
যারা Freelancing কতে আগ্রহী তাদের জন্য আমার এই পোষ্ঠ
“Freelancing = মুক্তপেশা”
freelancing এর অর্থ হল মুক্তপেশা। এই পেশা মূলত online বিষয়ক বিভিন্ন কাজ হয়ে থাকে যেমন:- Programming, Website design & development, Graphic Design, SEO, IT/ICT support, online project manager, data entry etc. (those are top).
freelancing যারা করে তাদের freelancer বলা হয়। যদি কেউ Web Design এর কাজ freelancing করে তবে তাকে Freelancer in Web design বলা হয়ে থাকে। online এ freelancing মূলতো তিনটি ধাপে হয়ে থাকে:-
client<=>marketplace<=>freelancer
1>যে কাজ দিবে = Client
2>যেখান থেকে কাজ পাবেন(মাধ্যম) = Market Place
3>যে কাজ করবে = Freelancer
সবমিলিয়ে Online Freelancing.
আপনি যদি কাজ করেন তাহলে সেটা হবে freelancing। আর আপনি যদি কাজ করান(কাজ দিয়ে থাকেন) তখন সেটা outsourcing
Client কাজ দেয় এবং উপযুক্ত worker কাজ পেতে আপবেদন করে Market Place এ কাজটি client থেকে পাওয়ার পর Freelancer কাজ করে দেয় Client এর প্রয়োজন অনুযায়ী (তবে কিছু কিছু market place এ freelancer কাজ অফার করে রাখে আর client সেই অফার থেকে তার(client) যে কাজ করানো দরকার তা করিয়ে থাকে)। freelacner কি কিভাবে করতে হয় সে বিষয়ে আরো বলবো যদি এই পোষ্ঠাথেকে আপনাদের মতামত পাই।
অনেকে অনেকের কাজ থেকে শুনে থাকে বা অনেকে বলে থাকে Freelancing করলেই শুধু টাকা আর টাকা(লে $ লে) আর দৗড়াতে থাকে বড় বড় ফালতু মার্কা ট্রেনিং সেন্টারে আসে আসে ৩ মাসে freelancing থেকে আয়, আয় না হলে টাকা ফেরত!!!!!!!
freelancing করে অনেক টাকা আয় করে যায় তবে তার জন্য অনেক দক্ষ হতে হয় তা হক DataEntry অথবা Programming। দক্ষতা হল freelancing এর প্রোডাক্ট। আর short course হল freelancing হতাশা। আপনি অনেক দক্ষ হলে client আপনাকে খুজে নিবে client কে আপনার খুজতে হবে না। আপনি যদি মনে করে থাকে যে কোর্স
করবেন আর ডলার(টাকা) গুনবেন তাহলে কোর্স শেষে আপনি শুধু হতাশা নিয়ে বাড়ী ফিরবেন ডলার(টাকা) নয় যা আপনার Career গড়বে freelancer হিসেবে।
আপনি কাজে অনেক দক্ষ কিন্তু কিভাবে Freelancing করতে হয় সে বিষয়ে হয়তো আপনার ভাল ধারনা নিতে হতে পারে কিভাবে মার্কেট পেলেস কাজ করে, ক্তলা্বইট কিভাবে মেনেজ করতে হয়, কিভাবে কাজ জমা দিতে হয়, কিভাবে আয় করা ডলার/টাকা উঠাতে হয় ইত্যাদি। তবে তার জন্য Short কোর্স না নিয়েও আপনি উপরোক্ত বিষয় জানতে পারবেন বিভিন্ন Online রিসোর্চ থেকে যা থেকে আপনি মাত্র কয়েক দিনেই এই বিষয় গুলো অনেক ভাল করে শিখতে পারবেন। তাই তাদের থেকে দূরে থাকা ভাল যারা টাকা আয়ের অফার করে দক্ষত করা নয়। দক্ষতা বাড়াতে দক্ষ ব্যক্তি কাজে জান। Short Course নয় আপনার ধরকার দক্ষতা। কোন Short Course আপনাকে সফল করবে না তবে আপনি হয়তো ধারনা পাবে যা সময় দিয়ে বেশি বেশি পেক্টিস করে আপনি দক্ষ হতে পারে। Short Course দিয়ে কখনউ বড়লো হওয়া যায় না। আপনি মোটামোটি জানে আর freelancing এ আগ্রহী তখন আপনাকে মাথায় রাখতে হবে কিভাবে আপনি দক্ষ হবেন। দক্ষতা ছাড়া এই লাইনে না আসাই ভাল। আপনার দক্ষতা বাড়াতে অন্তত ১-২ বছর সময় নিন। এবং আপনার নিজের একটা ভাল ওয়েবসাইট বানান যাতে আপনি Client কে আপনি কাজে দক্ষ সেটা ওয়েসাইট দেখেই client বুঝতে পারবে।
SSC পাশের পর থেকে মনে মনে চিন্তা করলেন freelaning করলে তো টাকাই টাকা আর তাই কিছু ধারনা নিয়ে শুরু করে দেই freelancing? আর তাই একটা short কোর্স নিয়ে client খুজতে মার্কেটে নেমে শুরু করলে দিলেন কাজ খুজা আর যখন কিছু দিন চেষ্ঠা করার পর কোন কাজ পাননা তখন মনে মনে বলতে থাকবেন ফালতু একটা বিষয়।
freelancing করবেন তখন আমি বলব কিকি বিষয়ে freelancing করলে ভাল আয় করা যায় তা জেনে লেগে পড়ু সেই বিষয়ে নিজের দক্ষতা বিশ্বেরা মানে করতে। আপনি মোটামোটি দক্ষ হলে হয়তো একদিন $(টাকা) এর দেখা পাবেন তাবে সেটা শুধু আপনার ইন্টারনেট বিল আর কিছু টুকিটাকি খরচে টাকা আসবে। বড়বড় বাড়ী, হোন্ডার, মোবাইল সব মিলিয়ে সচ্ছলতা আনতে আগে দক্ষ হয়ে market place আসতে হবে।
hostihub.com domain and hosting for freelancer portfolio.
আমাদের ফেসবোক: http://www.facebook.com/hostihub
দ্বিতীয় পর্ব খুব শীগ্রই দেয়া হবে আপনাদের মতামত এর ভিত্তিতে
আমি aidmahbub। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এসব আর্টিকেল গুলা আমাদের মত নতুনদের জন্য অনেক দরকারি । ধন্যবাদ । ফ্রিল্যান্সিং নিয়ে আমার টুকরো লেখা ফ্রিল্যান্সিং কি?