ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস কেন শিখবেন?

আজকাল আমাদের অনেকেরই ওয়েবসাইট প্রয়োজন হয়ে থাকে বিজনেস বা ব্লগিং এর জন্য। ওয়েবসাইট বানিয়ে কেউ বিজনেসকে প্রসারিত করে অথবা ব্লগিং করে তথ্য শেয়ারের মাধ্যমে গুগল এডসেন্সের হতে সহজে ইনকাম করে। সে যাই হোক মূল কথা কিন্তু ওয়েবসাইট। এই ওয়েবসাইট তৈরির অন্যতম একটি প্লাটফর্ম হল ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ব্যবহারের মাধ্যমে খুব সহজে কোন Coding knowledge ছাড়াই ই-কমার্স, কর্পোরেট, ব্লগিং এবং লার্নিং প্ল্যাটফর্মের মত জটিল ওয়েবসাইট তৈরি করতে পারি।

ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ওয়েব পাবলিশিং অ্যাপলিকেশনস এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), যা পিএইচপি এবং মাইএসকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। ওয়ার্ডপ্রেস প্রথম পর্যায়ে একটি ফ্রি প্লাটফর্ম ছিল যা পরবর্তীকালে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনামূল্যে তা ডাউনলোড করে যেকোনো ব্লগারকে ব্যবহারের সুবিধা দিতে শুরু করে। ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। ম্যাট মুলেনওয়েগ ২০০৩ সালের ২৭শে মে এটি প্রথম প্রকাশ করেন।

একটি PHP ও MySQL দ্বারা তৈরি উন্মুক্ত প্রযুক্তি ব্লগিং সফটওয়্যার। বর্তমানে এটি সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS), এবং 2023 সাল পর্যন্ত প্রায় 810 মিলিয়ন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। এটি বিশ্বের সমস্ত ওয়েবসাইটের প্রায় 43% প্রতিনিধিত্ব করে।

ওয়ার্ডপ্রেস কেন শিখবেন?

বর্তমানে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে আপনি খুব সহজেই যেকোন সাইট বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ে। কেবল ফ্রিল্যান্স ক্যারিয়ারই নয় কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলোতেও এখন ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের চাহিদা অনেক। আসুন জেনে নিই যে কারনে ওয়ার্ডপ্রেস শিখবেন-

  • ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমান সময়ে সর্বধিক জনপ্রিয় ব্লগ পাবলিশিং অ্যাপ্লিকেশন এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)।
  • বর্তমানে পৃথিবীর প্রায় ৬০% ওয়েব ডেভেলপার ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম ব্যবহার করে।
  • ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই যে কোন ধরনের সাইট তৈরি করতে পারবেন।
  • বর্তমান মার্কেটপ্লেস গুলোতে ওয়ার্ডপ্রেস এর চাহিদা সবচেয়ে বেশি।
  • ওয়ার্ডপ্রেস দ্বারা কোন প্রকার পিএইচপি মাইএসকিউএল এবং এইচটিএমএল এর সাধারণ জ্ঞান থাকলে ওয়ার্ডপ্রেস দ্বারা প্রফেশনাল মানের সংবাদপত্র, কর্পোরেট ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, কোম্পানী ওয়েবসাইট, ই-কমার্স সাইট, ক্লাসিফাইড সাইট অথবা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট তৈরি করা যায়।
  • ওয়ার্ডপ্রেস মাধ্যমে ই-কমার্স সাইট, বিজনেস সাইট সহ সকল প্রকার ওয়েব সাইটকে ডায়নামিক করা যাবে।
  • বিভিন্ন মার্কেটপ্লেস এবং ওয়ার্ডপ্রেস থিম ডেভলপমেন্ট এর অনেক চাহিদা থাকায়, সেখানে প্রচুর কাজ করতে পারবেন।
  • বিভিন্ন ওয়েব ডেভেলপ ফার্ম এ ভাল বেতনের চাকরি করতে পারবেন।
  • এক তথ্যমতে পুরো ইন্টারনেট জগতের কমপক্ষে ১৯ শতাংশ ওয়েবসাইট এখন ওয়ার্ডপ্রেস প্লাটফর্মে তৈরী। টেক সাইটগুলোর কথা বিবেচনা করা হলে এটি হবে ৫০ শতাংশের কাছাকাছি।

ওয়ার্ডপ্রেস কিভাবে শিখব?

একজন দক্ষ ওয়ার্ডপ্রেস ডেভেলপার হওয়া সময় এবং কষ্ট সাপেক্ষ ব্যাপার। কোন প্রতিষ্ঠানই কাউকে দক্ষ ডেভেলপার হিসেবে গড়ে তুলতে পারে না বড়জোর এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারে। দক্ষ ডেভেলপার হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে নিজের পরিশ্রম ও প্রচেস্টার বিকল্প নেই। তবে পরিকল্পিতভাবে লেগে থাকলে অবশ্যই শেখা সম্ভব। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জন্য অবশ্যই এইচটিএমএল, সিএসএস জানতে হবে। সেই সঙ্গে জেকুইয়ারী, জাভাস্ক্রিপ্ট এবং ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্যে পিএইচপি এবং মাইএসকিউএল জানার প্রয়োজন হবে। আর কেবল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের জন্য এইচটিএমএল, সিএসএস এবং ওয়ার্ডপ্রেস ফ্রেমওয়ার্কেরও ব্যবহার জানা থাকলেই চলবে। আগেই বলেছি কিছু টিউটোরিয়াল পড়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল আর কিছু কাস্টমাইজেশন করতে পারলেই কেউ দক্ষ ডেভেলপার হয়ে যেতে পারেনা। সেজন্যে তাকে হয়তো এক্সপার্ট বলা চলে। দক্ষ হতে গেলে প্রচুর শ্রম, মেধা এবং সময়ের প্রয়োজন। তাই চেষ্টা করুন এক্সপার্টের চেয়ে বেশি কিছু হতে।

ওয়ার্ডপ্রেস শিখতে কত দিন লাগবে?

প্রথম অবস্থায়, লোকেরা ভাবেন ওয়ার্ডপ্রেস অনেক কঠিন। প্রথমে আপনার সেরকম লাগবেই। কিন্তু, কিছু দিন নিজের WordPress dashboard এ গিয়ে অপসন গুলি ব্যবহার করলেই আপনারা অনেক সহজে এর ব্যবহার শিখে যাবেন।

তাছাড়া, ইন্টারনেটে WordPress এর সাথে জড়িত সব রকমের টিউটোরিয়াল ভিডিও বা আর্টিকেল আপনারা পেয়ে যাবেন। সেগুলি একবার পরেই সবটাই আস্তে আস্তে শিখে যাবেন।

তাই, ওয়ার্ডপ্রেসের আসল এবং জরুরি বিষয় গুলি যেমন, কিভাবে আর্টিকেল লিখবেন, প্লাগিন কিভাবে ইনস্টল করবেন, কিভাবে নিজের ওয়েবসাইট ডিজাইন  করবেন, থিম ইনস্টল করার নিয়ম, এবং এই ধরনের বিষয় গুলি আপনারা কেবল একবার দেখেই শিখে নিতে পারবেন।

তাই, যদি ভালো ভাবে বিষয়টি নিয়ে ঘাটা ঘাঁটি করেন, তাহলে কেবল ১ সপ্তাহের মধ্যেই ওয়ার্ডপ্রেসের ব্যবহার সম্পূর্ণ ভাবে শিখে যাবেন।

Level 0

আমি Pranto। Office Stuff, Growmek IT, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 মাস 2 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস