
আমি টেকটিউনস এর সাথে আছি ৭ বছর এর বেশি সময় ধরে
সময় সাপেক্ষে এখনা নিয়মিত এক্টিভ থাকতে পারিনি
আজকে আলোচনার বিষয় হলো সিপিএ মার্কেটিং
যারা অলরেডি সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে সেটা জানেন তাদের জন্য শুভ কামনা, আর যারা জানেন না তাদের জন্য কিছু লিংক শেয়ার করে দিব
আমি যেভাবে ইনকাম করেছি এখন সেটা নিয়ে আলোচনা করবো
প্রথমত এটা কোন ফ্রি মার্কেটিং এর টিউন নয় সম্পুর্ন পেইড মার্কেটিং,
এর জন্য আপনাদের যেগুলার প্রয়োজন হবে,
১-একটি ডোমেইন +হোষ্টিং
২-ল্যান্ডিং পেজ বানানোর অভিজ্ঞতা
৩-গুগল এডস একাউন্ট
৪-বাজেট
আমি যে সাইটে কাজ করেছি সেটার নাম হলো https://affiliate.crystads.com/
প্রথমে আপনাকে এখানে একাউন্ট করতে হবে,
তারপর আপনার কাজ হলো এখান থেকে এফিলিয়েট লিংক নিয়ে সেটাকে মার্কেটিং করানো
তার আগে চলুন, CPA marketing এর কিছু কাজের উদাহরণ নিচে জেনেনেই।
ওপরে বলা এই ধরনের কাজ গুলো নিজের ওয়েবসাইটের traffic বা user দের দ্বারা করিয়ে CPA marketing এর মাধ্যমে লাভ আয় করা হয়।
এই সাইটের মাধ্যমে আমরা যেটা অফার মানুষের কাছে প্রমট করবো সেটা হলো


কারো কিছু জানার থাকলে স্কাইপিতে আমাকে মেসেজ দিতে, পারেন স্কাইপি আইডি[email protected]
আমি দুঃখিত গুছিয়ে লিখতে পারলাম না তার জন্য।
আমি Helal Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।