কিভাবে ইন্টারনেট থেকে আয় করবেন? বিস্তারিত টিউটোরিয়াল।

আমরা অনেকেই ইন্টারনেট থেকে আয় করতে চায়, কিন্তু প্রয়োজনীয় গাইডলাইন এর অভাবে তা সম্ভব হয়ে উঠে না। আজ আমি এই টিউনে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক।

অনেক ভাবেই ইন্টারনেট থেকে টাকা আয় করা যায়, যেমন-

১. বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস থেকে।
২. ব্লগিং করে।
৩. বিভিন্ন কোম্পানির রেফারেল প্রোগ্রামের মাধ্যমে।

এর মধ্যে অনলাইন মার্কেটপ্লেস (যেমন- UpWork, Freelancer ইত্যাদি) থেকে আয় করা সব চেয়ে কঠিন একটি ব্যাপার, কেননা এতে কাজ করার আগে আপনাকে সময় নিয়ে কাজ শিখতে হবে। তারপর শুরু হবে আয়ের চিন্তাভাবনা! এবং এটা অনেক সময় সাপেক্ষে। তাহলে যারা কোন কাজ জানেনা তারা?

তাদের জন্য আছে ব্লগিং আর বিভিন্ন কোম্পানির রেফারেল প্রোগ্রামের মাধ্যমে আয়। এর মধ্যে ব্লগিং করতে হলেও আপনাকে কিছু বিষয়ের উপর ধারনা নিয়ে লেখালেখি শুরু করতে হবে। যেমন, কোন একটা সফটওয়্যার সম্বন্ধে আপনি বিস্তারিত জেনে নিয়ে তার সম্বন্ধে লিখতে পারেন।

তাই একদম নতুন যারা তাদের একটি সহজ উপায় হলো রেফারেল প্রোগ্রামের মাধ্যেমে আয়।

রেফারেল প্রোগ্রাম কি?

রেফারেল প্রোগ্রাম (affiliate marketing) সম্বন্ধে যদি সহজ বাংলা ভাষায় বলি তাহলে বলব এটা এক প্রকার “দালালি”! আপনি কোন একটি কোম্পানির রেফারেল প্রোগ্রামের অধীনে নিবন্ধন করলেন। তারপর আপনি একটি রেফারেল লিঙ্ক পাবেন। এখন আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম (যেমন- ফেসবুক, টুইটার ইত্যাদি), বিভিন ওয়েবসাইটে টিউমেন্ট করে, ঐ কোম্পানি সম্বন্ধে বিভিন্ন ব্লগে লিখে আপনার রেফারেল লিঙ্ক দিয়ে দিলেন। এর ফলে কেউ যদি আপনার রেফারেল লিঙ্কে ক্লিক করে ঐ কোম্পানি থেকে কোন প্রোডাক্ট কিনে তাহলে আপনি কিছু হারে টাকা বা কমিশন পাবেন। এছাড়া কিছু কোম্পানি আছে যারা শুধু আপনার রেফারেল লিঙ্কে ক্লিক করে নিবন্ধন করলেই টাকা দেয়।

 

কিভাবে শুরু করব?

বর্তমানে অনেক কোম্পানিরই রেফারেল প্রোগ্রাম আছে, যেমন- পণ্য বিক্রি কোম্পানি (Amazon, E-Bay), হোস্টিং কোম্পানি (hostmight) ছাড়াও আরোও হাজারো কোম্পানি আছে। তবে এরা সবাই প্রোডাক্ট বিক্রি হলে তবেই টাকা দিবে।

তাই আজকে আমি আপনাদেরকে সম্পুর্ন বাংলাদেশের একটি রেফারেল প্রোগ্রামের সাথে পরিচয় করিয়ে দিব, যারা শুধু আপনার রেফারেল লিঙ্কে ক্লিক করে নিবন্ধন করলেই নির্দিষ্ট হারে টাকা দিবে।

1

নিবন্ধন করবেন যেভাবে?

প্রথমে নিচের লিঙ্কে ক্লিক করুন-

লিঙ্ক- http://earn.aiobd.com/register.php

(রেফারেল লিঙ্ক পেতে এই  পেজটিতে মেসেজ দিন, যেহেতু টেকটিউনসে রেফারেল লিঙ্ক দেওয়া নিষিদ্ধ, তাই দেওয়া হয়নি)

কিছুক্ষণ অপেক্ষা করুন, নিচের মত আসবে- (যদি বাংলা না আসে তবে বাংলা লেখার উপর ক্লিক করুন)

2

এখন আপনার নাম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন বাটনে ক্লিক করুন। এখানে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে-

১. যে মোবাইল নাম্বারটি দিবেন সেই নাম্বারটিতেই শুধু আপনি টাকা তুলতে পারবেন।

২. পাসওয়ার্ড সর্বনিম্ন ৬ অক্ষরের দিতে হবে।

৩. কোন তথ্য আর পরিবর্তন করা যাবে না, তাই পূরন করার সময় মনোযোগ সহকারে পূরন করুন।

ব্যাস কাজ শেষ, এখন লগিন করুন। লগিন করার পর আপনি আপনার রেফারেল লিঙ্ক পাবেন।

আপনি এখানে কয়েকটি মেনু দেখতে পারবেন, মেনু গুলো হল-

১. হোম (Home)
২. প্রোফাইল (Profile)
৩. টাকা উত্তোলন (Windrow)
৪. English (বাংলা)

হোম মেনুতে ক্লিক করলে আপনি আপনার রেফারেল লিঙ্ক সহ দুইটি ট্যামপ্লেট পাবেন। এ গুলো কপি করে আপনি শেয়ার করতে পারেন।

প্রোফাইল মেনুতে ক্লিক করলে আপনার কত টাকা আয় হয়েছে, কত টাকা তুলেছেন এ গুলো বিস্তারিত দেখাবে।

টাকা উত্তোলন মেনুতে ক্লিক করে আপনি টাকা তুলতে পারবেন। সর্বনিম্ন ২০ টাকা হলে আপনি টাকা তুলার জন্য আবেদন করতে পারবেন।

আর সর্বশেষ English (বাংলা)  মেনুতে ক্লিক করলে বাংলা থাকলে ইংরেজি হবে, ইংরেজি থাকিলে বাংলা হবে।

বিঃদ্রঃ যদিও বা এই মাধ্যম থেকে হিউস পরিমান টাকা আয় হবে না, তবুও প্রতি মাসে মোবাইল খরচ উঠানো কোন ব্যাপার হবে না।

আশা করি সবাই বুঝতে পেরেছেন, বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, তাদের ফেসবুক পেজ এ ম্যাসেজ দিন। ধন্যবাদ।

Level 0

আমি সুমন মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা আমার রেফ লিঙ্ক।। http://earn.aiobd.com/?ref=150726iodbud আপনি তো কিছুই লিখলেন না যে কিভাবে কত টাকা ইনকাম হবে………। কত টা রেফ এ কত টাকা???

বিস্তারিত ভাবে জানান যাতে আমরা আগ্রহী হই, ধন্যবাদ আপনাকে, শেয়ার করার জন্য

taka kemne tulbo