টি-শার্ট ডিজাইন করে ইনকাম করুন – পর্ব ৩

প্রথম পর্ব

দ্বিতীয় পর্ব

আজকে আমরা দেখবো কিভাবে আইডিয়া নেয়া যায়।

  1. কেমন ডিজাইন সেল হয় বেশি হয় ?

  2. অন্নের ডিজাইন কপি করতে পারবো ?

  3. কিভাবে ডিজাইন আইডিয়া খুজে পাবো ?

  4. কিভাবে ভালো ডিজাইন আইডি পাবেন ?

কেমন ডিজাইন সেল হয় বেশি হয় ?

যেহেতু আমরা ইউ এস এ এবং ইউরুপে সেল করবো,

সেহেতু আমাদের ইউএস এবং ইউরুপ এর মার্কেট খেয়াল রাখতে হবে,

তারা কেমন টি-শার্ট পরতে পছন্দ করে,

বিভিন্ন অনুষ্ঠানে তারা কেমন টি-শার্ট পরে,

এগুলা সম্পর্কে আইডিয়া নিতে হবে,

যেমন মনে করুন আমাদের দেশ এ যখন ধর্মীও অনুস্থান হয়,

তখন আমরা অনেক শপিং করি,

সেরকম ইউ এ স এ এবং ইউরুপেও হয়,

অদের ধর্মীও অনুষ্ঠানে ওরা অনেক শপিং করে,

আর হে ওরা একে অন্যকে গিফট দেয় বেশি,

সো কখন কি টাইপ অনুষ্ঠান হচ্ছে সেটার দিকে খেয়াল রেখে,

নিজের নিস রিলেটেড ডিজাইন করলেই ভালো সেল হবে।

অন্নের ডিজাইন কপি করতে পারবো ?

অন্নের ডিজাইন কপি করা যাবেনা,

তবে সিমিলার ট্রাই করতে পারেন, (অন্য সাইট থেকে)

তবে ১০০% ডিজাইন মিলে গেলে সুদু মাত্র সেই ডিজাইন তা ডিলেট করে দিবে টিস্প্রিং,

অথবা নিজেই তৈরি করতে পারেন নিউ ডিজাইন,

আমি সিমিলার ডিজাইন করেও অনেক সেল পাইছি,

আশা করছি ইতি মধ্যে আমার ইউটিউব চ্যানেল এ সব দেখে ফেলছেন।

 

কিভাবে ডিজাইন আইডিয়া খুজে পাবো ?

এখন আপনাদের কে দেখাবো কিভাবে নিজের নিস রিলেটেড ডিজাইন খুজে পান,

কিছু সাইট এর সাথে পরিচয় করিয়ে দিবো,

teespring.com/trend

এখানে সব চেয়ে বেশি সেল হচ্ছে এমন সব ডিজাইন দেয়া আছে,

আপনি চাইলে এখান থেকে নিজের নিস অনুযায়ী আইডিয়া নিতে পারেন,

এবং এর সিমিলার ডিজাইন ও করতে পারেন,

তবে ১০০% ডিজাইন মিলে গেলে সুদু মাত্র সেই ডিজাইন তা ডিলেট করে দিবে টিস্প্রিং,

নিজের নিস রিলেটেড ডিজাইন খুজে না পেলে সার্চ করুন টিস্প্রিং সার্চ বক্স এ।

 

ঠিক এরকম ভাবে নিচের সাইট গুলা থেকে ডিজাইন আইডিয়া নিতে পারেন।

কিভাবে ভালো ডিজাইন আইডি পাবেন ঃ

  1. teescover.com/teesearch.php
  2. teeview.phatograph.com
  3. Wanelo.com
  4. Etsy.com
  5. Amazon.com
  6. Ebay.com
  7. Google.com

 

আশা করি ডিজাইন আইডিয়া বুজে গেছেন,

এর পরেও না বুজলে টিউমেন্ট করবেন,

আগামি পর্বে দেখবো কিভাবে ডিজাইন করা যায়।

 

কিভাবে অ্যাকাউন্ট করবেন প্রথম পর্ব দেখুন।

 

