ফ্রিল্যান্সিং করবেন বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন তাহলে টিউন টি আপনার জন্য

ফ্রিল্যান্সিং করে বাড়িতে বসে বড়লোক কিভাবে হওয়া যাবে? (সহিহ শুদ্ধ পথ কোন ভেজাল নাই)। জ্বি ভাই হওয়া যাবে, তার আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করি?

আপনি অনার্স+ মাস্টার্স পাশ করতে কত দিন টাইম নিয়েছেন? যদি ৬ বছর হয়ে থাকে মনে রাখুন।

আপনি অনার্স+ মাস্টার্স পাশ না। ছোট বেলায় কারিগরি কাজ শিখেছেন? কত বছর টাইম লেগেছে? ৪ থেকে ৫ বছর। মনে রাখুন।

এখন আপনার আয় কত আর প্রথমে কত ছিল? এখন ২০ হাজার। প্রথমে ভার্সিটির পিছনে শুধু টাকা ঢালছি অথবা ওস্তাদের কাছে ফ্রি কাজ শিখছি, আর কাজ করছি। ওকে তাহলে আপনি যদি বাড়িতে বসে বড়লোক হতে চান তাহলে আপনার আইটি ও টেকনিক্যাল বিষয়ে প্রচুর আগ্রহ থাকতে হবে। প্রচুর ধৈর্য থাকতে হবে। মেধা হাল্কা ভালো হতে হবে।

♠প্রসিডিউর♠

  • প্রথমে প্রচুর নেটে সার্চ দিন যেই বিষয়ে আয় করবেন সেই বিষয়ে যত বাংলা ইংরেজী আর্টিকেল আছে পড়ুন।
  • এরপর একটা সাবজেক্ট ফিক্স করুন যা আপনার ভালো লাগে আর আপনি পারবেন।
  • এই সম্পর্কিত যত ট্রেনিং আছে তা করে ফেলুন। ট্রেনিং করার আগে ঐ বিষয়ে বাংলা ইংরেজী ভিডিও টিউটোরিয়াল টেক্সট টিউটোরিয়াল পড়ুন।
  • এরপর ট্রেনিং এ ভর্তি হয়ে যান।
  • এরপর রিয়েল টাইম কিছু প্রজেক্ট বানান।
  • এরপর কোন কোম্পানি বা সিনিয়র ফ্রিল্যান্সার এর হাত পা ধরুন যাতে আপনাকে তার আন্ডারে বিনা বেতনে ১ বছর ইন্টার্নি করার সুযোগ দেয়। আপনি নিজের টাকা খরচ করে তার অফিসে যাবেন আসবেন বিনিময়ে মাস শেষে এক টাকাও পাবেন না এই নিয়তে কাজ শুরু করুন। (এই সময় হাংকি বাংকি চলবে না। মানে বেতন দেয়না তোই দেরি করে অফিসে আসবেন। কাজ ঠিক ঠিক ঠাক মত করবেন না, ক্লাইন্ট নিয়া ভাগবেন এইগুলা করবেন না।) তার ইনস্ট্রাকশনে কাজ করুন। কাজ বুঝুন।
  • ইংরেজীতে দক্ষ হতে সাইফুরস বা এফএম মেথডে যত স্পোকেন রিলেটেড বেসিক এডভান্সড কোর্স আছে সব গুলা করুন।
  • এরপর পার্সপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট সব রেডি রাখুন। স্কিল, পেওনিয়ার এর একাউন্ট খুলে ফেলুন।
  • এইবার ১ বছর পার হইলে ইন্টার্নি শেষ হইলে বাসায় হাই স্পিড এর নেট এর লাইন নিন।
  • ওডেস্ক, ইল্যান্স, ফ্রীল্যান্সার এর যত পরীক্ষা আছে এই রিলেটেড ব্লগ গুলা যত আছে সব গুলা ঘাটুন। পরীক্ষা দেওয়ার জন্য থিউরি সব আয়ত্তে আনুন।
  • এবার এক যোগে ওডেস্ক, ইল্যান্স, পিপল আর আওয়ার, ফ্রিল্যান্সার এর একাউন্ট খুলুন।
  • সব গুলার আইডি ভেরিফাই করুন, পরীক্ষা দিয়ে ১০০% প্রফাইল কমপ্লিট করুন।
  • এর পর বিড করুন। ৩ সপ্তাহ টানা বিড করুন। একটা না একটা কাজ পাবেন ই।
  • প্রথম কাজ খুব মনোযোগ দিয়ে করুন। ভালো ফিডব্যাক নিন।
  • এর পর ১ বছর লোয়ার অথবা মিড লেভেলের কাজ করুন। এর পরের বছর হাই লেভেলের কাজ করুন।

পরের বছর থেকে আপনার নূণ্যতম আয় ৩ হাজার ডলার হবে। টোটাল টাইম লাগবে আড়াই বছর। দুনিয়াতে কোন জব নাই যেখানে ইনিশিয়াল বেতন ১০ হাজার টাকা হলে আড়াই বছর পরে বেতন আড়াই লাখ টাকা হবে। ১ বছর কাজ করুন। দেখবেন ব্যাংক ব্যালেন্স ৩০ থেকে ৪০ লাখ টাকা হয়েছে। এই মেথড কেউ এপ্লাই করার পরে যদি টাকা কামাতে না পারেন তাহলে আমি তার একাউন্টে ৪০ লাখ টাকা দিয়ে দিবো। তবে শর্ত একটাই আমার পুরা মেথড ১০০% মেনে চলতে হবে। সব শর্ত সহ।

এই টিউন যত পারেন সব গ্রুপে নিজের নামে টিউন মারতে পারবেন। এইটা আমি কস্ট করে লিখেছি শুধু আপনাদের উপকারের জন্য। যত শেয়ার হবে, তত মানুষ জানতে পারবে; আর যত গ্রুপে টিউন হবে তত জানতে পারবে। কেউ আমাকে ক্রেডিট দিক আর না দিক তাতে আমার যায় আসেনা। নিজের নামেও চালিয়ে দিতে পারবেন।

আমি এখনও ফ্রীলাঞ্চিং করতে শুরু করিনি। বয়স ১৮ হয়নিই এখনও। আমি ফেসবুক

 

Level 0

আমি শাহরিয়ার কবির শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল একটা কথা লিখেছেন ভাই ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ

Level 0

freelancing eto easy na jtota manush mone kore,

Level 0

Onek onek dhonnobad.

vai please give me your mail
or my mail
[email protected]

খুব ভাল লাগলো । অসংখ্য ধন্যবাদ ও শুভ কামনা রইলো ।

I’m Selling Fully Verified PayPal Account + U.S Bank Account + Prepaid MasterCard®
Skype: Mahady.Hasan34
Verified PayPal Account ScreenShot link: h
ttp://prntscr.com/4vop02
Thank you!

Level 0

শুভ ভাই, খুবই গঠনমূলক একটি আর্টিকেল লেখার জন্য আপনাকে ধন্যবাদ। খুবই ভালো লাগলো।

খুব ভালো লেখসেন। ধন্যবাদ শেয়ার করবার জন্য

Level 0

may i ask how much do u earn per month ? could not stop myself for asking 🙁

Level 2

@সুমির: কি আর বলবেন ভাই । বয়স ই আঠারো হয়নি । আঠারো বছর বয়স । বড়ই ভয়ংকর ।
খুব ই সাধারন কথা যেসব ইনিশিয়াল পর্যায় এর ফ্রিল্যান্সারদের মাথায় ঘুরে ।