ওয়েবসাইটে প্রগ্রেসিভ ওয়েব এপ ইনস্টল করা শিখে ফ্রিলান্সিং করুন

আপনার ওয়ার্ডপ্রেস অয়েবসাইটকে মাত্র ৫ মিনিটেই মোবাইল এপ হিসেবে ব্যবহার উপযোগী বানিয়ে নিতে পারবেন। এই এপটি ব্যবহারের জন্য প্লে স্টোর বা এপ স্টোর থেকে ডাউনলোড করার ঝামেলা নেই। আপনার ওয়েবসাইট থেকে নিমিষেই মাত্র ১ সেকেন্ডের মধ্যে এপটি ইনস্টল করে নিতে পারবেন।

এই দুর্দান্ত ফিচারটি প্রতিটি ওয়েবসাইটের ই ব্যবহার করার প্রয়োজন বোধ করছে। বেশিরভাগ ওয়েবসাইট প্রচুর পরিমাণ টাকা ব্যয় করে তাদের এপ তৈরি করে থাকে। আবার এই এপটি ডাউনলোড করার জন্য ভিজিটর দের ও ঝামেলা পোহাতে হয়। অনেক ক্ষেত্রে এই ঝামেলার কারণে ভিজিটররা আপনার এপটি ব্যবহার করতে চায় না। এই সমস্যার সমাধান করেছে প্রগ্রেসিভ ওয়েব এপ (pwa) যা একটি ওয়েবসাইটকে কোন ঝামেলা ছাড়া মোবাইল এপ হিসেবে ব্যবহার করার সুযোগ করে দেয়।

প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ (pwa) একটি নতুন প্রযুক্তি যা একটি ওয়েবসাইট এবং একটি মোবাইল অ্যাপের মধ্যে একটি মধ্যম জায়গা তৈরি করে। এগুলি ফোনে একটি সাধারণ অ্যাপ (ওয়েব অ্যাপ) এর মতো ইনস্টল করা থাকে এবং হোম স্ক্রীন থেকে অ্যাক্সেস করা যায়। ব্যবহারকারীরা তাদের হোম স্ক্রিন থেকে অ্যাপ্লিকেশন চালু করে আপনার ওয়েবসাইটটিতে ফিরে আসতে পারবে এবং অ্যাপের মতো ইন্টারফেসের মাধ্যমে আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবে। প্রতিবার কোনও পেইজ ভিজিট করার সময় এটি তাদের ডিভাইসে স্থানীয়ভাবে ক্যাশে জমা হয় এবং এটি অফলাইনে অ্যাক্সেস করা যায়।

ওয়েবসাইটে প্রগ্রেসিভ ওয়েব এপ ফিচার টি কিভাবে ব্যবহার করবেন তা জানলে আপনার নিজের সাইটে ও কাজে লাগাতে পারবেন আবার মার্কেটপ্লেসে ফ্রিলান্সিং ও করতে পারবেন। খুব সহজে একটা প্লাগিন ব্যবহার করে আপনার ওয়েবসাইটে এই ফিচারটি চালু করতে পারবেন। এজন্য আপনাকে ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ড থেকে pwa প্লাগিনটি ইনস্টল করতে হবে।

আপনি যেকোন মার্কেটপ্লেসে গিয়ে progressive web app লিখে সার্চ দিলে অন্যরা কি কাজ করছে সহজেই দেখতে পারবেন। যেহেতু এটি সম্পূর্ন নতুন একটি ফিচার তাই আপনি এটি শিখে নিলে খুব তাড়াতাড়ি কাজ পেয়ে যাবেন।

 

কিভাবে এই প্লাগিন টি ব্যবহার করবেন তা জানতে এই লিংকে যান  https://notekhaata.com/ওয়েবসাইট-টু-মোবাইল-এপ/

Level 0

আমি নোটখাতা ব্লগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস