ফ্রিলান্সিং ক্যারিয়ার Part – 1(Learn and earn)

ফ্রিল্রান্সিং কি এবং কেন করবেন ?

বর্তমান যুগে অন্যতম চাহিদা মূলক পেশা হল ফ্রিলান্সিং। দিন দিন তরুণ প্রজন্ম এ পেশার দিকে এগিয়ে যাচ্ছে।বিশ্বে দরবাড়ে ফ্রিলান্সিং এ দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে। তাহলে আপনি কেন বসে থাকবেন। আপনিও শুরু করে দিন স্বপ্নে ফ্রিলান্সিং। ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে আপনাকে অন্য কারো নিচে কাজ করতে হবে না।এখানে আপনিই আপনার বস। আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি আজ করলেন আর ইচ্ছা না হলে করলেন না। এর ধরাবাধা তেমন কোন নিয়ম নেই।তবে এ পেশাতে আসার আগে আপনাকে কোন একটি বিষয়ে দক্ষ হতে হবে এবং আপনাকে ঠিক করতে হবে আপনি কোন বিষয়টি নিয়ে কাজ করবেন যদিও এখানে অনেক ধরনের কাজ পাওয়া যায়। ফ্রিলান্সিং মার্কেটে অনেক কাজ আছে যেমন:-

কি কি শিখতে হবে ?

1.Web Design

2.Web development

3.Graphic design

4.Data Entry

5.social Media Marketing

6.SEO

7.Administrator support8.Android App

8Desktop app...and more.

😎 🙄

যে ভাবে করতে হবে?

আপনাকে যে কোন একটি বেছে নিতে হবে এবং দক্ষ হতে হবে। উপরের উদাহরণ গুলোর মধ্যে আপনি কোনটা বেছে নিবেন সেটা ভাবুন।আপনি যে কজটিই শিখুন না কেন তা অবশ্যই মনোযোগ সহকারে শিখবেন।

 

কারণ এখানে আপনি যদি দক্ষ না হন তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভবনা খুবই কম থাকবে।আপনি যদি কোন কাজে অধিক দক্ষ হয়ে থাকেন তাহলে আশা করি আপনার কাজ পাওয়া খুব কঠিন হবে না।সামনের পর্বে আমরা মার্কেট প্লেস সম্পর্কে জানব।এর আগ পর্যন্ত আপনাদের কাজ হবে ইন্টারন্টে সার্চ করে সবগুলো সাইট গুলো সম্পর্কে স্বচ্ছ ধারনা লাভ করা

 If you wish you can visit my micro blogging site artwaybd

Level 0

আমি কনক পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস