুধুমাত্র টেস্ট করেছে।

তাহলে কিভাবে বুঝবেন যে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল সত্যিই ব্রেক হয়েছে?

ক্যানডেল যদি সাপোর্ট লেভেলের নীচে বা রেসিসটেন্স লেভেলের ওপরে ক্লোজ হয়, তবে লেভেল ব্রেক হয়েছে বলে ধরে নেয়া হয়।
কিন্তু এটা যে সবসময় হয় তা নয়।

নিচের চার্টটি দেখুন। প্রাইস ১.৪৭০০ এর অনেক নিচে গিয়েছে। কিন্তু পরে আবার বেড়ে গিয়েছে।
ছবি পোস্ট করা হয়েছে

কিন্তু সাপোর্টটি আসলে ব্রেক হয়নি। এটি এখনও অপরিবর্তিত রয়েছে এবং অনেক শক্তিশালী। এখন যদি আপনি আপনার বাই ট্রেড ক্লোজ করে সেল ট্রেড দিতেন, হয়ত আপনি লসের সম্মুক্ষীণ হতেন।

আপনি যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করেন তবে আপনি সহজেই সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ করতে পারবেন।

ছবি পোস্ট করা হয়েছে

সাপোর্ট এবং রেসিসটেন্স সম্পর্কে কিছু তথ্য

  • যখন মার্কেট রেসিসটেন্স লেভেল একবার ব্রেক করে যায়, পরবর্তী সাপোর্ট লেভেল তখন রেসিসটেন্স হিসেবে কাজ করে। আবার যখন মার্কেট সাপোর্ট লেভেল একবার ব্রেক করে যায়, পরবর্তী রেসিসটেন্স লেভেল তখন সাপোর্ট হিসেবে কাজ করে
  • মার্কেট সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল যত বেশি টেস্ট করে, ঐ সাপোর্ট বা রেসিসটেন্স তত বেশি শক্তিশালী হয়।

সাপোর্ট এবং রেসিসটেন্স ইন্ডিকেটরঃ

সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণ করার জন্য আপনি পিভট পয়েন্ট ইন্ডিকেটর ইউজ করতে পারেন। সেখানে আপনি চার্টেই S1, S2, S3/ R1, R2, R3 ইত্যাদি দেখতে পারবেন। পিভট পয়েন্ট নিয়ে টিউন পরবর্তীতে আসবে। আপনি সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ধারণের জন্য নিচের ইন্ডিকেটর এবং টেমপ্লেট ব্যবহার করতে পারেন। এটা একটু মডিফাইড ইন্ডিকেটর। b clock ইন্ডিকেটর আপনাকে ক্যানডেল শেষ হতে কত সময় বাকি তা জানাবে। টেমপ্লেট অ্যাড করলেই ইনফোগুলো চলে আসবে।

২টি ইন্ডিকেটর এবং ১টি টেম্পলেট দেয়া হল। ডাউনলোড করে নিন।
ইন্ডিকেটর (.ex4) ২টি আপনার মেটাট্রেডার সফটওয়্যারের ফোল্ডারের experts > indicator ফোল্ডারে এবং টেম্পলেটটি (.tpl) মেটাট্রেডার সফটওয়্যারের ফোল্ডারের templetes ফোল্ডারে রেখে মেটাট্রেডার প্লাটফর্মটি রিস্টার্ট করুন।
চার্টে right click করে templetes > bdpips_pivot_points টেম্পলেটটি সিলেক্ট করুন।

সংযুক্ত ফাইল

Level 0

আমি তানভীর জেড আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ameture Forex Trader!!! Moderator @ BDPIPS.COM


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

darun laglo bhai.Ekhon ektu ektu kore apnar kas theke market analysis shikhte parlam.Apnake aro kasakasi pete parle ekdom hate kolome shikhte partam.Many many thanks bhai.([email protected])

আপনাকে অনেক ধন্যবাদ
…।। অনেক কিছুই আপনার কাছ থেকে সিকতে পেলাম…।

Level 0

@ তানভীর জেড আহমেদ vai apnar mobile no ta ki dawa jaba coz apnar sata 4x niya kiso discuss silo… ak to problem a porasi… ai ana dita paran or amar email a dita paran. [email protected]. tnx in advance

Level 0

ooo apnar 4x ar post gola jotiLLLLLLLLLLLLLLLLL aro chi… jani likta apanar onok kosto hoi tar por o apnar moto manos asa bola e amara kiso sikta pari

Level New

ধন্যবাদ ভাই চালিয়ে যান ,আমরা আছি আপনার সাথে ।

Level 0

@তানভীর জেড আহমেদ: bro EA niya 1 ta tune chi… r best 2/3 ta EA jodi dan sobar jonnu koob valo hoba…coz MT samna sara din bosa takta valo laga na…so next tune EA niya asa kori… r EA pabar por TA niya tune gola easy hoya jaba bola mona kori. tnx in advance

    @AB: সরি! আমি তো EA ব্যবহার করি না। তাই EA নিয়ে টিউনও মনে হয় করা হবে না। কিন্তু আমি চেস্টা করব। আসলে কোন EA longer time প্রফিট দেয় না। ব্যাকটেস্ট রেসাল্টে সব EA -ই ভাল মনে হয়। রিয়েল করতে গেলেই দেখা যায় লসের পরিমান। তবুও ভাল EA আছে কিছু। আমি যেহুতু ইউজ করি না, তাই সাজেস্টও করতে পারব না। TA’র সাথে EA’র কোন সম্পরক নেই। TA না বুঝলে যেকোনো কিছু বোঝাই কঠিন হয়ে যাবে। আমাদের শিখতে হবে সব কিছুই, কিন্তু কিভাবে ট্রেড করব সেটা আমাদের ঠিক করে নিতে হবে।

Level 0

সংযুক্ত ফাইল

সংযুক্ত ফাইল BDPIPS – DailyPivots.ex4 (11.09K)
সংযুক্ত ফাইল b-clock_modified.ex4 (2.41K)
সংযুক্ত ফাইল bdpips_daily_pivots.tpl (4.88K)
আই জিনিস টা একটু ক্লিয়ার করেন।

Level 0

ok bujesi. thnx

Level 0

জটিল হচ্ছে।
চালিয়া যান। ভাল থাকবেন।

Level 0

ধন্যবাদ ভাই চালিয়ে যান
Monybookers এ Dollar কিনতে চাই। please send mail to [email protected]

http://bdstockmarket24.blogspot.com/

Level 0

“—” S1,S2,S3 একি লাইনে দেখচ্ছে আই জিনিস টা বুঝি নাই। হেল্প করবেন কি?

Level 0

“_ _ _”