
অনেকে আছেন যারা ফেসবুকে,গুগলে বিজ্ঞাপন দেওয়ার জন্য আরেকজনের দ্বারে দ্বারে গুরে বেড়ায়।এক সময় আমিও একটা করতাম কিন্তু আমার সমস্যা সমাধান করে দিল GP Credit Card নামের ভার্চুয়াল কার্ড।এখন আমিও আমার নিজের বিজ্ঞাপন দি এই কার্ড দিয়ে।ডলার রেট ও অনেক কম।৯০ টাকা করে।
পৃথিবীর যে কোন ওয়েবসাইট থেকে যে কোন কিছু কিনুন গুগল প্লে তে ডেভেলপার রেজিস্ট্রেশান করুন,গুগল প্লে তে ডেভেলপার ব্যন্ড হউয়ার পর নতুন রেজিস্ট্রেশান,অ্যাপ্স,গেমস কিনুন,আইটিউন এ ডেভেলপার রেজিস্ট্রেশান করুন,অ্যাপ্স গেমস কিনুন,পেপাল ভেরিফাইড করুন,জিনিস কিনুন.
আপনাকে যা যা করতে হবে কার্ড পাওয়ার জন্য।
১)ওদের সার্ভারে রেজিসট্রেশন করতে হবে এখানে https://gpcredit.hkpsourcing.com
২)রেজিসট্রেশন করার পর ওদের ফেসবুক পেজে আপনার ইমেইল টা মেসেজে জানাতে হবে। মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই পাবেন না পেলে ওদের নাম্বার এ ফোন করতে পারে
এখানে https://www.facebook.com/GP-Credit-Card-1868722570110636/
৩)তারপর সাবস্ক্রিপশন ফিস দেওয়ার সাথে সাথে আপনার কার্ড আপনার ইমেইল ও আপনার প্রোফাইলে আপলোড হোয়ে যাবে।
আপনার ইচ্ছামত ডলার রিলোড করতে পারবেন যে কোন সময় ডলার রেট ও অনেক কম ৯০ টাকা
আমি Up App। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।