
আস্সালামু আলাইকুম,
(বিঃ দ্রঃ আমার টিউনটি অনলাইনে যারা নতুন তাদের জন্য)
আজ আমার টিউন এর (১ম পর্ব)
বন্ধুরা আপনাদের যাদের চোঁখ আমার লেখাতে পড়েছে, ২ মিনিট ব্যয় করে আমার লেখাটা পড়বেন। টেকটিউনসে এটাই আমার প্রথম টিউন। প্রথমে এসে কতগুলো টিউনস পড়েছি কয়েকটা টিউনস পড়ে অবাক লেগেছে ! “মানুষ মানুষকে এতো ভালোভাবে ভুল ইনফরমেশন দেয় কি করে ?” যাক কারো সমালোচনায় যাচ্ছি না শুধু এতটুকু বলবো মানুষ হিসেবে মানুষের কল্যান কামনা করা এবং সু-পরামর্শ দেয়াই মানুষের কাজ।
কোন রোবট, কোন স্ক্রিপ্ট, কোন সফট্ওয়্যার আপনার কাজ করে দিবে আর আপনি বিছানায় শুয়ে আঙ্গুর ফল খাবেন !! এ ধরণের কোন কাজের কথা আমার জানা নাই। একমাত্র কঠোর পরিশ্রমই সফলতার সূচনা।
নতুন করে বিটকয়েনের পরিচয় দেয়ার দরকার আছে বলে মনে হয় না, কারণ বিটকয়েন আপনারা অনেকেই ভালোভাবে চিনেন যারা একেবারেই চিনেন না তাদের জন্য সংক্ষেপে একটু আলোচনা করি- বিটকয়েন একটি ডিজিটাল ভার্চুয়াল ডিসেন্ট্রালাইজ কারেন্সি। বিটকয়েন টাকা বা পয়সার মতো হাতে ধরা যায় না। এটা অনলাইনে নির্দিষ্ট ওয়ালেটেই সিমাবদ্ধ থাকে। বিটকয়েন কে কোন রাষ্ট্র বা কোন সরকার নিয়ন্ত্রন করে না। কার কাছে কত বিটকয়েন আছে এবং কে কার সাথে কত বিটকয়েন লেনদেন করছে এটার হিসাবও কারো কাছে থাকে না। Block chain নামক সফটওয়্যার বিটকয়েন এর সম্পূর্ণ হিসাব নিয়ন্ত্রন করে। Block chain একটি ওপেন সোর্স সফটওয়্যার, এটি যে কেউ তার কম্পিউটারে Install করে ব্যবহার করতে পারে। আর বিটকয়েন হ্যাক হওয়া সম্ভব না বললেই চলে, কারণ বিটকয়েন যদি হ্যাক করতে হয় তাহলে হ্যাকারদেরকে সারা পৃথিবীতে যতো কম্পিউটার বিটকয়েন লেনদেন এর সাথে জড়িত সব কম্পিউটার একসাথে হ্যাক করতে হবে। যেটা করা অসম্ভব ই বলা চলে। সুতরাং বিটকয়েন অনেক নিরাপদ এবং মূল্যবান, তাই দিন দিন এর মূল্য বৃদ্ধি পাচ্ছে।
বন্ধুরা ফ্রী তে কিভাবে প্রতি মাসে $200-$400 বিটকয়েন আর্ন করবেন তার সম্পূর্ণ বাস্তব গাইডলাইন আমি আপনাদেরকে দিব। আমার পরিকল্পনা অনুযায়ী ২ মাস সময় দিবেন ১ম মাসে $50-$100, ২য় মাসে $100-$200 ৩য় মাস থেকে $300-$400 পরিমাণ বিটকয়েন প্রতি মাসে আর্ন করতে পারবেন ইনশাআল্লাহ। আর এই কাজ আমি সম্পূর্ণ ফ্রী তে শিখাবো। আমার কাছে কি কি শিখতে পারবেন-
১. কিভাবে বিটকয়েন ওয়ালেট তৈরি করবেন।
২. কিভাবে ফ্রী বিটকয়েন আর্ন করবেন।
৩. কিভাবে বিটকয়েন মাইনিং করবেন।
৪. কিভাবে Bittrex এবং Poloniex এ ট্রেড করবেন।
৫. কিভাবে বিটকয়েন বাংলাদেশী টাকায় কনর্ভাট করবেন।
শেষকথা: কষ্ট করে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ। লেখায় কোন ভুল হলে ক্ষমা করবেন এবং ভুলটি ধরিয়ে দেবেন। আমার টিউন সম্পর্কে ভালো মন্দ টিউমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই হাজির হবো অন্য একদিন অন্য কোন টিউন নিয়ে।
আল্লাহ হাফেজ
আমি আলআমিন মোল্লা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় আলআমিন মোল্লা,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।