ইন্টারনেট থেকে আয়; সত্যি কি সম্ভব?

ইন্টারনেটে ঘরে বসে কি সত্যি টাকা কামানো যায়? –এই নিয়ে সন্দেহ আর বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে ভুগছেন অনেকেই। অনেকের কাছেই এটা ভুয়া গল্প মাত্র, আবার অনেকেই ভালো ফলও পাচ্ছেন। আর কেউ কেউ আছেন, যাঁরা বিশ্বাস বুকে নিয়ে চেষ্টা করে যাচ্ছেন, সাফল্যের মুখ দেখতে পারছেন না তাঁদের ভুল পদ্ধতি কিংবা ভুয়া পথে হাঁটার জন্যে।

হ্যা, ইন্টারনেট থেকে টাকা কামানো যায়। তবে একটা বিষয় সত্যি, আপনি খুঁজলে যে পথগুলো পাবেন তার সিংহভাগই স্ক্যাম; আর একারণেই অনেকের বিশ্বাস উঠে গেছে, ভুয়া গল্প মনে করছেন। অনলাইন আর্নিং-এ (আউটসোর্সিং) বাংলাদেশ বেশ ভালো করছে, কিছুদিন আগে একটা প্রতিবেদনে পড়েছিলাম- বিশ্বের শহরগুলোর মধ্যে আউটসোর্সিং-এ ঢাকার অবস্থান তৃতীয়!

আপনি যদি ভেবে থাকেন যে ঘরে বসে থাকবেন, দুই-চারটা ক্লিক করবেন আর টাকা আপনার পকেটে চলে আসবে, তাহলে বলবো আপনি নেহায়ত একটা বোকা। একটা ব্যাপার ভাবুন, আপনি যে চাকুরীটা করেন সেখানে আপনাকে সাত-আট ঘণ্টা সময় দিতে হয়। এক্ষেত্রেও আপনাকে পরিশ্রম করতে হবে। তবে হ্যা, আউটসোর্সিং-এ পথভেদে আপনাকে পরিশ্রম কম-বেশি করতে হতে পারে। চলুন দেখি ইন্টারনেট থেকে টাকা কামানোর কী কী পথ আছে-

১. গুগোল এডসেন্সঃ এটি সবচেয়ে জনপ্রিয়, আলোচিত এবং অবশ্যই বিশ্বস্ত পদ্ধতি। এক্ষেত্রে আপনার নিজের একটি ওয়েবসাইট থাকতে হবে। Google-এর বিজ্ঞাপন প্রদর্শন করবেন আপনার সাইটে, ভিজিটররা সেই বিজ্ঞাপনের লিংকে ক্লিক করলে আপনি নির্দিষ্ট অংকের টাকা পাবেন। সেক্ষেত্রে আপনার সাইট গুগোল কর্তৃক অনুমোদিত হতে হবে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করবো।

২. ফ্রিল্যান্সঃ এটিই মূলত বহুল প্রচলিত পদ্ধতি। আপনাকে ফ্রিল্যান্সিং সাইটে নিবন্ধন করে সদস্য হতে হবে। যাঁদের কাজ করিয়ে নেওয়া দরকার তাঁরা এইসব সাইটে কাজের বিজ্ঞাপন দিবেন। সেটি হতে পারে প্রোগ্রামিং বিষয়ক কিছু, বাগ ফিক্সিং, ওয়েব সাইট তৈরি অথবা ব্যক্তিগত সহকারীর কাজ! আপনি আপনার যোগ্যতা অনুযায়ী সেখানে আবেদন (বিড) করবেন। কাজদাতা যদি আপনাকে পছন্দ করেন, তাহলে আপনি তাঁর কাজ করে দিয়ে বাজেট অনুযায়ী টাকা পাবেন। এক্ষেত্রে দক্ষতা এবং সততা যথেষ্ট হওয়া উচিৎ।

৩. এফিলিয়েট মার্কেটিংঃ এটি সোজা ভাষায় দালালী। কোনও কোম্পানির এফিলিয়েট মেম্বার হলে তারা আপনাকে একটা লিংক দেবে। সেই লিংক আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করবেন। আপনার লিংকে ক্লিক করে কেউ যদি ওই পন্য কেনে, তাহলে লভ্যাংশ থেকে একটা নির্দিষ্ট অংশ আপনি পাবেন।

৪. পিটিসিঃ আপনাকে কিছু লিংক দেওয়া হবে, আপনি সেই লিংকে ক্লিক করবেন। এটি মূলত বিজ্ঞাপন প্রদর্শনের উল্টো বিষয়। এক্ষেত্রে আপনার ক্লিক থেকে তারা যে লাভ পাচ্ছে, তার একটা ভাগ পাচ্ছেন আপনি।

