
আস্সালামু আলাইকুম,
(বিঃ দ্রঃ আমার টিউনটি অনলাইনে যারা নতুন তাদের জন্য)
আজ আমার টিউন এর (২য় পর্ব)
হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই। আগের টিউনে আমি বলেছিলাম ৫টি বিষয় আমি আপনাদের ধারণা দেব, একটু দেরি হয়ে গেল সেজন্য দুঃখিত।
আগের ৫টি বিষয়ঃ
১. কিভাবে বিটকয়েন ওয়ালেট তৈরি করবেন।
২. কিভাবে ফ্রী বিটকয়েন আর্ন করবেন।
৩. কিভাবে বিটকয়েন মাইনিং করবেন।
৪. কিভাবে Bittrex এবং Poloniex এ ট্রেড করবেন।
৫. কিভাবে বিটকয়েন বাংলাদেশী টাকায় কনর্ভাট করবেন।
১. কিভাবে বিটকয়েন ওয়ালেট তৈরি করবেন।
প্রথমে এই লিংকে যান তারপর আপনার ইমেইল এড্রেস পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন এরপর আপনার জিমেইল থেকে একাউন্টটি ভেরিফাই করুন।
সাইন আপ করতে সমস্যা হলে নিচের স্টেপ অনুসরণ করুন।


হয়ে গেল আপনার বিটকয়েন ওয়ালেট একাউন্ট! এবার লগিন করার পর নিচের স্টেপ অনুসরণ করলেই আপনার বিটকয়েন ওয়ালেট এড্রেস পেয়ে যাবেন।





২. কিভাবে ফ্রী বিটকয়েন আর্ন করবেন।
এই লিংকে ক্লিক করে সাইন আপ করুন। যদি রেফারেল কোড চায় তাহলে এই কোডটি দিন 903936
এরপর আপনার জিমেইল থেকে একাউন্টটি ভেরিফাই করুন।
সাইন আপ করতে সমস্যা হলে নিচের স্টেপ অনুসরণ করুন।


আজ এ পর্যন্তই বিটকয়েন আর্ন করার আরো অনেক উপায় বাকি রইল একদিনে সবকিছু দিতে পারলাম না বলে দুঃখিত।
শেষকথা: কষ্ট করে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। লেখায় কোন ভুল হলে ক্ষমা করবেন এবং ভুলটি ধরিয়ে দেবেন। আমার টিউন সম্পর্কে ভালো মন্দ টিউমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই হাজির হবো অন্য একদিন অন্য কোন টিউন নিয়ে।
আল্লাহ হাফেজ
আমি আলআমিন মোল্লা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।