Micro workers সাইটের মত আরো দুটি Pre-Frelance সাইটের সাথে পরিচিত হোন! যেখানে ছোট ছোট কাজের মাধ্যমে ডলার আর্ন করা যাবে!! ইন্টারনেট আয়ের পাঠশালা, পর্ব -০২

السلام عليكم আসসালামু আলাইকুম।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সাইটের সবাইকে সালাম ও শুভেচ্ছা।আশা করি সবাই এক প্রকার কুশলেই আছেন। আজকের প্রকাশিত ১ম টিউনে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম ছোটখাট প্রি ধাচের ফ্রিল্যান্স সাইট Micro workers এর সাথে। টিউটোরিয়াল পড়ে অনেকেই সাইট সম্পর্কে সম্যক ধারনা পেয়েছেন। তথাপি ফেসবুকে আমাকে অনেকেই অভিযোগ করেছেন এমনিতেই Micro workers সাইটে একাউন্ট ভেরিফাই ও ক্রিয়েট করাটা বেশ ঝামেলার। তথাপি এখানে আগের মত সচারচার কাজ পেতে বেশ কিছুটা বেগ পেতে হয় মূলত যারা নতুন ইউজার। তাই Micro workers এর মত আরো কিছু Pr-Freelance ধাচের সাইট আছে কি!

মূলত তাদের জন্যই আজকের এই টিউন। সত্যিকার অর্থে ছোটখাট কাজের দিক দিয়ে Micro workers সাইটই শেষ্ঠ। তথাপি নেটে সার্চ করলে এরুপ বেশ কিছু সাইট পাওয়া যাবে যেগুলো রেপুটেশন খুব ভাল নই তথাপি স্ক্যাম ধাচের। তাই বিভিন্ন ইংরাজী ব্লগ সাইটের রিভিউ নিয়ে আরো দুটি সাইট পাইলাম যেগুলোর কাজ হবুহু Micro workers ধাচের। এবং একাউন্ট ক্রিয়েট ও ভেরিফাই করতে তেমন সমস্যা নাই। নিম্নে সাইট দুটির রিভিউ পেশ করছি-

Micro Earners

সাইটটি একেবারেই নতুন। ২০১৫ সনের দিকে চালু হয়েছে। তথাপি নতুন হলেও ভাল রেপুটেশন করতে পেরেছে। প্রায় ৩২৪১ জন রেজিঃ ইউজার, ৩৭৪ ডলার মত পে করেছে। এখানে Micro workers সাইটের মতই অনেক ছোট ছোট কাজ পাওয়া যায়। যেমন ফেসবুক লাইক, ফোরম, গুগল প্লাস লাইক, ব্লগ টিউমেন্ট করা ইত্যাদি।

কাজের রেট প্রায় ০.০২ ডলার হতে সর্বোচ্চ ২.০০ ডলার। তাছাড়া এই সাইটের নতুন সংযোজন বিষয় হচ্ছে আপনার প্রস্তুততকৃত কাজ কিংবা প্রজেক্ট এখানে সেল করতে পারবেন। সুতরাং Workers, Employers, Sellers অপশন পাবেন। একাউন্টে মাত্র ৮ ডলার হলেই পেজা/পেপালে উইথড্র করা যাবে। তবে সত্যিকার অর্থে সাইটে এখনো অনেক কম কাজ পাওয়া যায়।

  • কাজ/জবস্ টাস্ক চিত্র নিম্নরুপ

কিভাবে একাউন্ট ওপেন করবেন?

