গ্রাফিক্স ডিজাইন শিখব নাকি ওয়েব ডিজাইন? কোনটি সেরা? Which Is Best Graphic Design Or Web Design?

টিউন বিভাগ ফ্রিল্যান্সিং
প্রকাশিত
জোসস করেছেন
Level 4
শিক্ষার্থী, ইস্টার্ণ রিফাইনারী মডেল হাই স্কুল, চট্টগ্রাম
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

আস্সালা মুআলাইকুম, আমরা যারা নতুন নতুন ফ্রিল্যান্সিং শুরু করব বলে ভাবছি তাদের মাথায় অনেক সময় এই প্রশ্ন ঘুরপাক খায় যে গ্রাফিক্স ডিজাইন শিখব নাকি ওয়েব ডিজাইন? কোনটি ক্যারিয়ার হিসেবে সবচেয়ে ভালো বা কোনটির গুরুত্ব বেশি?

এমনিতে ২টি কাজই খুবই মুল্যবান এবং গুরুত্বপূর্ন। তারপরও আপনার ভালো লাগার বিষয়টি দেখতে হবে। অনেকেরই পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া একটু কষ্টকর। তবে আজকের আর্টিকেলে পড়ার ফলে আপনাদের সেই সিদ্ধান্তটি নিতে সহজ হবে। তো চলুন শুরু করা যাক.

 

কোন বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে সেই বিষয়ে পরিপূর্ন জ্ঞান থাকা দরকার। তাই আমরা প্রথমে জেনে নিব ওয়েব ডিজাইন কি? কেন ওয়েব ডিজাইন শিখবেন? বর্তমানে ওয়েব ডিজাইনের চাহিদা কেমন? ওয়েব ডিজাইনারের ক্যারিয়ার ও কাজের সুযোগ? সম্পর্কে।

এবার জেনে নিব গ্রাফিক্স ডেভলপমেন্ট কি? কেন গ্রাফিক্স ডেভলপমেন্ট শিখবেন? বর্তমানে গ্রাফিক্স ডেভলপমেন্টের চাহিদা কেমন? গ্রাফিক্স ডিজাইনারের ক্যারিয়ার ও কাজের সুযোগ? সম্পর্কে।

 

ওয়েব ডিজাইন (Web Design)

ওয়েব ডিজাইন বলতে কোন একটি ওয়েবসাইট এর নকশাকে বুঝায়। কোন ওয়েবসাইট এর বাহিরের রুপ দেখতে কেমন হবে তা নির্ধারণ করার নাম হলো ওয়েব ডিজাইন। যেমন, ফেসবুক দেখতে একরকম, টুইটার দেখতে আরেক রকম। ওয়েবসাইটগুলোর দেখার ভিন্নতার ব্যাপারটা নির্ভর করে ওয়েবসাইট টি কিভাবে সাজানো হয়েছে তার উপর। এক কথায় ওয়েবসাইট সাজানোর কাজই হলো ওয়েব ডিজাইন।

বর্তমান সময়ে যে পরিমাণ ওয়েব ডিজাইনারের চাহিদা রয়েছে সে তুলনায় প্রয়োজনীয় দক্ষ ওয়েব ডিজাইনার নায়। কেননা এখন ব্যবসা-বানিজ্য সবকিছু অনলাইনের মাধ্যমে হওয়ায় সকল প্রতিষ্ঠান তাদের ব্যবসার প্রসার বাড়ানোর জন্য ওয়েবসাইট তৈরিতে আগ্রহ প্রকাশ করছে। প্রতিনিয়ত নতুন ওয়েবসাইট তৈরি হওয়ার পাশাপাশি পুরাতন ওয়েবসাইট গুলোও নতুনভাবে ডিজাইন করা হচ্ছে। বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে গেলে বুঝতে পারবেন ওয়েব ডিজাইনারের চাহিদা কেমন।

আপনি বিভিন্ন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবেন, নানা প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকরি করতে পারবনে, অথবা নিজস্ব ওয়েব ডিজাইন এজেন্সি চালু করতে পারেন। এর মাধ্যমে আপনি ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাজ করতে পারবেন।

ওয়েব ডিজাইনারের ভবিষ্যত খুবই ভালো। বর্তমানে ওয়েব ডিজাইনিং এর মার্কেট অনেক বড় হচ্ছে। ওয়েবসাইট ছাড়া অনলাইন ব্যবস্থায় কোন কিছু করা সম্ভব নয়। আর প্রতিদিনই ডিজিটাল দুনিয়ায় নতুন নতুন ওয়েবসাইট তৈরির চাহিদা তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

তবে এই পেশার প্রচুর অত্যন্ত দক্ষতা অর্জন করতে হবে। দক্ষ না হলে এই পেশায় বেশিদিন টিকে থাকা যাবে না। সময়ের সাথে নিজেকে আপডেট রাখতে হবে।

