আপনি কী ফ্রিল্যান্সিং করতে চান? তাহলে জেনে নিন ফ্রিল্যান্সিং করতে কী কী প্রয়োজন

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশাকরি মহান সৃষ্টি কর্তার রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আবারও নতুন আরেকটি টিউন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, তাহলে চলুন আর দেরি না করে মূল টপিকে চলে যাই।

ফ্রিল্যান্সিং করতে কী কী প্রয়োজন? অনেকেই বলবে কিছুই তো লাগে না কম্পিউটারে ঘাঁটাঘাঁটি করলেই তো ডলার আসে, রাত জেগে কাজ করা, কম্পিউটার, ইন্টারনেট, ইংরেজি জানতে হবে, এরকম অনেক জনের কাছে অনেক কিছু মনে হয়। আজকের এই টিউন থেকে আপনারা জানতে পারবেন যে ফ্রিল্যান্সিং করতে আসলেই কি কি প্রয়োজন হয়।

১. কোন কাজের উপর প্রাসঙ্গিক দক্ষতা

আপনি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কোন একটি মার্কেটপ্লেসে কাজ করতে হলে কোন একটি স্কিলের উপর দক্ষতা অর্জন করতে হবে এবং এই স্কিল হতে হবে একটি IT স্কিল বা কম্পিউটারে কাজ করতে পারবেন এমন স্কিল যে স্কিলকে কাজে লাগিয়ে মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন।

আপনার যদি কোন স্কিলের উপর এমন কোন অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে কোন একটি স্কিলের উপর দক্ষতা অর্জ করেই ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ শুরু করতে হবে। আপনার মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে ফ্রিলান্সার করার জন্য কোন ধরনের IT স্কিল থাকা আবশ্যক, আমি বলব Basic Computer Operate করার যে Capacity সেটা থাকতে হবে যেমন: ইন্টারনেট ব্রাউজিং করা, মাইক্রোসফট অফিস সম্পর্কে ধারণা থাকা, ইমেই অপারেট করা এবং গুগলে সার্চ কোন কিছু বের করা, এই সংক্রান্ত Basic কিছু জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে অবশ্যই এবং যে বিষয় নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান সেই বিষয়ের উপর দক্ষতা থাকা।

মনে করুন আপনি কন্টেন্ট রাইটিং নিয়ে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার লেখালেখির উপর স্কিল থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে একটা ডকুমেন্টস কীভাবে লিখতে হয়, কীভাবে ফরমেট করতে হয়, কীভাবে কনভার্ট করতে হয়, কীভাবে রেফারেন্সিং এড করতে হয় এই সব জিনিস গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা Canva এই টাইপের রেলি ভেট কোন সফটওয়্যার কে শিখতে হবে।

২. ফ্রিল্যান্সিং করার জন্য আপনার কীসের প্রয়োজন

ফ্রিল্যান্সিং করার জন্য আপনার প্রয়োজন একটি কম্পিউটার। এখন বিষয়টি হলো কোন ধরনের কম্পিউটার থাকতে হবে? আপনি যদি সহজ কোন স্কিল নিয়ে কাজ করতে চান যেমন- ডিজিটাল মার্কেটিং সেক্ষেত্রে আপনি SEO বা Facebook Marketing এই টাইপের যে স্কিল গুলো আপনি শিখতে চাচ্ছেন সেগুলোর জন্য Basic Label এর কম্পিউটার হলেই চলবে, এই স্কিলের জন্য হাই কনফিগারেশন এর কোন কম্পিউটার প্রয়োজন নেই কিন্তু আপনি যদি গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং এর মতো কোন হাই রেন্ড এর কাজ করতে চান সেক্ষেত্রে আপনার জন্য একটু হাই কনফিগারেশন এর কম্পিউটার প্রয়োজন কারণ এই সফটওয়্যার গুলো Run করতে হলে একটি হাই লেভেল এর হার্ডওয়্যার প্রয়োজন হয়।

