অনলাইনে আয় : ব্রাউসারের এড্রেসবারটি বদলে দিতে পারে আপনার জীবন!!

ব্রাউসারের এড্রেসবারটি বদলে দিতে পারে আপনার জীবন!! অনলাইনে কাজের সফলতা পাবার বড় শর্ত-নিজের একটা ব্রান্ডিং সৃষ্টি করা। আর এই ব্রান্ডিং সৃষ্টি করার কাজে আপনাকে সহায়তা করতে পারে ইন্টারনেটে আপনার নিজের একটা ঠিকানা, যাকে আমরা ওয়েবসাইট বলি।একে ডোমেইন নেইম-ও বলা হয়ে থাকে। ডোমেইন নেইমটি হওয়া উচিত সহজ,আপনার বিষয়বস্তুর সঙ্গে যথেষ্ট সঙ্গতিপূর্ণ এবং সকলের বোধগম্য।আপনার বিষয়বস্তু এবং উদ্দেশ্যে যেন যথেষ্টভাবে প্রতিফলিত হয় আপনার ওয়েবসাইট এর এই নামটুকুর ভেতর। মানসম্পন্ন একটা ওয়েবসাইট তৈরি করতে পারলে,ভিসিটর পাবার জন্য আপনার খুব বেশি পরিশ্রমের প্রয়োজন নেই।কেবল পরিচিতি পাবার সময়টুকু পর্যন্ত ধৈর্য্য ধারণ করতে হবে।এরপর সার্চ ইঞ্জিনগুলোই আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করবে। আর একবার যদি গুগলের নজরে আপনার ওয়েবসাইটটি চলে আসে, অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা তখন আর কোন ব্যাপার-ই না।এই অ্যাডসেন্স থেকেই প্রতি মাসে হাজার ডলার আয় করা সম্ভব। তাই গুরুত্ব দিন একটি সহজ এবং এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরির দিকে। অনেকেই মনে করেন এসইও একটি কঠিন বিষয়। এসইও এর জন্য নিদির্ষ্ট কিছু এসইও টুল, গুগল পেইজ র‌্যাংকের (দেখুন: গুগল পেজ র‌্যাংক) কিছু বিষয়, এসইও টিপস খুব সহজেই আপনার সাইটে ভিজিটর বাড়বে। আর  ভিসিটরদের ব্রাউসারের এড্রেসবারটিতে একবার যদি পাকাপোক্তভাবে জায়গা করে নিতে পারেন, তো আপনার এই সাধারণ জীবনটাই বদলে অসাধারন হয়ে যেতে পারে। আজকের গুগল ডট কম, ফেইসবুক কিছুই না শুধূ অ্যাড্রেসবার এর ই খেলা। তাই ডোমেইন নির্বাচন করুন সহজ এবং মনে রাখার মত। ভালভাবে এসইও করুন আপনার জীবনের পথ অনেকটাই সুনিশ্চিত হয়ে যাবে।

লেখাটি আমার পেইজ আইটি শিক্ষায় প্রথম প্রকাশিত

Level 0

আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একেই বলে টিউন…ধন্নবাদ…তানিয়া লাভ্লী।। আমার মতে একটা সাইট আছে জা আপনি প্রতিদিন সুধু এড দেখে ১৪ডলার ইঙ্কাম করতে পারেন…কথাটা অবাস্তবের মত কিন্তু সত্যি , প্রতি এডের জন্য ২সেন্ট ১০সেন্টে ১ডলার আপনি অনেক এড পাবেন , আমার কথা নিসশাস না হলে এক বার সাইট টিতে গুরে দেখে আসুন…http://www.buxproof.com/?ref=arafinaraf এই হল ঠিকানা…। যেনে শুনে তারপর মন্তব্ব করুন সমসসা নাই…।সবাইকে বলছি ভাল লাগ্লে ১ টা লাইক আশা করি আপনাদের কাছে আমার ফ বি আই ডি https://www.facebook.com/profile.php?id=100008564743584 ভুল হলে ক্ষমা করে বিবেন । আল্লাহ হাফেজ…।

    রাফিন আরা (নিচে লিখলেন ভুল হলে ক্ষমা করবেন) এই ধরণের ফালতু কমেন্ট না করাই ভালো। পাঁচায় তেল মারা চাড়া আর কিছুই না।

sudu refferel iink er chorachori

কি আর করবেন এখন মনে হচ্ছে পিটিসি ছাড়া দুনিয়াতে আর কোন কিছু নাই