গ্রাফিক্স ডিজাইন নাকি ওয়েব ডেভলপমেন্ট কোনটি সেরা? Which Is Best Graphic Design Or Web Development

Level 4
শিক্ষার্থী, ইস্টার্ণ রিফাইনারী মডেল হাই স্কুল, চট্টগ্রাম
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

আস্সালা মুআলাইকুম, আমরা যারা নতুন নতুন ফ্রিল্যান্সিং শুরু করব বলে ভাবছি তাদের মাথায় অনেক সময় এই প্রশ্ন ঘুরপাক খায় যে গ্রাফিক্স ডিজাইন শিখব নাকি ওয়েব ডেভলপমেন্ট? কোনটি ক্যারিয়ার হিসেবে সবচেয়ে ভালো বা কোনটির গুরুত্ব বেশি?

এমনিতে ২টি কাজই খুবই মুল্যবান এবং গুরুত্বপূর্ন। তারপরও আপনার ভালো লাগার বিষয়টি দেখতে হবে। অনেকেরই পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া একটু কষ্টকর। তবে আজকের আর্টিকেলে পড়ার ফলে আপনাদের সেই সিদ্ধান্তটি নিতে সহজ হবে। তো চলুন শুরু করা যাক.

 

কোন বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে সেই বিষয়ে পরিপূর্ন জ্ঞান থাকা দরকার। তাই আমরা প্রথমে জেনে নিব গ্রাফিক্স ডিজাইন কি? কেন গ্রাফিক্স ডিজাইন শিখবেন? বর্তমানে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা কেমন? গ্রাফিক্স ডিজাইনারের ক্যারিয়ার ও কাজের সুযোগ? সম্পর্কে।

 

গ্রাফিক্স ডিজাইন (Graphics Design)

গ্রাফিক্স ডিজাইন হল একটি আর্ট বা শিল্প। যেখানে একজন শিল্পী কম্পিউটার সফ্টওয়্যার এর মাধ্যমে কল্পনা, তথ্য এবং গ্রাহকদের ধারণা গুলির সাথে যোগাযোগ করার জন্য, দৃশ্যমান ধারণা তৈরি করে। এক কথায় চিত্র দ্বারা নকশা তৈরি করাকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়।

বর্তমানে বিশ্বে গ্রাফিক্স ডিজাইন লাগে না এমন ক্ষেত্র খুব কমই  আছে। ভিডিও এডিটিং, সফটওয়্যার ডিজাইন, টিউনার ডিজাইন, ব্যানার ডিজাইন, প্যাকেট ডিজাইন, লোগো ডিজাইন ইত্যাদি। এক কথায় আপনি চারপাশে যে দিকেই তাকান না কেন সবখানেই গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার রয়েছে। ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইনিং অনেক জনপ্রিয়।

গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা প্রতি সেক্টরেই রয়েছে। বর্তমান বিশ্বে ভিজুয়াল কনটেন্ট সব থেকে বেশি জনপ্রিয় হচ্ছে। সাথে সাথে গ্রাফিক্স ডিজাইনও অনেক বেশি চাহিদাপূর্ণ হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ওয়েবসাইটের কাজের জন্যে এখন গ্রাফিক্স ডিজাইন অপরিহার্য হয়ে উঠেছে। আর আমার মতে  ভবিষ্যৎতে এর চাহিদা আরো বাড়বে।

কারন হাতে গোনা কিছু মানুষ গ্রাফিক্স ডিজাইন ইন্ডাস্ট্রিতে কাজ করে। আপনি যদি নিজেকে এই কাজে পারদর্শী করে তুলতে পারেন তাহলে বিশ্বের অনেক বড় বড় কোম্পানিতে উচ্চ বেতনে চাকরি পেতে পারেন। আর এ কারণেই বলা হয় গ্রাফিক্স ডিজাইনারের ভবিষ্যৎত অনেক উজ্জ্বল।

গ্রাফিক্স ডিজাইন ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর কাজের সুযোগ। বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটগুলোতে আপনি লোগো ডিজাইন, ওয়েব ডিজাইন, ব্যানর ডিজাইন, টিউনার ডিজাইন, প্যাকট ডিজাইন ইত্যাদির উপর প্রচুর কাজ পাবেন।

