হতে চান নাকি একজন ফ্রীল্যান্সার??(১ম পর্ব)

আজ আমি টিউন করব ফ্রীল্যান্সিং নিয়ে।  আশা করি এই বিষয়টা নিয়ে ধারাবাহিক টিউন করতে পারব। আমি বলে রাখছি আমি আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারব না। যা করার আপনাদেরই করতে হবে। আমি হয়তবা আপনাদের পরামর্শ দিতে পারব। যারা ফ্রীল্যান্সিং সাইটে নতুন তাদের অনেকে কাজ না পেয়ে হতাশ হয়ে কাজ ছেড়ে দেন। অনেকে আবার হয়ত কোন ফ্রড বায়ার এর খপ্পরে পড়ে আর কাজ করতে চান না। আজকের এই টিউনটি করতাম না। কিন্তু কিছুক্ষন আগে এক ভাই SKYPE এ বললো, সে frustrated হয়ে গেছে। কারণ হিসেবে বললো ৩ মাস কাজ না পাওয়াকে। তখন চিন্তা করলাম আজকে রাতে এই নিয়ে টিটি তে একটা টিউন করব।

সবাইকে প্রথমে বলে রাখি এই টিউনটা আমার একান্তই ব্যক্তিগত কিছু অভিমত থেকে। সুতরাং কোন দ্বিমত থাকতেই পারে। এবার আসি মূল কথায়। ফ্রীল্যান্সারে যারা বিড করছেন অথচ কাজ পাচ্ছেন না তারা বেশীরভাগই DATA ENTRY অথবা DATA ENTRY WORK RELATED(making yahoo, gmail etc) তে বিড করছেন। আপনি কি জানেন আপনার এই একটি কাজে জন্য গড়ে আপনার প্রায় ১৫০-২০০ জন প্রতিদ্বন্দ্বী আছে। যাদের মধ্য কমপক্ষে ২০-২৫ জনের আছে ভাল ফিডব্যাক। আপনি কি মনে করেন আপনি এই প্রফেশনাল লোকদের সাথে প্রতিদ্বন্দ্বীতা করে কাজ নিতে পারবেন?? আমি জানি আপনারা যারা এই লাইন এ আসছেন সবাই কম বেশি কাজ শিখে আসছেন। কিন্তু বেশিরভাগ লোকই আসছে শুধু DATA ENTRY এর জন্য। আমার নিজের অভিজ্ঞতা বলি। আমি নিজে যখন এই কাজে আসি তখন আমি ক্লাস নাইনে পড়ি। প্রথম একটা কাজে বিড করি। পরে বায়ার থেকে মেসেজ আসে। কাজটা ছিল ক্যাপচা। রেট ছিল ১০০০= .৯০$। ধুমায়া ৪ দিন কাজ করে ২০০০০ এন্ট্রি করলাম। কিন্তু একটা পয়সা পেলাম না। আমি কিন্তু হাল ছাড়ি নাই। অনেকে আছেন এই রকম হওয়ার পর হতাশ হয়ে এই কাজ ছেড়ে দেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে এইখানে অনেকে কাজ করে তার মধ্য ১০০০-২০০০ খারাপ মানুষ থাকতে পারে। তাই বলে সবাই কি খারাপ?? না। সুতরাং আপনাকে এই কাজে আসার সময় নিজের প্রতি আত্নবিশ্বাসী হতে হবে। হাল না ছাড়ার মন মানুষিকতা থাকতে হবে। সুতরাং প্রথমে আত্নবিশ্বাসী হোন, নিজেকে বিশ্বাস করুন। এতেই আপনার মঙ্গল হবে। এবং এই ফ্রীল্যান্সার বিভাগ আপনাকে তার দুয়ারে স্বাগতম জানাবে। অনেক লিখলাম। জ্ঞান দিলাম। দয়া করে কেউ আমার প্রতি রাগ হবেন না। যখন দেখি আমি মাসে ৪-৫ টা কাজ পেলাম এবং ওগুলো করতে করতে মাস শেষ। আবার কখনো ১ টা কাজেই মাস শেষ হয়ে যায়। তাহলে বাকী কাজগুলো যদি অন্য কোন দেশের লোক না পেয়ে আমার কোন বাংলাদেশী ভাই পায় তাহলে ওটা আমার জন্য আনন্দদায়ক। পরবর্তীতে যারা নতুন এই বিভাগে যোগ দিবেন তাদের জন্য কিছু থাকবে। আশা করি আমার সাথেই থাকবেন। টিটির সাথে থাকবেন। ধন্যবাদ।

পরের পর্ব- হতে চান নাকি একজন ফ্রীল্যান্সার??(২য় পর্ব)

Level 0

আমি ভূত রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বিবেকের দংশনে মরে গিয়ে আজ ভূত আমি?? আপনি??


