PLUTO apps থেকে প্রতি মাসে ভালো পরিমান টাকা ইনকাম করুন (পেমেন্ট প্রুফ সহ)

আসসালামু আলাইকুম  সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন।  আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো  কিভাবে আপনারা প্রতি মাসে Pluto apps থেকে ভালো পরিমান টাকা ইনকাম করতে পারবেন। তার আগে কিছু কথা বলে নেই  অনলাইন ইনকাম নিয়ে।

 

বর্তমান সময়ে অনলাইনে উপার্জন একটি আলোচিত বিষয়।অনেকেই অনলাইনে উপার্জনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায় কিন্তু সঠিক ধারনা না থাকার কারনে অনেকেই এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে চাকুরীজীবী,গৃহিণী, স্টুডেন্ট যারা তাদের চাকরী,সাংসারিক কাজকর্ম বা পড়াশোনার পাশাপাশি অনলাইনে উপার্জনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায় কিন্তু সঠিক উপার্জনের দিকনির্দেশনা্র অভাব এবং পর্যাপ্ত পরিমান সময় দিতে হয় এই ভয়ের কারনে অনলাইনে উপার্জন থেকে পিছিয়ে পড়ছে। তাই আজ আমি আপনাদের এমন একটা আপ্পস এর সাথে পরিচয় করিয়ে দেব যেখান থেকে অপেক্ষাকৃত অনেক সহজ উপায়ে কম সময় দিয়ে মাস শেষে ভাল পরিমান টাকা আয় করতে পারবেন। আপ্পসটির নাম হল Pluto।তো চলুন আপসটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

Pluto একটি নেটওয়ার্ক মার্কেটিং আপ্পস যা গত আগস্ট মাসে ইন্ডিয়তে অফিসিয়ালি লঞ্চ হয়। এই আপসটি অনেকটা Champcash  এর মত কিন্তু এইখানে আপনি Champcash এর  চেয়েও কাজ করে অনেক সুবিধা পাবেন।তা বিস্তারিত আমি নিচে ব্যখ্যা করছি।

 

এই আপ্পসের সুবিধাসমুহঃ

১। আপনারা জানেন অন্যান্য আপ্পস থেকে ইনকাম করার জন্য আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে,কখন অফার আসবে তার জন্য অপেক্ষা করতে হয় যা অনেকের পক্ষে সম্ভব হয় না।কিন্তু এই আপ্পস এ আপনাকে কোন প্রকার ভিপিএন ব্যবহার করতে হবে না,আবার অফারের জন্য সারাদিন অনালাইনে অপেক্ষা করতে হবে।আপনি আপনার সুবিধামত দিনে ১ ঘনটা সময় দিলেই হবে।

২। সাপ্তাহিক পেমেন্ট।

৩। মাত্র ৩০০ টাকা হলেই আপনি টাকা উঠাতে পারবেন।

৪। ১০ লেভেল পর্যন্ত রেফারেল কমিশন।প্রত্যেক লেভেলে ১০% করে।

 

এই আপ্পসে যেভাবে রেজিস্ট্রেশান করবেনঃ

  •  প্রথমে গুগল প্লে ষ্টোর থেকে pluto apps ডাউনলোড করে নিন
  •  প্রথমে আপনার নাম দিবেন
  •  আপনার দেশ সিলেক্ট করুন।
  • এরপর মোবাইল নাম্বার অপশন এ শুন্য ছাড়া  আপনার নাম্বারের বাকি দশটি ডিজিট বসাবেন।
  •  আপনার একটি বৈধ ইমেইল দিন যা আপনার মোবাইল নাম্বার দিয়া ভেরিফাই করা।
  •  একটি পাসওয়ার্ড দিন।
  •  রেফার কোড এর অপশন এ এই কোডটি বসান JZ04EG . বা আপনি যার মাধ্যমে  এই আপ্পস এ জয়েন হবেন তার রেফার কোড বসাবেন
  • এরপর রেজিস্ট্রেশান সম্পন্ন হলে আপনার ইমেলেই একটি ৬ ডিজিটের কোড যাবে যাকে oto code বলে।ওইটা কপি করে বসাবেন। কোড ৪-৫ মিনিট সময় লাগতে পারে

 

লগিন করার সময় মোবাইল নাম্বার অপশন এ আগের মত শুন্য ছাড়া  আপনার নাম্বারের বাকি দশটি ডিজিট বসাবেন। যদি কোন কারনে লগিন না হয় তাইলে শূন্য সহ আপনার নাম্বারের বাকি দশটি ডিজিট দিয়ে চেষ্টা করবেন।

 

যেভাবে এই আপ্পসটিতে কাজ করবেনঃ

১। লগিন করার পর আপনার ড্যাশবোর্ড এ বেশ কিছু আপ্পস দেখতে পাবেন।ঐ গুলো ইন্সটল করে আপনার মোবাইল এ রাখবেন।ওর মদ্ধে কায আছে।আপ্পস লিঙ্ক গুলো আমার ভিডিও টিউটোরিয়াল এর description box এ চেক করুন বা আমাকে ফেসবুকে নক দিতে পারেন। বা ইচ্ছা করলে অই আপ্পস গুলোর নাম দিএ গুগল প্লে ষ্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন

২। প্রত্যেকটা আপ্পস এর মধ্যে তিন প্রকারের কাজ থাকে।

C=Click.আপনি একটা ক্লিক করলে দুই ইন্ডিয়ান রুপি পাবেন।ক্লিক অপশন এখনো চালু হয়নি।তবে কিছুদিনের মধ্যে হবে

I=Impression.অ্যাড ভিউ করা।একটা অ্যাড ভিউ করলে বিশ পয়সা। প্রত্যেক অ্যাপ এ ছয়টা করে অ্যাড থাকে। আপনাকে ৭0 সেকেন্ড সময় দিতে হবে প্রত্যেকটা অ্যাড ভিউ এর জন্য।

D=Downloading . প্রত্যেকটা ডাউনলোড এর জন্য পাবেন তিন ইন্ডিয়ান রুপি।

আর কাজ কিভাবে করবেন তার টিউটোরিয়াল নিচে দিলাম বা আপনি ইউটিউব এ অনেক বাংলা টিউটোরিয়াল পাবেন Pluto apps এর .

টিউটোরিয়াল লিঙ্ক

 

পেমেন্ট মেথডঃ Bitcoin,Paytm. কম্পানি কথা দিয়েছে October মাসের মধ্যে বাংলাদেশের জন্য পেমেন্ট মেথড বিকাশ/ রকেট চালু করা হবে। নিচে আমার পেমেন্ট প্রুফের স্ক্রিনশট দিলেম।আশা করি আপনাদের পেমেন্ট নিয়ে কোন সন্দেহ থাকবে না।

 

        

 

পরিশেষে আমার লেখায় কোন ভুল হলে আমাকে অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন। আর কোন কিছু না বুঝলে টিউমেন্ট করুন বা আমাকে ফেসবুকে ইনবক্স করুন

ফেসবুকে আমি

Level 0

আমি নিলয় হাসান আশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস