নতুনদের জন্য ফ্রিল্যান্সিং শুরু করার উপায়

টিউন বিভাগ ফ্রিল্যান্সিং
প্রকাশিত
জোসস করেছেন

আপনি কি ডিজাইনার? তাহলে এই আইডিয়া গুলো আপনার জন্য। চলুন দেখে নেই কত ভাবে কোথায় থেকে আপনি উপার্জন করতে পারবেন।

১. আপনি লোকাল জব করতে পারেন। এখন বিভিন্ন এজেন্সি বেশ ভালো সেলারি দিয়ে ডিজাইনার হায়ার করে। আপনাকে চোখ খোলা রাখতে হবে।

ডিজাইন কমিউনিটিগুলোতে একটিভ থাকতে পারেন। এখান থেকে লোকাল অনেক ক্লাইন্ট পাবেন। আপনাকে লোকাল ক্লাইন্ট অনেক স্মার্টলি হ্যান্ডেল করতে জানতে হবে।

২. আপনি বিভিন্ন ফ্রিল্যান্স প্লাটফর্মে কাজ শুরু করে দিতে পারেন।

1. Fiverr
2. Upwork
3. Freelancer
4. PPH
5. Envato Studio

৩. ইন্টারন্যাশলান বিভিন্ন কোম্পানিগুলোতে রিমোট জব করার অপশন আছে। এর জন্য ভালো ইংলিশ আর পোর্টফোলিও থাকা জরুরি।

1. Flexjobs
2. Justremote
3. Linkedin Job
4. Remotive
5. We work remotely

৪. আপনার টার্গেটেড নিস অনুযায়ী সোশ্যাল মিডিয়া গুলোতে একটিভ থাকতে পারেন। বিভিন্ন কোম্পানির গুরুত্বপূর্ণ লোকদের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করুন। এইটা অনেক সময় সাপেক্ষ কাজ তবে দীর্ঘ সময়ে অনেক বেশী রিটার্ন পাবেন।

আপনি মাইক্রোস্টক সাইটে আপনার বিভিন্ন ডিজাইন বিক্রয় করতে পারেন। পণ্যের অনুমোদন এখানে অনেক সহজ।

1. Creative Fabrica
2. Shutterstock
3. Adobe stock
4. Istock
5. Envato Elements
5. Freepik
6. Uplabs

৫. আপনার প্রোডাক্ট অনেক, চাচ্ছেন ব্যান্ডেল আকারে সেল করতে?

1. Creative Market
২. Design bundle
4. Etsy

৬. আপনি কি প্রিমিয়াম কোয়ালিটি লোগো / ব্র্যান্ড মার্ক তৈরী করতে পারেন। তাহলে আপনি নিচের কোম্পানি গুলোর সাথে কাজ করতে পারেন।

1. Brandcrowd
2. Logoground
3. Logomood

৭. আপনি কি ভালো আইকন বানাতে পারেন? এই সাইট গুলো আপনার জন্য।

1. Iconfinder
2. Flaticon
3. Thenounproject

৮. ফন্ট বানানো যদি আপনার নেশা হয় তবে নিচের সাইট গুলো থেকে আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারেন।

1. Myfont
2. Dafont
3. Fontdaily

৯. আপনি যদি প্রিন্ট ও ডিমান্ড নিয়ে কাজ করতে চান তবে নিচের সাইট গুলো আপনার জন্য হতে পারে আদর্শ।

1. Amazon Kdp
2. Redbubble
3. Socity6
4. Teepublic

১০. আপনি যদি ডিজাইন কন্টেস্ট করতে ভালোবাসেন তবে এই কোম্পানি গুলোর সাথে কাজ করতে পারেন।

1. 99designs
2. Freelancer
3. Designcrowd
4. Designhill

১১. এই সময়টা আপনার পোর্ট ফোলিও বিল্ডআপ করার দারুন সুজোগ। আজকেই শুরু করে দিন পোর্টফোলিও সাজানো। গুনগত মানের পোর্টফোলিও তৈরী করতে পারলে দেখবেন ক্লাইন্ট আপনাকে খুঁজে নিবে।

1. Own Site
2. Dribbble
3. Behance

১২. আপনি যদি অভিজ্ঞ আর দক্ষ হয়ে থাকেন তবে মানুষকে শেখানোর মাধ্যমেও ভালো উপার্জন করতে পারেন।

1. Youtube
2. Udemy
3. Way to Technology
3. Skillshare

১৩. সাথে Graphicriver, Ui8 এর মত কত সাইট আছে যেখানে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন।

প্রোডাক্ট সেলিং কিংবা সার্ভিস যেকোন একটা ধরে সামনে যেতে হবে। একসাথে দুইটা করতে গেলে অনেক সমস্যায় পড়বেন। যেকোন একটা ইন্ডাস্ট্রি ধরে সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করুন।

১৪. আপনি যদি সার্ভিসবেজ কাজ করতে চান সেক্ষেত্রে আপনার এই স্কিলগুলি ডেভলপ করা জরুরি :

1. Marketing
2. Communication
3. Pricing
4. Deal closing
5. Relationship

১৫. আপনি যদি প্রোডাক্টৰেজ কাজ করতে চান সেক্ষেত্রে আপনার এই স্কিলগুলি ডেভলপ করা জরুরি :
1. Market Research
2. Trend
3. Basic SEO
4. SMM
5. Innovation

এখন একবার চিন্তা করে দেখেন তো এত অপশন থাকতেও যদি আপনি কাজ না করতে পারেন তবে এর ব্যর্থতা নিতান্তই আপনার।

Level 1

আমি মোঃ সাঈম সারোয়ার। , Gazipur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস