Payza একাউন্ট ভেরিফাই হতে শুরু করে ব্যাংক একাউন্ট, উইথড্র, ডিপোজিত করা সহ নিয়মাবলী সব কিছু টিউনেই!!

সবাইকে সালাম ও মাহে রমজানের শুভেচ্ছা।

আজকের দিনের ২য় টিউনে আলোচনা হিসাবে থাকছে কিভাবে আপনার পেইজা একাউন্টকে ভেরিফাই করবেন এবং পেইজা হইতে যাবতীয় অর্থ ব্যাংকের একাউন্টে উইথড্র কিংবা ডিপোজিত করবেন।

বর্তমানে Payza কতটা জরুরী তা ব্যবহারকরী মাত্রই অবগত। কেননা, বাংলাদেশে যেহেতু পেপালের কার্যক্রম নাই সেখানে একটু হলেও গুরু দ্বায়িত্ব পালন করছে পেইজা। পেইজা সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। এই বিষয়ে অসংখ্যক টিউন করা হয়েছে। বিশ্বের প্রায় ৯০ টির বেশী দেশে পেইজা কার্যক্রম আছে, সেই হিসাবে বাংলাদেশে এর আঞ্চলিক অফিস আছে। পেইজা একাউন্ট ক্রিয়েট করা খুব কঠিন কাজ নই। প্রায় ১ মিনিট সময় ব্যয় করেই এই একাউন্ট ওপেন করা যায়।

যাইহোক শুধু একাউন্ট থাকলে হবে না। একউন্টটি অবশ্যই ভেরিফাই হতে হবে। কেননা, ভেরিফাই করা না হলে আপনি পেইজা হইতে আপনার অর্থ ব্যাংকে ডিপোজিত কিংবা উত্তোলন করতে পারবেন না। একাউন্ট ভেরিফাইও খুব একটা কঠিন কাজ নই। একাউন্ট ভেরিফাই করতে আপনাকে ২ টি জিনিসের প্রয়োজন।

১। ভোটার আইডি   ২। ব্যাংকের ৬ মাসের স্টেটমেন্ট।

কিভাবে একাউন্ট ভেরিফাই করবেন?

১। প্রথমে আপনার পেইজা একাউন্টে লগইন করুন এখানে > বাম পাশের প্যানেল হতে verification অংশে যান > সেখানে আপনার জাতীয় পরিচয় পত্রের কপি এবং অপর অংশে ব্যাংকের স্টেটমেন্ট অাপলোড করে পাঠিয়ে দিলেই হবে।

২। ভেরিফাই হইতে প্রায় ৪-৫ দিনের মত সময় নিবে। এবং এই বিষয়ে আপনার মেইলে বার্তা পাবেন। এবং ভেরিফাই হলে নিম্নোক্ত চিত্র দেখাবে-

Congratulations, your Payza account has been successfully verified.

(বি:দ্র- ভোটার আইডি এবং ব্যাংক স্টেটমেন্ট উভয়ই জিপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করবেন। এবং আপনার ব্যাংকে গিয়ে একটি স্টেটমেন্ট কপি করে নিন। তাছাড়া ভোটার আইডি ও ঠিকানার সাথে মিল রেখে আপনার পেইজা একাউন্টের নাম, এড্রেস একই হতে হবে। উল্লেখ্য ব্যাংকে আপনার একাউন্টের নাম ভোটার আইডি কার্ডের নামের সাথে মিলতে হবে।

কিভাবে ব্যাংক একাউন্ট ভেরিফাই ও সংযুক্ত করবেন?

শুধু ব্যাংক একাউন্ট সংযুক্ত করলেই হবে না সেটি ভেরিফাই হতে হবে। পেইজা একউন্টে ব্যাংক একাউন্ট যুক্ত না থাকলে আপনার ব্যাংক একউন্ট যুক্ত করে নিন এখনি। এই জন্য Bank Accounts > Add Bank Account অংশে ক্লিক করে আপনার ব্যাংকের যাবতীয় তথ্যাদি দ্বারা পূরন করে নিন।

ব্যাংক একাউন্ট যুক্ত করা হলে আপনার পেইজা একাউন্ট হতে ক্ষুদ্র পরিমান অর্থ (যেমন: ০.১০ কিংবা ০.২৫ ডলার) আপনার ব্যাংক একাউন্টে প্রেরন করা হবে। এই ক্ষেত্রে অাপনার ব্যাংক স্টেটমেন্ট হতে জেনে নিন কত পরিমান অর্থ পেইজা হতে জমা হয়েছে। সুতরাং সেই পরিমানের অর্থ/সংখ্যাটি পরবর্তীতে আপনার পেইজা একউন্টে উল্লেখ করে দিলেই ব্যাংক একাউন্ট ভেরিফাইড হিসাবে সংযুক্ত হয়ে যাবে।

পেইজা হইতে কিভাবে অর্থ ব্যাংক একাউন্টে উইথড্র করবেন?

Wallet > Withdraw Funds অংশে যান > অাপনি কোন অপশনের মাধ্যমে উইথড্র করবেন যেমন-

Over the Bank Counter- এখানে সরাসরি ব্যাংক কাউন্টার হইতে টাকা উঠাতে শুধুমাত্র ৫০/- খরচ হবে। তবে এটা সব জেলাতে কাজ হবে না। ঢাকাতে কমার্স ব্যাংক এই সুবিধা প্রদান করে থাকে। তাই এই ক্ষেত্রে আপনাকে Bank Transfer অপশনটি বাছাই করতে হবে। সেখানে এমাউন্টের পরিমান/বিবরন লিখে কনফার্ম করলেই ৪/৫ দিনের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে অর্থ জমা হবে। এই ক্ষেত্রে ২৪০/- সার্ভিস চার্জ কর্তন যাবে। এই ক্ষেত্রে বড় এমাউন্ট লেনদেনের দিক হতে ভাল হয়।

এই যেমন- ৪-৫ দিন পূর্বে আমার একাউন্টে বিভিন্ন সাইট হতে আয়কৃত অর্থ বাংলাদেশী টাকাতে প্রায় ২,০৪৫/- জমা হয় সেখান হতে আমার ইসলামী ব্যাংক একাউন্টে ট্রান্সফার করলে ২৪০/- টাকা বাদ দিয়ে ১৮০৫/- টাকা জমা হয়েছে।

পেইজা একাউন্টে আমার উইথড্র ও যাবতীয় লেনদেনের প্রমানচিত্র

১।

২।

৩।

সারকথা

অাশা করি এই টিউটোরিয়ালটি অনুসরন করে আপনি নিজেই উপরোক্ত কাজগুলো করতে পারবেন। তারপরেও সমস্যা থাকলে টিউমেন্ট করতে পারেন। পরিশষে আজ এই পর্যন্তই! সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি এবং সবাইকে আবারো অগ্রীম ঈদের শুভেচ্ছা "ঈদ মোবারক"

আমাকে অনুসরন করতে পারেন...

বাংলা ব্লগ | ফেসবুক পেজ | গুগল প্লাস পেজ |

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুনদের কাজে আসবে আশা করি।

যারা মুভি ভালবাসেন তারা আমার মুভি সাইটটি ভিজিট করতে পারেন।  এখানে হিন্দি, ইংলিশ, তামিল সব ধরনের নতুন পুরাতন ছবি পাবেন।

 

    হুম ভালই হয়েছে, এবার তাহলে কাষ্টম ডোমেইন যুক্ত করে নিন…..অসম হবে। -ধন্যবাদ

ভাই আমি আপনার ফেসবুক পেজে একটা মেসেজ দিয়েছি একটা সমস্যার সমাধান নেওয়ার জন্য । আশা করি মেসেজটা চেক করে সমাধানটা দিবেন । আর হ্যা টিউনটি অনেক সুন্দর ও তথ্যবহুল হয়েছে ,, অনেক কিছু জানতে পারলাম.. ধন্যবাদ শেয়ার করার জন্য..

    ধন্যবাদ। ঈদে গ্রামের বাড়ীতে ছিলাম, নেট কানেকশন ভাল নই তাই রিপ্লাই……!!!

Level 2

ডিপোযিটের কথা লেখলেন না তো

    আরে তাই তো…! ধন্যবাদ ভাই মনে করিয়ে দেবার জন্য, আপডেট করে নিব!

আপনার লেখাটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

আপনি বলেছেন ব্যাংকের ৬ মাসের স্টেটমেন্ট লাগবে । তার মানে কি আমার ব্যাংক একাউন্ট ছয় মাসের পুরাতন হতে হবে । দুই চারদিনের পুরাতন ব্যাংক একাউন্ট দিয়ে কি ভেরিফাই করা যাবে না ?

একটু কষ্ট করে জানাবেন ।

আমাকে মেইলেও জানাতে পারেন : [email protected]

আমি পেইজা অ্যাকাউন্ট এর সাহায্যের জন্য [email protected] এই ঠিকানায় মেইল করেছি আর তাদের পেয়েছি ফেসবুক পেইজ থেকে https://www.facebook.com/payzabangladesh আপনারাও ইচ্ছা করলে এখানে মেইল পাঠিয়ে আপনাদের সমস্যা সমাধান করতে পারেন

    ধন্যবাদ আপনাকে

    Estrange! বাট এই বিষয় নিয়ে তো টিটিতে একটি টিউন করলে অনেকেই উপকৃত হত। পরিশেষে টিউমেন্টের জন্য ধন্যবাদ।

ওইখানে স্পষ্ট করে বলা আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ৬ মাসের অধিক পুরনো হতে পারবেনা।

    ধন্যবাদ। হ্যা ঠিকই! তবে অনেক ক্ষেত্রে ২ মাসের বিবরণী কাউন্ট করা হয়।

micro deposit এ কত টাকা বা কি পরিমান হবে কিভাবে বসাব ?

    micro deposit যদি আপনার micro deposit হয় এরকম 1.80 আর 1.60 তাহলে প্রথমে বসাবেন 1.80 এর নিচে বসাবেন 1.60 কিন্তু আপনার micro deposit জত আসে ততোই বসাবেন আমি একটা আনুমানিক ধারনা দিয়েছি

      কিভাবে পাব ? আমি বাংলাদেশ কৃষি ব্যংক থেকে একাউন্ট খুলেছি ।

        আপনার কৃষি ব্যংক অ্যাকাউন্ট যদি অ্যাড করে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ micro deposit ৩ থেকে ৪ দিন এর মধ্যে হয়ে যাবে, এর পর আপনি কৃষি ব্যংক থেকে জানতে হবে আপনর অ্যাকাউন্ট এ কতো টাকা করে দুইটা micro deposit হয়েছে এর পর আপনি সেই micro deposit দুইটা আপনার পেইজা অ্যাকাউন্ট এ দিবেন ।

    ধন্যবাদ। এই ক্ষেত্রে অবশ্যই আপনার ঠিকানা ও ব্যাংক একাউন্ট ভেরিফাইড হতে হবে। মূলত ডিপোজিত করার জন্য আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র নিয়ে পেইজা অনুমোদিত ব্যাংক কাউন্টারে যেতে হবে এই ক্ষেত্রে যেমন: এনসিসি ব্যাংক। সেখানে আপনার পেইজা ঠিকানা এবং কত টাকা জমা করতে চান তা উল্লেখ করলেই আপনার পেইজা একাউন্টে ডিপোজিত হয়ে যাবে।

amar islami bank er student account…..account name “SMSC”-767 ……kintu payza te letter bosano jai na….only number……..atm card ekhono paini…….ekhon ki korbo ?

    ধন্যবাদ। তানভীর ভাই আমারও তো স্টুডেন্ট একাউন্ট। বাট আমার তো ভেরিফাইউ হয়েছে। এবং হ্যা এখানে লেটার বসানোর প্রয়োজন নাই শুধু সংখ্যা বসালেই হবে। আরেকটি কথা, আপনি যে নম্বরটি (৭৬৭) উল্লেখ করেছেন এটি দিয়ে কাজ হবেনা, কারন এর আগে ও পরে বেশ কয়েকটি ডিজিট আছে প্রায় ১৪ বর্ণের। আপনি পূর্ণ সংখ্যা আপনার ব্রাঞ্চ হইতে জেনে নিন। অতপর পেইজাতে SMSC ব্যতিত শুধুমাত্র সংখ্যা যোগ করে দিলেই হবে।

Datch bangla bank account dia ki verify kora jabe?????

    Duch Bangla bank ভেরিফাই করতে পারবেন কিন্তু আপনি ব্যাংক অ্যাড করার আগে ভালো করে দেখে নিতে হবে আপনি যে এলাকায় আছেন সেই এলাকার ব্রাঞ্চ পেইজাতে আছে কি না

    জ্বি হ্যা বাংলাদেশের সকল সরকারি-বেসরকারি ব্যাংক একাউন্ট হলেই হবে। -ধন্যবাদ।

আপনার লেখাটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ

সব কৃষি ব্যাংকে কি পেইজার ব্রান্স আছে?

    আসলে কৃষি ব্যাংক কিন্তু পেইজার ব্রাঞ্চ নই। বলা হয়েছে দেশের যে কোন সরকারি-বেসরকারি ব্যাংক একাউন্ট ভেরিফাই করা থাকলে পেইজা হইতে টাকা/অর্থ আপনার ব্যাংক একাউন্টে ডিপোজিত করতে পারবেন। পেইজার অনুমোাদিত কার্যক্রম ব্রাঞ্চ হচ্ছে ব্যাংক এশিয়া ও কমার্স ব্যাংক।-ধন্যবাদ

আমি আমার ব্রাক ব্যাংক এর স্টেটমেন্ট দিয়া পেয়জা পার্সোনাল ভেরিফাইড করসি

    ধন্যবাদ ভেরিফাই করতে পেরেছেন বলে ভাল লাগলো। এখানে শুধু ব্রাই ব্যাংক সহ যে কোন ব্যাংক একাউন্ট দ্বারা ভেরিফাই করা যাবে।

আমি কি পিজা একাউন্ট ভেরিফাই ছাড়া
পিজা একাউন্টে টাকা আনার জন্য রিকুয়েস্ট দিতে পারবো????

    সম্ভব আপনিই মনে হয় একই প্রশ্ন ফেবুতে করেছিলেন, রিভিউ দেওয়া হয়েছে।হ্যা ভাইয়া, একাউন্ট ভেরিফাই ব্যতিত টাকা আনার জন্য যে কাউকে রিকোয়েষ্ট করতে পারবেন, তবে লিমিটেশন আছে।-ধন্যবাদ

nice tune.

ভাই আমি payza account open করছি এবং শুধু nid & 1 copyy photo দিয়া account verify. করসি, কোন bank statement দেয় আমার অ্যাকাউন্ট verify হয়সে। এখন আমি যদি bank account add করতে চাই কি কি করতে হবে & কিভাবে। আর একটা কথা ব্যাংক statement আগে আনতে হবে। না bank account add করার পর নিদিষ্ট পরিমান $ bank কে পাঠানোর পর। statement bank theke আনতে হবে

    ধন্যবাদ। কিভাবে ব্যাংক একাউন্ট অ্যাড করবেন তা এই টিউনের মধ্য ২য় শিরোনামে যোগ করেছি। মূলত একাউন্ট ভেরিফাই করার জন্য ব্যাংক স্টেটমেন্ট লাগে। যেহেতু আমার মত যারা ২-৩ বছর পূর্বে এরুপ কাজ করেছেন তাদের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়েছে। বর্তমানে কিছু ক্ষেত্রে নাও লাগতে পারে। তবে যদি সাবমিট করতে বলে পেইজা, তাহলে স্টেটমেন্ট সাবমিট করতে হবে। অবশ্যই statement আপনার ব্যাংক হতে নিতে হবে এবং bank account সংযুক্ত পর নিদিষ্ট পরিমান $ bank কে পাঠানোর পর কাজটি করবেন।-ধন্যবাদ।

আমার পেইজা পারসোনাল একাউন্ট ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফাইড করেছি। আমি কিভাবে ব্যাংক একাউন্ট এ্যাড করবো? আমার সিটি ব্যাংক এ কারেন্ট একাউন্ট আছে এটা কি এ্যাড করা যাবে? ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট ৭পাতা, এটা কিভাবে আপলোড করব?