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

many many thank ………………………….good done ……………………next time will give ………………new …….thing…………

Yahoo থেকে দৈনিক ১০০ ডলার আয়ের উপায়
এখন আপনি শুধু Yahoo মাধ্যমে বন্ধুই খুজবেন না টাকাও আয় করবেন। এখন যেকোন Yahoo ইউজার ইচ্ছে করলেই Yahoo মাধ্যমে মোটা অংকের টাকা আয় করতে পারবে। না এটা কোন ধোকা নয়। এটা সত্যিই সত্যি।
http://www.techtunes24.co.cc

    Level 0

    এইভাবে সরাসরি আপনার সাইটের প্রচার না করে টিটিতে একটি টিউন করুন কিভাবে ইয়াহু থেকে আয় করা যায় ।

    ৮৭৮ সত্যি কথাই বলেছেন

    Level 0

    yahoo ভাই, আপনার ইেমইল আইিড অথবা েমাবাইল নাম্বার িক িদেবন।

vai,bastobay to kaw ai kaj korar jonno help koray na,sobai bolay apnakay kaj delay koiden por apne competitive hoya jaban etc,apnar moto sobai chinta korlay desh agea jato.Dorjo dortay hobay,ata onek jaigai shonchi,tai vai noton kecho news den.donnobad lekher jonno

এটা কোন টিউন হল ? মাকাল ফল , বাহিরে এক ভিতরে ভিন্ন ।

    Level 0

    good tune ……………………..

    Level 0

    আসলাম ভাই সব জায়গায় পাকনামি চলে না। আপনি মনে হয় পড়তে জানেন না!! জানলে ঠিকই দেখতেন "সবাইকে প্রথমে বলে রাখি এই টিউনটা আমার একান্তই ব্যক্তিগত কিছু অভিমত থেকে। " সুতরাং ভাই আপনার ধারণা আপনার কাছে, আমারটা আমার কাছে। আমি জানি কিভাবে কি শুরু করা লাগে। ওই অমুক করলে অমুক হইব এমন ফাকা বুলি দিয়ে টিউন করলে মনে হয় খুব ভালো হত। আপনাদের মত কিছু মানুষের জন্য টিউন করতে ইচ্ছা করে না। সবসময় উল্টা পাল্টা কথা বলবেন না।

jehetu episode(porbo 1)diechen bujhai jacche ai bishoye aro likhben……vai taratari likhben r obosshoi informative hobe ai asha kori. Tnx

Level 0

আরে ভাই রাগেন কেন আগে দুই তিনটা এপিসুট দেখুন তারপর যা বলার বলুন ।

    Level 0

    উনারা সব কিছু তাড়াতাড়ি চানরে ভাই। ধৈর্য নাই!!

ভালো হয়েছে। চালিয়ে যান।

    Level 0

    ধন্যবাদ।

Level 0

ভাই আপনার টিউন পড়ে আমি আমার আতীতে ফিরে গিয়েছিলাম ।
২ বছর আগের কথা,আমি ৩ মাস ধরে বিড করে যাচ্ছিলাম ।কিন্তু কোন বায়ারই আমার বিড আক্সেপ্ট করেছিল না ।শেষমেষ ইন্ডিয়ান এক বায়ারের বদনজর পড়ল আমার উপর ।টানা ১৫ দিন কাজ করলাম কিন্তু টাকা দিল না ।কিন্তু এখন আর মাইলস্টোন ছাড়া কাজ করি না ।১ বছরের বেশী হলো নিয়মিত কাজ পাই ।আমার মনে হয় বাংলাদেশী,ইন্ডিয়ান,পাকিস্তানি,ফিলিপাইন এসব বায়ারদের থেকে দুরে থাকা ভালো ।কারন এরা বায়ারদের থেকে কাজ এনে সাব কন্টাক্ট দেয় ।

আগামী টিউনের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

    Level 0

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

খুব ভাল লাগলো……।
…………………keep it up……….

    Level 0

    ভাল লাগছে জেনে আমারো ভাল লাগল। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Continue this series please

    Level 0

    জী ভাই এইটা চলতে থাকবে। 🙂 🙂 🙂

Level 0

ভালো লাগলো ভাই,

আমিও একি পথের পথিক। ২ মাস বিড করে কেপচার কাজ পাইছি। হতাশ হয়ে বসে আছি। graphics design and Article Writing এর কাজ গুলা খুজসি। পাই নাই।

ভাই আপনার কাছে যদি বেশি কাজ থাকে তাহলে আমাদের কিছু দিয়েন প্লিস।

ধন্যবাদ।

    Level 0

    কোন চিন্তা করেন না। আপনি এই টিউনের ধারাবাহিক পর্ব পড়তে থাকুন। ভাল লেগেছে জেনে খুশি হলাম।

vai pari onek kisu, kintu kaje lagate parte sina . more more confidence dorkar……. apni ki e somporke kisu bolben….

wow.দিয়েন দিয়েন সবাইরে দিয়েন.. ভাগ
ভাল লাগলো.

Level 0

শেয়ার করার জন্য Millions of Thanx. আপনি যেমন বললেন “কিন্তু আপনাকে মনে রাখতে হবে এইখানে অনেকে কাজ করে তার মধ্য ১০০০-২০০০ খারাপ মানুষ থাকতে পারে। তাই বলে সবাই কি খারাপ?? না।” তেমনি বেশ কিছু bad comments পাবেন ……তারমানে আমরা সবাই কিন্তু খারাপ না……সুতরাং মন খারাপ করে পোস্ট বন্ধ করে দিয়েন না…

    Level 0

    @seraji: এই জন্য আর কোন পোস্ট দেই না ভাই। কারন কারো উপকার করতে গেলে অনেক কথা শুনতে হয়। আরো বাজে কিছু কমেন্ট ছিল, আমি সেগুলো ডিলিট করছি।