অনলাইন সার্ভে – এর মাধ্যম এ আপনি উপার্জন

অনলাইন সার্ভে -
এর মাধ্যম এ আপনি উপার্জন করতে পারবেন। তবে দুঃখের বিষয়, বাংলাদেশ থেকে বেশিরভাগ ওয়েবসাইট ইউসার একসেপ্ট করে না। আমার মনে হয়, একটা টিউন আগে সম্পূর্ণ পড়া উচিত, তারপর ইচ্ছে মতো লিংক ভিসিট। সহজ কাজ এর কথা বলা হলে এক কথায় যে কেউ বলবে - ডাটা এন্ট্রি। আবার কাজ পাওয়া কঠিন - কিন্তু এই ডাটা এন্ট্রি ক্যাটাগরিজ এর কাজ। কারণ একটাই, প্রচুর বিড জমা হয় এই সব কাজে। আর কাজ না পাওয়াতে আমরা অনেকে আগ্রহ হারিয়ে ফেলি অনলাইন মার্কেটপ্লেস গুলোতে কাজ করতে। তবে একটা বিষয়, খুচরা কিছু টাকা যদি পকেটে ব্যাকাপ হিসেবে আসে এই অনলাইন থেকে, তবে আপনার আগ্রহটা অন্তত তরতাজা থাকবে। এর মাঝে একটা ভালো জব পেলেন তো উদ্ধার হলেন টাইপের। আর সে সময় পর্যন্ত একটা কিছু অন্তত করা।

উপার্জন / ই প্লাটফর্ম :
কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি খুব সহজে এবং কম সময়ে উপার্জন করতে পারবেন। যেমন ধরি ডাটা এন্ট্রি জাতীয় কাজ অথবা ফর্ম পূরণ, ভিডিও প্রমোট করা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি সহজ কাজগুলো করতে পারেন ঘরে বসেই. আর কাজগুলো এতটাই সহজ যে, ১০ বছরের বাচ্চাও হয়তো সেগুলো করতে পারবে। আবার অনেকে আছে, আমি কিভাবে করবো বা বলার কথা শুরুর আগেই শেষ জাতীয় ঝুটঝামেলা। তাদের বলি, ছোট কাজ হোক আর বড় কাজ হোক - শুরু করাটাই কিন্তু মেইন। তাই শুরু করতে হবে, বা চেষ্টা করতে হবে। মাঝে মাঝে একটু আধটু ধরাও খেতে হতে পারে। তার জন্য আফসোসের কিছু নেই। তবে হিসাবে বুঝে এগুলে খুব ভালো হয়। যেমন অনেক জায়গায় দেখবেন ইমেইল সেন্ডিং এর কাজ - পার মেইল সেন্ডিং ১০ ডলার। কমন সেন্স ইজ নোট সো কমন। তাই আপনার এই অনলাইন জার্নি মানেই কমন সেন্স একমাত্র কাছের বন্ধু। যাইহোক এবার আসি অন্য কোথায়, অনেকে অনেক ওয়েব সাইট এ - উপার্জন করতে যে সময়টা লাগে - সেখানেও অনেকে তাদের ধৈর্য হারিয়ে ফেলে। কারণ কোনো ওয়েবসাইট ইনস্ট্যান্ট পেমেন্ট দেয়না (থাকলেও খুবই কম / চোখে পড়েনি).

ইনভেস্ট - ওই যে বললাম, কম সেন্স ইজ নোট সো কমন। আমি সবসময় কোথাও ইনভেস্ট করা জাতীয় ওয়েবসাইট থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছি অনেককে। কিন্তু তাইবলে অব জায়গাতে যে ইটা প্রযোজ্য তা নয়। যেমন একটা গল্প শুনুন। কিছুদিন আগে একলোক কে এই সব বিষয়ে সাবধান করেছি - যেমন এম এল এম, ইনভেস্ট জাতীয় বিষয়। কারণ, এসব অনলাইনেও অনেক মাত্রায় দেখা যায়। সেখানে যেন বুঝে শুনে পা ফেলে - শুধু সেটি বলেছি। কিন্তু এরপর শুনি ভদ্রলোক গুগল এডসেন্স নিয়ে কাজ করবেন। অন্য একজন তাকে সে সব বিষয়ে বুঝিয়ে দিলেন। ভদ্র ইনভেস্ট করতে রাজি নন। যেমন, একটা প্রিমিয়াম ডোমেইন কিংবা হোস্টিং এর খর্চটিকেও তিনি এসবের মধ্যে গুলিয়ে ফেলেছিলেন। এটা হলো কমন সেন্স এর বিষয়। কিছু ওয়েবসাইট আছে যেগুলো ডেইলি এন্ট্রি ফী নেয়। তবে সব সময় টার্মস এন্ড কন্ডিশন পেজ টি পরে নিতে পারেন।

বিদায়

Level 2

আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এপ্স ব্যবহার করে আপনার অ্যানড্রয়েড মোবাইলের মাধ্যমে টাকা উপার্জন করুন।
বিস্তারিত জানতে ভিজিট করুণ
https://onlineeasyearning0713.wordpress.com/