এবার জেনে নিব ওয়েব ডেভলপমেন্ট কি? কেন ওয়েব ডেভলপমেন্ট শিখবেন? বর্তমানে ওয়েব ডেভলপমেন্টের চাহিদা কেমন? ওয়েব ডেভলপারের ক্যারিয়ার ও কাজের সুযোগ? সম্পর্কে।

 

ওয়েব ডেভলপমেন্ট (Web Development)

ওয়েব ডেভেলপার ওয়েবসাইটের ডিজাইন বা চিত্র অনুসরন করে ক্লায়েন্ট সাইড ভাষা ও সার্ভার সাইড ভাষা গুলো ব্যবহার করে ওয়েবসাইট তৈরী বা ডেভেলপ করে। একটি ওয়েবসাইটকে তৈরী করা থেকে শুরু করে ইন্টারনেটে লাইভ করা পর্যন্ত যে সকল কাজ করতে হয় সেই সকল কাজ গুলোকে একসাথে ওয়েব ডেভেলপমেন্ট বলা হয়।

বর্তমান সময়ে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের এত বেশি চাহিদা রয়েছে যেটি বলে শেষ করা যাবে না। আপনি যদি একজন ভালোমানের ওয়েব ডেভলপার হতে পারেন, তাহলে টাকার পিছনে আপনাকে ছুটতে হবে না, টাকা আপনার পিছনে ছুটবে। কারণ একজন ভালোমানের ওয়েব ডিজাইনারের অনলাইনের বিভিন্ন মার্কেটপ্লেসে অনেক ভ্যালু রয়েছে। সেই সাথে আপনি একজন দক্ষ ওয়েব ডেভেলপার হতে পারলে সফলতা পাওয়া আপনার জন্য কোন ব্যাপার হবে না।

একজন দক্ষ বা পরিপূর্ণ ওয়েব ডেভলপারদের কখনো কাজের চিন্তা করতে হয় না। তাদের জন্য হাজার হাজার কাজ রয়েছে। বিভিন্ন ফ্রিলান্সিং সাইট বা নামিদামি কোম্পানী সব জায়গাই ওয়েব ডেভলপারদের কদর রয়েছে। আপনি দক্ষ বা পরিপূর্ণ ওয়েব ডেভলপার হতে পারলে আপনাকে কোন নামিদামী কোম্পানী বা ফ্রিল্যান্সিং সাইট গুলোর উপরও ভরসা করতে হবে না। আপনি নিজেই নিজের কোম্পানী বা স্টার্টআপ তৈরি করতে পারবেন। শুধু মাত্র বিভিন্ন ওয়েব টেমপ্লেট, প্লাগিন এবং কোর্স তৈরি করার মাধ্যমেই আপনি ঘরে বসেই মোটা টাকা আয় করতে পারেন।

 

পরামর্শ

এতক্ষন তো গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডেভলপমেন্ট সম্পর্কে জানলেন। এবার আসি কোন আপনার জন্য ভালো বা বেস্ট অপশন হবে তা কিভাবে নির্বাচন করবেন।

আপনি যদি ক্রিয়েটিভ হন অর্থ্যাৎ সৃজনশীল, বিশ্লেষণী চিন্তা ধারার মানুষ হন তাহলে গ্রাফিক্স ডিজাইন আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। আর যদি আপনি টেকনিক্যাল বিষয়াদি পছন্দ করেন যেমন কোডিং, প্রোগ্রামিং পছন্দ করেন তাহলে ডেভেলপমেন্ট আপনার জন্য বেস্ট।

এরপরও যদি আপনি সিদ্ধান্ত নিতে না পারেন যে কোনটা নিবেন। তাহলে আমি বলবো আপনি ১০ দিন গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত ভিডিও, টিউটোরিয়াল এবং কাজ সমূহ দেখুন, এবং পরের ১০ দিন ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কিত ভিডিও, টিউটোরিয়াল এবং কাজ সমূহ দেখুন এরপর যে কাজটি আপনার ভালো লাগবে সেটা বেছেঁ নিন।

ধন্যবাদ এতক্ষন ধরে আমার পোস্টটি পড়ার জন্য। পরবর্তী আর্টিকেলে আরো কিছু লিখব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Level 4

আমি মোহাম্মদ হাবিব উল্লাহ। শিক্ষার্থী, ইস্টার্ণ রিফাইনারী মডেল হাই স্কুল, চট্টগ্রাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Assalamu alaikum everyone. I'm Mohammad Habib Ullah. I'm a learner. I love to learn something new and sharing this with others.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস