শুধু মাত্র ফোরাম পোস্টিং হতে পারে আপনার ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার

ফ্রিল্যান্সিং শব্দটি এখন সবার কাছে অনেক পরিচিত। বর্তমানে ফ্রিল্যান্সিং মাধ্যমে ক্যারিয়ার গঠনে অনেকেই আগ্রহী। ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার গঠনে শুধু মাত্র ফোরাম পোস্টিং হতে পারে আপনার সহযোগী মাধ্যম।

বেশ কিছু দিন আগে আমার Genesisblogs এ একটা লেখা কি ভাবে এবং কোথা থেকে শুরু করবেন একটি নতুন ওয়েবসাইটের এসইও, তারই ধারাবাহিকতা তেই আজ এই লেখা।

আমরা সকলেই জানি একটি Website কে Marketing বা Traffic বৃদ্ধি করতে ফোরাম পোস্টিং এর ভুমিকা। তাহলে চলুন দেখি একটি Website কে Marketing বা Traffic বৃদ্ধি করতে আমরা কি ভাবে একটি ফোরাম site খুজে বের করে Registration করে Account create করব। তারপর কিভাবে ফোরাম গুলোতে পোস্ট ও কমেন্ট করে Website কে Marketing করব।

কিভাবে খুজবেন আপনার সাইট Relevant ফোরাম

কিভাবে খুজবেন আপনার সাইট Relevant ফোরাম

ফোরাম পোস্টিং প্রথম কাজ হল আপনি যে Website এর Marketing বা Traffic বৃদ্ধি এর কাজ করবেন তার জন্য Relevant কিছু forum খুজে বের করা। Relevant Forum Site খুজে পেতে নিচের সুত্র গুলো ব্যবহার করুনঃ

  • Keyword “powered by phpbb” inurl:/forum
  • Keyword “powered by vbulletin” inurl:/forum
  • Keyword “powered by smf” site: /forum
  • Keyword “powered by phpbb” inurl:/community
  • Keyword “powered by vbulletin” inurl:/community
  • Keyword “powered by smf” inurl:/community

এখানে Keyword এর যায়গায় আপনার website এর Keyword দিতে হবে। যেমনঃ মনে করুন আপনার Website এর Keyword যদি হয় SEO তাহলে আপনাকে সুত্র ব্যবহার করতে হবে  SEO “powered by phpbb” inurl:/forum

কিভাবে খুজবেন আপনার সাইট Relevant .edu ফোরাম

কিভাবে খুজবেন আপনার সাইট Relevant .edu ফোরাম

একই ভাবে Relevant .edu Forum Site খুজে পেতে নিচের সুত্র গুলো ব্যবহার করুনঃ

  • Keyword “powered by vbulletin” site:.edu
  • Keyword “powered by phpbb” site:.edu
  • Keyword “powered by smf” site:.edu

একই ভাবে এখানে Keyword এর যায়গায় আপনার website এর Keyword দিতে হবে

কিভাবে ফোরাম Registration করবেন

কিভাবে ফোরাম Registration করবেন

Relevant কিছু forum খুজে বের করা হলে এরপরের কাজ হল Forum গুলোতে Registration করা ।
1. Registration করার সময় অবশ্যই Forum এর Rules গুলো ভালোভাবে পড়ে নিতে হবে।
2. Forum Registration করার সময় Personal mail account use না করে Business mail account ব্যবহার করা ভাল।
3. Registration করা হয়ে গেলে mail verification process complete করতে হবে।

কিভাবে ফোরাম Profile Complete করবেন

কিভাবে ফোরাম Profile Complete করবেন

আপনাকে প্রথমে USER CONTROL PANEL এ যেতে হবে
এই UCP তেই আপনার Main কাজ। Registration complete করার পর আপনি আপনার profile complete করুন। যেমনঃ
1. Avatar বা Profile Picture দিতে হবে।
2. আপনার যোগাযোগের ঠিকানা দিতে হবে যেমনঃ Country, Mail ID, Social Network ID ইত্যাদি।
3. Signature দিতে হবে।Signature একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারন এই Signature হবে আপনার Website Marketing এর কৌশল। Signature এ এমন একটি keyword ব্যবহার করতে হবে যা একটি অথবা দুটি word দিয়ে আপনার Total Website কে প্রকাশ করবে।

কিভাবে ফোরামে পোস্ট করবেন

কিভাবে ফোরামে পোস্ট করবেন

1. পোস্ট করার আগে অবশ্যই Forum এর Rules গুলো ভালোভাবে পড়ে নিতে হবে।
2. ফোরামে আপনাকেপরিচয় করিয়ে দিতে হবে, আপনি এবং আপনার Service সম্পর্কে।
3. ফোরাম Topics এর ওপর সেই Topics নিয়ে আলোচনা করতে হবে। অপ্রাসঙ্গিক কোন কিছু আলোচনা করা যাবে না।
4. New Thread বা New Post এর মাঝে সরাসরি কোন website link দেওয়া যাবে না। মনে রাখতে হবে marketing করার দায়িত্ব আপনার Signature এর, আপনার Post এর না।আপনি শুধু Quality Post দারা Visitor কে Attract করতে পারেন।
5. আপনার Post অবশই Unique, Quality এবং Informative হতে হবে।
6. ফোরাম এ Topic এর Title অবশ্যই Attractive হতে হবে, যেন Visitor এক লাইনে আপনার Post এর Description বুঝতে পারে।
7. ফোরাম এ কখনো স্প্যাম করা যাবে না অন্যথায় আপনি স্থায়ীভাবে ফোরাম থেকে বাদ পরে যেতে পারেন।

আশাকরছি আমি আজ আপনাদের ফোরাম পোস্টিং এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছি। আগামী দিনগুলোতে আশাকরছি Website এর Marketing বা Traffic বৃদ্ধি নিয়ে আমার আরও লেখা পাবেন ইনশাআল্লাহ্‌ । আমাকে SEO Experts Mirpur এবং Win-Win Service Provider  ফেসবুক Group এ পাবেন।

Level 0

আমি মোঃ মাহমুদুল হোসেন হিমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hello, my name is MD. Mahmudul Hossain Himel and form Pabna, Bangladesh. I have experience in Search Engine Optimization and Online Marketing. I have good knowledge of Google's latest updates Panda, Penguin and Hamming Bird. I know how to optimize website on-page and off-page. That increase website traffic, gets more...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিছুই বুঝলাম না ভাই 🙁

Level 0

ভালো আরও একবার পড়েন অবশ্যয় বুঝবেন নাহিদুল ইসলাম ভাই।

ভাই আমি odesk- এ ১৫ ্টার বেশি ফোরাম রিলে্টেড কাজ করেছি কিন্তু ফোরাম সাচ এর আপনার এই সিস্টেমটা unique and effective. আমার একটা জব চলছে যেটাতে আমাকে অনেক ফোরাম খুজে বের করতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পোস্টটা পড়ার পর আপনাকে ধন্যবাদ জানানোর জন্যই acc. টা খুলেছি।

Level 0

ধন্যবাদ আব্দুল্লাহ মুনিম ভাই। আগামী দিনগুলোতে আশাকরছি আরও লেখা পাবেন ইনশাআল্লাহ্‌। আমাকে Win-Win Service Provider ফেসবুক Group এ পাবেন।