 

গ্রাফিক্স ডিজাইন (Graphics Design)

গ্রাফিক্স ডিজাইন হল একটি আর্ট বা শিল্প। যেখানে একজন শিল্পী কম্পিউটার সফ্টওয়্যার এর মাধ্যমে কল্পনা, তথ্য এবং গ্রাহকদের ধারণা গুলির সাথে যোগাযোগ করার জন্য, দৃশ্যমান ধারণা তৈরি করে। এক কথায় চিত্র দ্বারা নকশা তৈরি করাকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়।

বর্তমানে বিশ্বে গ্রাফিক্স ডিজাইন লাগে না এমন ক্ষেত্র খুব কমই  আছে। ভিডিও এডিটিং, সফটওয়্যার ডিজাইন, টিউনার ডিজাইন, ব্যানার ডিজাইন, প্যাকেট ডিজাইন, লোগো ডিজাইন ইত্যাদি। এক কথায় আপনি চারপাশে যে দিকেই তাকান না কেন সবখানেই গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার রয়েছে। ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইনিং অনেক জনপ্রিয়।

গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা প্রতি সেক্টরেই রয়েছে। বর্তমান বিশ্বে ভিজুয়াল কনটেন্ট সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে। সাথে সাথে গ্রাফিক্স ডিজাইনও অনেক বেশি চাহিদাপূর্ণ হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওয়েবসাইটের কাজের জন্যে এখন গ্রাফিক্স ডিজাইন অপরিহার্য হয়ে উঠেছে। আর আমার মতে  ভবিষ্যৎতে এর চাহিদা আরো বাড়বে।

কারন হাতে গোনা কিছু মানুষ গ্রাফিক্স ডিজাইন ইন্ডাস্ট্রিতে কাজ করে। আপনি যদি নিজেকে এই কাজে পারদর্শী করে তুলতে পারেন তাহলে বিশ্বের অনেক বড় বড় কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি পেতে পারেন। আর এ কারণেই বলা হয় গ্রাফিক্স ডিজাইনারের ভবিষ্যৎত অনেক উজ্জ্বল।

গ্রাফিক্স ডিজাইন ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর কাজের সুযোগ। বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটগুলোতে আপনি লোগো ডিজাইন, ওয়েব ডিজাইন, ব্যানর ডিজাইন, টিউনার ডিজাইন, প্যাকট ডিজাইন ইত্যাদির উপর প্রচুর কাজ পাবেন।

 

পরামর্শ

এতক্ষন তো গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন সম্পর্কে জানলেন। এবার আসি কোন আপনার জন্য ভালো বা বেস্ট অপশন হবে তা কিভাবে নির্বাচন করবেন।

যদিও ২টি সেক্টরেই কাজ করতে হলে ক্রিয়েটিভ হতে হয়। তবে আপনি যদি সৃজনশীল, বিশ্লেষণী চিন্তা, প্রবল কল্পনা শক্তির মানুষ হন তাহলে গ্রাফিক্স ডিজাইন আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। আর যদি আপনি টেকনিক্যাল বিষয়াদি পছন্দ করেন যেমন কোডিং, প্রোগ্রামিং পছন্দ করেন তাহলে ওয়েব ডিজাইন আপনার জন্য ভালো অপশন হবে।

এরপরও যদি আপনি সিদ্ধান্ত নিতে না পারেন যে কোনটা নিবেন। তাহলে আমি বলবো আপনি ১০ দিন গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত ভিডিও, টিউটোরিয়াল এবং কাজ সমূহ দেখুন, এবং পরের ১০ দিন ওয়েব ডিজাইন সম্পর্কিত ভিডিও, টিউটোরিয়াল এবং কাজ সমূহ দেখুন এরপর যে কাজটি আপনার ভালো লাগবে সেটা বেছেঁ নিন।

ধন্যবাদ এতক্ষন ধরে আমার পোস্টটি পড়ার জন্য। পরবর্তী আর্টিকেলে আরো কিছু লিখব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Level 4

আমি মোহাম্মদ হাবিব উল্লাহ। শিক্ষার্থী, ইস্টার্ণ রিফাইনারী মডেল হাই স্কুল, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Assalamu alaikum everyone. I'm Mohammad Habib Ullah. I'm a learner. I love to learn something new and sharing this with others.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Tech tunes a tuner hobo kivabe?

    টেকটিউনসে কোন পোস্ট করার সাথে সাথেই পোস্ট পাবলিশ হয়ে যায়। টেকটেউনসে পোস্ট করারকে টিউন বলে এবং পোস্টকারীকে টিউনার বলে।