গুগল এডসেন্স এবং এস ই ও নিয়ে জিজ্ঞেস করা ১০ টি প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন ১ – এডসেন্স এপ্রুভ হওয়ার জন্য ব্লগে মিনিমাম কতটা কন্টেন্ট থাকা দরকার?
উত্তর- মিনিমাম কতটা কন্টেন্ট থাকা দরকার, সেটা আসলে কোথাও ফিক্সড করে বলা নাই। গুগল চায় শুধু কোয়ালিটি কন্টেন্ট আর তাদের এড দেখার জন্য কিছু ভিজিটর।
সো, ১০+ কোয়ালিটি কন্টেন্ট দিয়েই এডসেন্স পাওয়া সম্ভব।
প্রশ্ন ২ – এডসেন্স এপ্রুভ পেতে সাইটের বয়সের কি কোন ব্যাপার আছে?
উত্তর – নাহ, সাইটের বয়সের কোন ব্যাপার নাই। কিন্তু আমি মনে করি মিনিমাম ৩০ দিন বয়স না হলে এডসেন্সে এপ্লাই না করাই ভালো।
আর ফ্যাক্ট হচ্ছে, সাইটের কাজ করতে করতে ৩০ দিন কিংবা আরেকটু বেশী লেগে যেতেই পারে, সে জন্য ১-২ মাস মিনিমাম ধরে নিতে পারেন।
প্রশ্ন ৩ – কন্টেন্ট কোয়ালিটি নাকি কোয়ান্টিটি কোনটা দরকার এডসেন্সে?
উত্তর – অবশ্যই কোয়ালিটি, কারণ আমার একটা টেক ব্লগে কন্টেন্ট আছে প্রায় ২৫০ টা আর একটা পার্সোনাল রিলেশনশীপ টিপস মুলক ব্লগে কন্টেন্ট ৩৫ টা মাত্র। ৩৫ টা কন্টেন্টের সব গুলোই খুবই দীর্ঘ এবং খুবই ভালো মানের লেখা, সাথে সেগুলো প্রোপারলি অন পেজ অপটিমাইজড।
বলাই বাহুল্য, ২৫০ টি কন্টেন্টের চেয়ে ৩৫ টা কন্টেন্টের সাইটে রেভিনিউ অনেক বেশী আসে।
তো, এটা বলা যায় যে, অবশ্যই কোয়ালিটি ইম্পোর্ট্যান্ট। কারণ কোয়ালিটি না দিলে আপনি র‍্যাংক করতে পারবেন না, আর র‍্যাংক করতে না পারলে কোয়ান্টিটি কোন কাজেই আসবে না।
প্রশ্ন ৪- একই ল্যাপটপে কি দুইটা এডসেন্স চালাতে পারবো?
উত্তর – আপনি যদি একই সাথে একই ল্যাপটপে দুইটা এডসেন্স চালাতে চান, সেক্ষেত্রে সমস্যা হতেই পারে। আর এটা ইলিগ্যাল ও, কারণ একটা এডসেন্স দিয়েই আপনি আপনার সব কাজ করতে পারবেন।
বাট সমস্যা যদি এমন হয়, আপনার আগে এডসেন্স ছিলো ওইটা বাদ দিয়ে নতুন করে আরেকটা চালাবেন তাহলে নিঃসন্দেহে চালাতে পারেন।
প্রশ্ন ৫- বাংলা সাইটে কি এডসেন্স পাওয়া যায়?
উত্তর - জি অবশ্যই পাওয়া যায়। আমি নিজে এখন ও বাংলা সাইট নিয়ে কাজ করি নি, কিন্তু আমার পরিচিত অনেকেই বাংলা সাইটে এডসেন্স পেয়েছে।
প্রশ্ন ৬- সাইটে এড বসানোর জন্য প্লাগিন ব্যবহার করা যাবে? কোনটা?
উত্তর - এডসেন্সের অফিসিয়াল প্লাগিন এডসেন্স অফ করে দিয়েছে, অন্য প্লাগিন ইউজ করে ও এড বসানো যায় কিন্তু এটা মোটে ও ভালো প্র্যাকটিস না। সো, প্লাগিন ইউজ থেকে বিরত থাকুন, অতিরিক্ত প্লাগিন আপনার সাইটকে স্লো করে ফেলতে পারে।
প্রশ্ন ৭- অন পেজ এস ই ও নাকি অফ পেজ এস ই ও কোনটা সবচেয়ে বেশী গুরুত্বপুর্ন?
উত্তর – দুইটাই সমান ভাবে দরকারি, কিন্তু বর্তমান সময়ে আর ব্লগের নানা অবস্থা বিবেচনায় আমি মনে করি অন পেজ এস ই ও টা একটু বেশিই দরকারি।
প্রশ্ন ৮ – আপনি আপনার সাইটে ট্রাফিক ড্রাইভ করেন কীভাবে?
উত্তর – আমি আমার সাইটে ট্রাফিক ড্রাইভ করি অর্গানিক, গুগল থেকে গুগলের পরেই সবচেয়ে বড় ট্রাফিক সোর্স হচ্ছে কোরা এবং রেডিট।
প্রশ্ন ৯ – ব্লগস্পট এ কাজ করে কি সফলতা পাওয়া যাবে?
উত্তর – এটা থেকে বিরত থাকার জন্য ব্যক্তিগতভাবে সাজেশন দিচ্ছি, দূরে থাকুন।
শুধু শুধু সময় নষ্ট করবেন না।
প্রশ্ন ১০ – র‍্যাংক করার জন্য সবচেয়ে পাওয়ারফুল ব্যাকলিংক কোনটা?
উত্তর – বেশী ভিজিটর ওয়ালা সাইটে যদি গেস্ট টিউন করতে পারেন আর ওই সাইটের অন্যান্য ম্যাট্রিক্স যদি ভালো থাকে তাহলে ওই ব্যাকলিংকই বেশী ভালো লাগে।
সবাই প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্ন থেকেই পরের কন্টেন্ট লিখব, ধন্যবাদ।

Level New

আমি ব্লগার সফর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ফুলটাইম ব্লগার এবং অ্যাফিলিয়েট মার্কেটার। পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার হলে ও এটাই এখন আমার মুল পরিচয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর লিখেছেন ভাই।

আশা করি নিচের লিংকটাও সবার উপকারে আসবে।
http://twineer.com/A9YP