ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কিভাবে শিখবেন

ফ্রিল্যান্সিং কি? 

ফ্রিল্যান্সিং এমন একটি মুক্ত পেশা।

যে পেশায় আপনার নির্দিষ্ট কোন বিষয়ের উপর স্কিল জ্ঞান থাকলে আপনি দিনের একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ কাজের মাধ্যমে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারেন।

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এমন প্রশ্ন এখন অনেক বাংলাদেশি তরুনের মনে।

বন্ধুরা বর্তমান ডিজিটাল যুগে নিজেকে ডিজিটালী কাজের সাথে যুক্ত করা জরুরী। তেমনি একটি ডিজিটাল কাজ হিচ্ছে ফ্রিল্যান্সিং।

ফ্রিল্যান্সিং শিখে টাকা আয় এই বিষয়ে জানতে চাকরিজীবী, বেকার যুবক, যুবতীদের ও স্কুল পড়ুয়া ছাত্র- ছাত্রীদের আগ্রহের কমতি নেই।

ফ্রিল্যান্সিংয়ে সেক্টরে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, প্রধান কিছু ক্যাটাগরি হচ্ছে- 

  1. ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজাইনিং
  2. ফটোগ্রাফি
  3. শিক্ষকতা এবং প্রশিক্ষণ
  4. রাইটিং অ্যান্ড কপি রাইটিং
  5. ডিজিটাল মার্কেটিং
  6. ডেটা এন্ট্রি কাজ

এই ক্যাটাগরি গুলিতে অনেক ছোট ছোট ক্যাটাগরি রয়েছে। 

বন্ধুরা উপরোক্ত ক্যাটাগরি গুলি ছাড়াও বর্তমানে

  • Game Development,
  • Translation,
  • Web Research,
  • Legal Services,
  • Transcription বিষয়ে ফ্রিল্যান্সিং থেকে আয় করার অনেক বেশি পরিমান সম্ভাবনা রয়েছে।

অনেকগুলো ছোট ছোট ক্যাটাগরি রয়েছে যেখানে অনেক ফ্রিল্যান্সার কাজ রয়েছে। প্রথমে ছোট ছোট কাজ করে আপনি আপনার ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।

কোন বড় প্রজেক্টে কাজ করার উপযোগী হওয়ার পূর্বে একজন সফল ফ্রিল্যান্সার হতে ছোট ছোট কাজ গুলি করতে শিখুন। 

ফ্রিল্যান্সিং জগতের নামকরা মারকেটপ্লেস গুলি হচ্ছে ফাইবার, আপওয়ার্ক এবং freelancer এই সাইট গুলিতে ভিজিট করতে পারেন।

আপনি কোন বিষয় সম্পর্কে জানেন এবং কোন বিষয়ে আপনি সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন অথবা কোন বিষয়টিতে আপনার ভালো লাগে ওই বিষয়টি প্রথমে আপনাকে শিখতে হবে এবং তারপর ফ্রিল্যান্সিং শুরু করলে আপনার জন্য ভালো হবে।

আপনি ইউটিউব ভিডিও ও অনেক ব্লগ টিউন পাবেন, যে গুলি দেখে আপনার বিষয় সম্পর্কে বেসিক ধারণা নিতে পারেন। তবে বাংলা ভাষায় এখন অনেকে ফ্রিল্যান্সিং বিষয়ে ভিডিও দিচ্ছে। আপনি তাদের অনুসরন করতে পারেন, তবে বাংলায় ফ্রিল্যান্সিং সম্পর্কিত ভিডিও অনেক কম। 

তবে আপনি যদি ভালো ইংরেজি জানেন তবে আমি বলবো ৭০-৮০% কাজ আপনি ভিডিও দেখে শিখতে পারবেন।

কিছু উচ্চতর লেভেলের কাজ শিখতে চাইলে আপনাকে curse করা লাগতে পারে।

ফ্রিল্যান্সিং কোথায় শিখবেন কিভাবে শিখবেন তা জানতে ভিজিট করুন। 

Level 1

আমি মোঃ আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Telecom Offer and Mobile banking and all about online earning all knowledge in Bangla. https://digitaltuch.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thank you for giving proper information about freelancing and beginner of this sector. Take love from Techdyno BD