ফেসবুক এ আমি ঃ আবদুল হান্নান

Teespring সম্পর্কে কোন প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের গ্রপ এ,

গ্রপ লিঙ্ক ঃ Bangladesh Digital Marketers

Teespring এর বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে,

ক্লিক করুন এখানে ঃ Bangladesh Digital Marketers

ধন্যবাদ সবাই ভালো থাকবেন।

আল্লাহ্‌ হাফেজ।

Level 0

আমি আবদুল হান্নান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি সব সময় চেষ্টা করি ভাল কিছু শিখার এবং সেটা সবার মাজে ছরিয়ে দেয়ার , আমি মরার আগ পর্যন্ত এই কাজ অব্যাহত থাকবে , আমার জন্য সবাই দোয়া করবেন প্লীজ ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মোবাইল দিয়ে কি এই কাজ করা সম্ভব

Level New

t-shirt design korar jonno kon software ti sobcheye valo? sob rokom design korar jonno photoshop naki illustrator valo hobe?? jody bolten valo hoy, bohu manus ase sudu taka income er rasta dakhai kintu ja ami korbo seta nia keu lekhe na, apni kosto kore 3 ta post dilen kintu akbaro bolen ni je t shirt design korte ki ki lagbe, amar mone hoy sobai confused esob bisoye, opore ak vai comment koresen mobile dia hobe kina, apni jody requirment gulo bole diten and design korte olpo kisu tips diten tobe uni mobile er kotha bolten na karon akta dharona peten je ki ki korte hobe ki sikte hobe,sudu market dekhiye lav nai jody mal utpadon na korte pari.

    আপনার মনে হয় বুজতে অনেক সমস্যা হয় , আর আপনি মনে হয় অনলাইনে নতুন ,
    যাই হোক আমার ভিডিও গুলি দেখেন তাইলে সব কিলিয়ার হয়ে যাবে আর আপনার প্রশ্নের উত্তর ও পেয়ে যাবেন । পোস্ট এর মধ্যে চ্যানেল এর লিংক দেয়া আছে ।

Level New

prothomei sikar kore loi vai ami tamon kisu parina,boka typer kintu online e notun noi, 2012 theke online e asi, r ha video, vai sotti kotha bolte ki janen ami video link e jai na, olpo net video te gelei sob ses, student manus, baba gorib, besi net kinte parina, amar moto bohu manus ase vai iccha thake upai thakena, jara succes hoy tarai bole iccha thakle sob hoy, barthotatr golpo keu sonena

Level New

dekhlam video, apni amader sekhate post disen naki utub e click pete post disen? kosto kore ato boro post likhlen r amar prosner du lin er ans ta dite parlen na? video te bojhar tamon kisu nai, amar prosno silo kon soft dia sobcheye valo design kora jai,akline er ans, tar jonno sob video dekhe khujte hobe?? dhonnobad vai dorkar nai

    যে আপনি নেট এর জন্য ভিডিও দেখতে পারছেন না ,
    আপনার ধাঁরা কাজ করা সম্বব না ,
    আর আমার ভিডিও দেখে অনেক মানুষ ইনকাম করছে আর আপনি বলছেন ভিডিও তে শিখার মতো কিছু নাই ?
    আসলে আপনদের মতো মানুষের জন্য আমরা একা একাই কাজ করি ।

    আসরে আপনি যে টা জানতে চাচ্ছেন সেটা ও ঠিক, আবার উনি যে টিউনটা করেছে সেটা ও ঠিক, সমস্য হচ্চে আপনি আসলে জিনিষটা বুঝতে পারেন নি,
    আপনি জানতে চচ্ছেন ডিজাইনের সফটওয়ারের কথা, এখানে যে টিউনটি করেছে সেটায় সফটওয়ার ব্যবহার করলেও পারেন আবার টিস্পিরিং এর ডিফল্ট দিয়ে ও করতে পারেন।
    ডিজাইনের জন্য আপনি photoshop illustrator or photoshop cs6 ব্যবহার করতে পারেন।

Level New

dhonnobad