  • মাইক্রো আর্নাস সাইটে একাউন্ট ওপেন করতে ক্লিক করুন এখানে
  • নিম্নরুপ চিত্র অনুযায়ী তথ্য ফিলআপ করবেন যেমনঃ পূর্ণ নাম, পাসওয়ার্ড, ইমেইল, কান্ট্রি হিসাবে বাংলাদেশ, ক্যাপচা পূরন শেষ করে সাইনআপ বাটনে ক্লিক করলেই হবে। পরিশেষে ইমেইল চেক করুন> লিংক ভেরিফাই করুন এবং লগইন করুন।

Mini Jobz

সাইটটির ইন্টারফেস অসাধারন ও ইউজার বান্ধব। ২০১২ সাল হতে সাইটটি তাদের কার্যক্রম চালাচ্ছে। এখানের কাজের প্রসেস মাইক্রোওয়ার্কাস কিংবা মাইক্রো আর্নাস সাইটের মতই।

এখানে নতুন হিসাবে তুলনামূলক বেশ ভাল কাজ পাওয়া যায়। আরেকটি মজার ব্যাপার হল েই সাইটে একাউন্ট ক্রিয়েট করার সাথেই বোনাস হিসাবে ১ ডলার পাইবেন। সর্বপরি মাত্র ৫ ডলার হলেই পেজা/পেপালে ক্যাশ আউট করতে পারবেন।

কিভাবে একাউন্ট ওপেন করবেন?

  • মাইক্রো জবস্ সাইটে একাউন্ট ওপেন করতে  ক্লিক করুন এখানে
  • নিম্নরুপ চিত্র অনুযায়ী  Register এ-ক্লিক করে তথ্য ফিলআপ করবেন যেমনঃ পূর্ণ নাম, পাসওয়ার্ড, ইমেইল, কান্ট্রি হিসাবে বাংলাদেশ, ক্যাপচা পূরন শেষ করে সাইনআপ বাটনে ক্লিক করলেই হবে। পরিশেষে ইমেইল চেক করুন> লিংক ভেরিফাই করুন এবং লগইন করুন।

পরামর্শ ও নির্দেশনা

  •   একটি কম্পিউটার থেকে একটি একাউন্ট করাটাই ভাল
  •  অযথা একাধিক একাউন্ট ওপেন করবেন না।
  •  একাউন্ট ক্রিয়েট করার সময় সঠিক তথ্য দেবার চেষ্টা করবেন বিশেষত ভোটার আইডি মোতাবেক। কারন-আপনার ঠিকানাতে প্রয়োজন মোতাবেক চিঠি আসতে পারে। তথাপি একাবার তথ্য প্রেরন করলে ২য় বার তথ্য পরিবর্তনের কোন সুযোগ নাই।

শেষ কথা

আলোচনার একদম শেষ পর্যায়ে। বিশেষত যারা ফ্রিল্যান্স সাইটে কাজ করার স্বপ্ন দেখছেন কিংবা আগ্রহ আছে তারা প্রাথমিক হিসাবে micro workers সহ এই সকল সাইটে হাতে খড়ি নিতে পারেন।  তথাপি শুধু অভিজ্ঞতা নই, অল্প কিছু হলেও ডলার আয়ের সুযোগ থাকছে তাতে বা কম কিসের!! সুতরাং যাদের ফ্রিল্যান্স সম্পর্কে সম্যক ধারনা নেবার আগ্রহ আছে তারা প্রি-ফ্রিল্যান্স সাইটে হিসাবে এই সকল সাইট গুলোতে কাজ করে ট্রাই করতে পারেন ও নিজেকে প্রস্ততুত করতে পারেন। তথাপি সাইটগুলো সম্পর্কে কোন অভিমত কিংবা রিভিউ থাকলে টিউমেন্ট করার প্রত্যাশা ব্যক্ত করছি। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকু।-আল্লাহ হাফেয-

  • আমাকে অনুসরন করতে ...

বাংলা ব্লগ | ফেসবুক | গুগল প্লাস  |

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Amazing 3D new Game
অাশা করি সবাই ভাল অাছেন।অাজ নিয়ে অাসলাম একটি MOTOR GP GAME. এই GAME টি মূলত Maltimedia game. এখানে Motor/Car race দুই টি একসাথে খেলা যাবে। game size only 22mb. Game download link http://www.goo.gl/oLWq3E

Reply

Amazing 3D new Game
অাশা করি সবাই ভাল অাছেন।অাজ নিয়ে অাসলাম একটি MOTOR GP GAME. এই GAME টি মূলত Maltimedia game. এখানে Motor/Car race দুই টি একসাথে খেলা যাবে। game size only 22mb. Game download link http://www.goo.gl/oLWq3E