৩. ফ্রিল্যান্সিং এর জন্য ডেক্সটপ ভালো নাকি ল্যাপটপ ভালো

আপনার যদি কাজের জায়গা নির্ধারিত থাকে তাহলে আপনার জন্য ডেক্সটপ কম্পিউটার ভালো হবে কারণ ডেক্সটপ এবং ল্যাপটপের মধ্যে আমরা যদি তুলনা করি তাহলে একই দামের মধ্যে ল্যাপটপের থেকে ভালো ডেক্সটপ কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনার কাজের জায়গা যদি নির্ধারিত না থাকে আপনাকে আজকে এক জায়গায় থাকতে হচ্ছে আবার কালকে আরেক জায়াগায় থাকতে হচ্ছে, আপনার এখন মন চাচ্ছে বেড রুমে বসে কাজ করবেন আবার একটু পরে মনে চাচ্ছে সুফায় বসে কাজ করবেন অথবা ইউনিভার্সিটিতে বসে কাজ করবেন এরকম সিস্টেম হলে আপনার জন্য ল্যাপটপ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।

৪. টাকা গ্রহণের সিস্টেম

মনে করুন আপনি মার্কেটপ্লেসে কাজ করবেন, কাজ করার পর বায়ার আপনাকে পেমেন্ট করবে, বায়ার পেমেন্ট করার পর মার্কেটপ্লেস তার চার্জ কেটে আপনাকে পরবর্তী টাকা পেমেন্ট করবে, সেক্ষেত্রে বাংলাদেশের কোন একটি ব্যাংক যার International পেমেন্ট নেওয়ার ক্যাপাসিটি আছে সেসব ব্যাংক এর মাধ্যমে আপনি সরাসরি টাকা নিয়ে আসতে পারেন। এখন কথা হলো আপনি মার্কেটপ্লেস থেকে যে সময় টাকা Windrow করবেন তখন ১-১০ কার্যদিবসের মতো সময় লাগতে পারে।

৫. কাজের একটি পোর্টফোলিও তৈরি করা

ফ্রিল্যান্সিং সেক্টরে পোর্টফোলিও মানে হলো- আপনার অনলাইন প্লাটফর্ম যেখানে আপনার যাবতীয় কাজ করেছেন, কোথায় করেছেন, কার জন্য করেছেন সব জিনিস গুলো Details এ রাখাটাই হলো পোর্টফোলিও। আপনি একটি পোর্টফোলিও তৈরি করার জন্য প্রথমে আপনি যা যা কাজ করেছেন নিজের জন্য হোক বা অন্যের জন্য হোক সবকিছু একত্রিত করা, একত্রিত করা পরে এগুলো আপনার একটি ওয়েবসাইটে আপলোড করতে হবে হতে সেটা আপনার পার্সোনাল কোন ওয়েবসাইট অথবা অন্য কোন ওয়েবসাইটে।

৬. ফ্রিল্যান্সিং করার জন্য একটা সার্টিফিকেট থাকা

আমি পার্সোনালি বলব সার্টিফিকেট ছাড়াও আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনি যে রেলি বেন্ট কাজ শিখেছেন সেই রেলি বেন্ট কাজের একটি সার্টিফিকেট থাকতে হবে। একটা গবেষণায় দেখা গেছে যে যদি আপনার কাজের সার্টিফিকেট থাকে তাহলে ৭০% সম্ভাবনা বেড়ে যায় আপনার কাজ পাওয়ার। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ পাওয়া নিয়ে সবাইকে Straggle করতে হয়। একটা সার্টিফিকেট দেখে ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার জন্য আগ্রহ থাকবে।

যারা যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন তারা সবাই করা কিন্তু ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক, কিন্তু সমস্যা হলো ফ্রিল্যান্সিং করতে হলে শুরুতেই কি কি প্রয়োজন এ সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আপনাকে প্রথমে জানতে হবে বুঝতে হবে যে ফ্রিল্যান্সিং করতে হলে কীসের প্রয়োজন হয়, তারপর সমস্ত কিছু নিয়ে শুরু করতে হয় ফ্রিল্যান্সিং যাত্রা। আজকের এই টিউন ভালো করে ফলো করলে এই সম্পর্কে সমস্ত ধারণা পেয়ে যাবেন।

আশাবাদী আজকের এই টিউন সবার ভালো লেগেছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ।

Level 7

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 95 টি টিউন ও 129 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস