ইমেইল সিগনেচার হলো একধরণের ডিজিটাল বিজনেস কার্ড। এটা ইমেইলের ফুটার সেকশনে সেন্ডার এর শর্ট ইনফো বহন করে।
আপনি চাইলে এটা অ্যাডোবি ফটোশপ/ইলাস্ট্রেটর দিয়েও ডিজাইন করতে পারবেন কিন্তু বেসিক্যালি ইমেইল সিগনেচার এর মূল উদ্দেশ্য হচ্ছে ডিজাইনের ফোন নাম্বার, ইমেইল, সোশ্যাল মিডিয়া, লোগো ইত্যাদি ক্লিকএবল করা। মানে হচ্ছে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একশন সেট (কল, লিংক ডিরেক্ট, ইমেইল পপাপ) করা। সেক্ষেত্রে আপনাকে কিন্তু HTML এবং CSS ব্যবহার করেই করতে হবে। তবে নর্মালি করতে চাইলেই হবেনা। এখানে ৯০% CSS এর ফরমেট হবে ইনলাইন এবং DIV/SECTION ইত্যাদি ব্যবহার না করে Table নেস্টিং করে ডিজাইন করতে হবে। একেকটা ইমেইল সিগনেচার এর নর্মাল সাইজ হয়ে থাকে ৩০০ থেকে ৪০০ পিক্সেল উইথ, এবং ৭০ থেকে ১০০ পিক্সেল হাইট। সাইজ ছোটো হওয়াতে এটা রেসপনসিভ করার কোনো ঝামেলা থাকছেনা। ছোটো খাটো ডিজাইন হওয়াতে আপনি কিন্তু মোবাইল ব্যবহার করেও এই কাজটা করতে পারেন।
এই কাজের মার্কেটপ্লেস ভ্যালু জানতে দেখুন এই ভিডিওটিঃ https://www.youtube.com/watch?v=TgPBhqyjCoc
কোডিং ছাড়াও শর্টকার্টে ডিজাইন করতে দেখুন এই ভিডিওটিঃ
https://www.youtube.com/watch?v=GNDWDTwHYsQ
কীভাবে ফাইভার এ ইমেইল সিগনেচার নিয়ে গিগ বানাবেন জানতে দেখুন এই প্লেলিস্টঃ
https://www.youtube.com/watch?v=kuVVFx9K5gA.
Module 02: Learning HTML
Module 03: Learning CSS
Module 04: Email Signature Design
Module 05: Making Your Portfolio Ready
Bonus Module
আমি হাসিবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।