৫. ডোমেইন-হোস্টিং বিক্রয়ঃ ডোমেইন বিক্রয় এবং হোস্টিং রিসেল করে আপনি ভালো পরিমান একটা অর্থ উপার্জন করতে পারবেন।

৬. ডোমেইন পার্কঃ ধরুন ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইট নেই। আপনি তাঁর নামে একটা ডোমেইন কিনে রাখলেন। তিনি যখন ডোমেইন কিনতে গিয়ে দেখবেন তাঁর নামের ডোমেইন আপনি কিনে রেখেছেন, তখন নিশ্চয়ই সেটি তিনি পেতে চাইবেন। এবার আপনি ঝোপ বুঝে কোপ মারবেন। মাত্র ১০ডলারে কেনা ডোমেইন business.com বিক্রী হয়েছিল ৭ লাখ ডলারে। আর বারাক ওবামার নামের একটি ডোমেইন এখন পর্যন্ত ২১ লাখ ডলার দাম উঠেছে। (সুত্রঃ আর্নহেল্প) এটি ডোমেইন পার্কিং। ডোমেইন পার্ক করার পদ্ধতি নিয়ে পরে আলোচনা করা হবে।

৭. আর্টিকেল লেখাঃ বিজ্ঞাপন প্রদর্শন করায় এমন ব্লগের জন্যে আর্টিকেল লিখে দিতে পারেন আপনি। এটি অনেক ভালো একটি উপায়। ইংরেজিতে ভালো দক্ষতা থাকলেই এই কাজে সাফল্য সম্ভব। প্রতি ৫০০ শব্দের আর্টিকেল লিখে ২ থেকে ১২ ডলার পর্যন্ত পাওয়া যায়।

৮. অন্যান্যঃ এছাড়াও ডিজিটাল পন্য তৈরি করে বিক্রি করতে পারেন। ইবুক লিখে অনেকেই ভালো অংকের টাকা কামাচ্ছেন। কেনা-বেচা করেও আপনি অর্থের মুখ দেখতে পারবেন, কিছু কিনে রাখলেন পরবর্তীতে তুলনামূলক বেশি দামে বিক্রি করে দিবেন। একটা পদ্ধতি হল সার্ভে, বিভিন্ন প্রকার জরীপে অংশ নিতে পারেন আপনি। আরও কিছু পদ্ধতি হয়তো বাদ পরে গেছে, নিজে একটু ভাবুন, জানার চেষ্টা করুন।

পদ্ধতি যেটাই হোক, আপনাকে হতে হবে সৎ, নিষ্ঠাবান আর পরিশ্রমী। নয়তো শেষ পর্যন্ত আপনিও বলে বসবেন ‘ধুর! সব ভুয়া!’। আরেকটা বিষয় হল- আপনাকে অবশ্যই বিশ্বস্ত মাধ্যমে কাজ করতে হবে। কোথাও কাজ করার আগে সেটির বিযয়ে খোঁজখবর নিন।

ভালো থাকুন। দেশকে সমৃদ্ধ করতে সহায়তা করুন। সবার জন্যে শুভকামনা।

(আরও কিছু পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন)

(পূর্বে এখানে প্রকাশিত)

Level 0

আমি মেধাবী ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

MedhabiDotCom একটি শিক্ষা বিষয়ক ওয়েবসাইট। এখানে আছে- ১. দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় তথ্য। ২. সাপ্তাহিক কুইজ। বিজয়ীর জন্যে ৫০০ টাকা সমমানের পুরষ্কার। ৩. মেধাবী তারকা প্রোগ্রাম। ভিজিট করুনঃ http://www.medhabi.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই, ডোমেইন-হোস্টিং এর ব্যাপারটা জানতে চাই।

    @br.tauhid: কি জানতে চাচ্ছেন বুঝতে পারছি না। এখান থেকে উপার্জনের বিষয়টা? আপনি হোস্টিং রিসেল করতে পারেন, রিসেলার প্যাকেজ কিনে অন্যদের কাছে বিক্রি করতে পারেন।

      Level 0

      @মেধাবী ডট কম:নরমালি কিভাবে হোস্টিং ডোমেইন নিতে হয় তা আমি জানি। আমি আসলে রিসেলার প্যাকেজ এর ব্যাপারে জানতে চাই। কিভাবে কি করতে হবে এবং কতদিন অপেক্ষা করতে হবে জানালে হয়ত কিছু করা যেতে পারে এই সেক্টরে।

