উদ্যোক্তাদের জন্য আকর্ষনীয় বই

একটা রিসার্চ এ দেখা গেছে বেশিরভাগ উদ্যোক্তা ব্যর্থ হয় কারন তারা বই পড়ে না। অনেকে BBA & MBA কম্পলিট করে ভাবে আমার পড়াশোনা শেষ। তারপর থেকে তাদের লাইফে যত হতাশা, ব্যর্থতা সব এসে পড়ে। আমরা যখন পড়া বন্ধ করে দি তখন আমাদের ব্রেইন এ চর্চা হয় না। সেজন্য ব্রেইন আপনাকে নতুন কোন আউটপুট দে না।

একাডেমি তে আমাদের কে যা শিখায় তা কর্মক্ষেত্রে ৯৫% কাজে আসে না। আপনার যদি বিশ্বাস নাহ হয় "ইকবাল বাহার" স্যার কে জিজ্ঞাসা করতে পারেন যে স্যার আপনি একাডেমির পড়াশোনা আপনার কোম্পানি তে কত শতাংশ কাজে লাগিয়েছে? ক্লাস ২-৩ তে যে যোগ বিয়োগ করায় তা সবসময় কাজে আসে। পাটিগণিত বীজগণিত কাজে লাগে নাহ কোম্পানি বা ব্যবসা তে। শুধুমাত্র ক্রিটিক্যাল চিন্তাভাবনার জন্য আমাদের এগুলো করতে হয়।

কিন্তু লাখ লাখ উদ্যোক্তার মাইন্ডসেট, তাদের সফলতার উপর রিসার্চ করে যে বই গুলো লিখা হয়েছে তা কিন্তু ১০০% কাজে আসে। আপনি আজকে যে ভুল গুলো করবেন বিজনেস এ আপনার আগে কোটি কোটি উদ্যোক্তা একই ভুল করেছে। তাই কোন ভুল এ নতুন না। আর আপনি যখন বই পড়বেন তাদের ভুল গুলো থেকে শিখতে পারবেন।

আজকে আমি উদ্যোক্তাদের জন্য শুধুমাত্র ৩ টি বই নিয়ে আলোচনা করবো যা সবার পড়া উচিত।

* রোড টু সাকসেস এবং হিডেন পাওয়ার-এ ২টি বই পড়ে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে পারবেন। যারা প্রতিনিয়ত হতাশার সাগরে ডুবতেছেন যারা ভাবতেছেন তাদের কে দিয়ে কিছু হবে না লেখক মূলত তাদের জন্য এ বই গুলো লিখেছেন। এটি বাংলাদেশ এর সেরা বই যা ইতিমধ্যে ২০ টি দেশে পৌছে গেছে দেশের সীমানা অতিক্রম করে। ১ বছরে ৭ বার মুদ্রণ হয়েছে। কতটা পাওয়ারফুল বুঝতেছেন তো?

চাকরি, ব্যবসায় কি কি বাধা আসে এবং এগুলো কে অতিক্রম করার সহজ পথ এই বইয়ে লেখক বলে দিয়েছেন। ব্যর্থতা কে সফলতা এবং হতাশা কে কাজে রুপান্তরিত করুন এ ২ টি বই পড়ে।

* নিজের বলার মত গল্পঃ-কাজ ফেলে রাখার দীক্ষা দিয়েছিলো এ বই টি। এ বই টি পড়ে অলসভাবে সময় কাটানো সবচেয়ে কঠিন কাজ। আমার জীবন কে খুব বেশি প্রভাবিত করেছে এমন ৩ টি বই ভিতর এটি একটি। বই টি নিয়ে এইটুকু বলবো শুধু বই টি পড়ার আগের আপনি এবং বই টি পড়ার পরের আপনার ভিতর পার্থক্য বুঝতে পারবেন।

৩ টি বই মূল্যঃ-৫১০/.
বই গুলো নিতে আপনার নাম ঠিকানা নাম্বার টিউমেন্ট বক্স এ দিন অথবা আমাদের
http://facebook.com/smartwaybddot.com পেইজের ইনবক্স এ মেসেজ করুন।

Level 1

আমি Amran Hossain Ador। Software Developer, iSoft, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 12 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যে কোনো সেক্টরে ভালো করতে চাইলে লেখাপড়া ও নিয়মিত শেখা টা আবশ্যক। উদ্যোক্তাদের জন্য আরও বেশি জরুরি

    আরও বেশি জরুরি এবং অবশ্যক