
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।
আপনারা সকলেই অবশ্যই PTC সাইট থেকে উপার্জন করার কথা শুনেছেন, অনেকে আবার কাজও করেছেন।
বাংলাদেশে একটি PTC ভালো সাইট এসেছে, যেখান থেকে স্বল্প পুঁজি খাটিয়ে আপনারা উপার্জন করতে পারবেন।
সবার প্রথমে আপনার যে বিষয় গুলো জানা দরকার সেগুলো নিচে লিখা হলো।
PTC আয়ের অন্যতম সহজ মাধ্যম। আনেকেই আছে যারা PTC কে অনেক ছোট ও নিম্নমানের কাজ মনে করে। এই ধারণা একেবারেই ভুল। প্রথম একমাস-দুই মাস PTC site গুলো থেকে আয় আসলেই অনেক কম হয়।আর এই কম আয় দেখে 98% মানুষ PTC থেকে দূরে চলে যায়।PTC কে অবহেলা মনে করে।তারা ভুলে যায় অনলাইনে আয় করতে হলে আপনি যে কাজই করেন না কেনো আপনাকে ধৈর্য ধরতে হবে।ধৈর্য ছাড়া অনলাইনে আয় করে কেউ সফল হয়নি।অনলাইন এমন কোন যায়গা না যেখানে আপনি এক রাতে লাখপতি হয়ে যাবেন।PTC site গুলোতে কাজ করে দিনে ১-১৫০$ আয় করে এরকম অনেকেই আছেন।যেহেতু তারা পেরেছেন সেহেতু আপনিও পারবেন।শুধু দরকার মনের প্রবল ইচ্ছা।
PTC (পিটিসি) কি এবং কিভাবে আয় করা সম্ভব?
PTC এর পুর্ন মিনিং হচ্ছে “Paid To Click” অর্থাৎ বিভিন্ন বিজ্ঞাপন দাতারা যাদের বিজ্ঞাপনের বাজেট কম তারা তুলনামুলক কম মুল্যে পিটিসি সাইটে এড দেয় কিন্তু সেই এড দেখবে কে? তাই আমার আপনার মত লোকজন সেই এড গুলো দেখি এবং এই এড গুলো দেখার বিনিময়ে পিটিসি সাইট গুলো আমাদের নির্দিস্ট অর্থ প্রদান করে। আপনাকে সাইট গুলো প্রতিদিন একটি নির্দিস্ট পরিমান এড দিবে এবং আপনি সেই এড গুলো দেখবেন এবং প্রতি এড দেখার বিনিময়ে আপনাকে সর্বোচ্চ ১সেন্ট পর্যন্ত পে করবে (ফ্রি মেম্বারশিপের ক্ষেত্রে)। এছাড়া আপনার রেফারেলে কেউ যদি ওই সাইটে রেজিস্ট্রেশন করে, তবে তাদের দেখা প্রতি এডের বিনিময়ে আপনি পাবেন সর্বোচ্চ ০.৫ সেন্ট করে (ফ্রি মেম্বারশিপের ক্ষেত্রে)। আপনি ভালো সাইট গুলো থেকে গড়ে রেফারেল ছাড়া দৈনিক ৩-৫ সেন্ট আয় করতে পারবেন।
আমরা একটি সাইটটি নিয়ে কাজ শুরু করেছি এবং খুব ভালো ফিডব্যাক পাচ্ছি। খুব শিঘ্রই আপনাদের সাথে ভিডিও টিউটোরিয়াল সহ উপস্থিত হবো।
সবাই দোয়া করবেন।
আমি বিজয় সৌরভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলাদেশী PTC সাইট মানে ভূয়া।