ভাই অনেক শ্রম দিছি, পেয়েছি হতাশার ভান্ডার। গায়ে জ্বালা ধরে।

    @বাধঁন: দুঃখজনক। আপনি নিষ্ঠার সাথে সঠিক পথে এগিয়ে যান, সফল আপনি হবেনই। শুভকামনা।

      @মেধাবী ডট কম: ভাই আমাকে কোন ভাল সাইট দিবেন ভালো কাজ পাওয়া যাবে। পেমেন্ট Guaranty. Micro Work থেকে এক ….. কাজ করে দিয়ে ছিলাম। ২১ দিন পর থেকে আর অন লাইনে আসে না। এখন ৩ মাস চলে কোন খোজ নাই। জীবনের প্রথম কাজ, ধোকা খেয়ে কাজ করার ইচ্ছা চলে গেছে। উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।

    Level New

    @বাধঁন: ভাই কোথা শ্রম দিয়ে হতাশা কুড়িয়েছেন বলবেন কি?

হমমমম বুজলাম

Level 0

@Br.tauhid

HOSTING RESELLER BUSINESS.
IF U BUY A HOSTING RESELLER PLAN, EXAMPLE: IF U BUY OUR STARTER RESELLER (www.friendhost.in/resell) PLAN WROTH $79.
U GOT 200 GB SPACE. 200 CPANEL. UNLIMITED BANDWITH, UNLIMITED SUBDOMAIN. COUSTOM DNS. (PLZ. SEE MORE DETAILS HERE> http://www.friendhost.in/reseller )
NOW IF U MAKE SOME SMALL HOSTING PACKAGE, EX: 2 GB SPACE 5 GB BANDWITH. U CAN SE 100 PACKAGE. SO IF U SELL 1 PACKAGE IN MINIMUM $10. U CAN EARN $10 X 100= $1000. SO UR PROFIT IS: $1000-$69= $931 ALSO U CAN EARN SELL DOMAIN and WEB DESIGN. THANK YOU! BEST REGARDS!

http://www.friendhost.in

তাপস ভাই, আমি একটা রিসেলার প্যাকেজ নিতে চাচ্ছি। বাট আপনাকে টাকা পরিশোধ করবো কিভাবে?আর আপনি কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান?মেইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। [email protected]

Level 0

ভালো হইছে, চালিয়ে যান।
আপনাকে অশেষ ধন্যবাদ
http://messageonanecklace.com/articles/unique_gift_ideas.html

Level 0

ভাই,কয়েকটা trusted PTC side এর নাম চাই.

    Level 0

    @LUTFULLAH:PTC side থেকে 100 গজ দূরে থাকুন ।

Level 0

থ্যাংকস

গুগল এডসেন্সএকাউন্ট করবো কি ভাবে ?

    @জাহিদ: ভাই Google Add করবেন ভাল কথা। ভালো মান সম্মত ওয়েব সাইট/ ব্লগ তৈরী করুন তারপর Google এ এপ্লাই করেন। Google আপনার সাইট ভিজিট করে সুন্তুষ্ট হলে এমনিতে পেয়ে জাবেন। এটাই সহজ উপায়। English এ ভাল দখল থাকতে হবে। Site/Blog টা অবশ্যি English এ রাইট করতে হবে, কোন প্রকার Copy, Paste চলবেনা।

ভাইয়া আমি একটা microsite এ কাজ করছি(shorttask.com) ।এখানে নাকি ১০ ডলার হলে টাকা তোলা যায়,কিন্তু কিভাবে তুলব?আমার কোন paypal account নাই ,তাছাড়া বাংলাদেশে তো paypal support ও করেনা।কেউ কি একটু সাহায্য করবেন?

Level 0

The best PTC sites
http://www.neobux.com/?r=kamal45

http://bux.gs/?r=sayem45
•> $0.02 per click
•> $0.02 per ref click
•> No investment needed
•> Instant Payments

Level 0

trusted PTC sites
http://www.neobux.com/?r=kamal45
http://bux.gs/?r=sayem45
$0.02 per click
$0.02 per ref click
No investment needed
Instant Payments

@রায়হান: ভাই Google Add করবেন ভাল কথা। ভালো মান সম্মত ওয়েব সাইট/ ব্লগ তৈরী করুন তারপর Google এ এপ্লাই করেন। Google আপনার সাইট ভিজিট করে সুন্তুষ্ট হলে এমনিতে পেয়ে জাবেন। এটাই সহজ উপায়। English এ ভাল দখল থাকতে হবে। Site/Blog টা অবশ্যি English এ রাইট করতে হবে, কোন প্রকার Copy, Paste চলবেনা।