কাজ জানলেই ফ্রীলেন্সিং করা যায় না, লাগে মনের জোর!! তো নিয়ে নিন মনের জোর…… :)

ফ্রীলেন্সিং !!! আজকাল এমন একটা বেপার হয়ে দাঁড়িয়েছে স্কুল , কলেজ, ইউনিভারসিটি , অফি্‌স, এমনকি বাড়ির গৃহিণী দের আলোচনার বিষয় বস্তু  ।

সবাই জানে ফ্রীলেন্সিং মানেই ঘরে বসে স্বপ্ন পুরন করা!!! অনেকেই শুধু জেনেই থেমে থাকেনি কঠোর পরিশ্রম করে কাজ শিখে নিয়েছেন বা শিখে চলছে  তাদের স্বপ্ন পুরনের লক্ষে। এই স্বপ্ন পুরনের রাস্তা অনেক গুলো কিন্তু আপনাকে সঠিক এবং সোজা পথে এগুতে হবে। অনেকেই কাজ শিখে কিছুদিন চেষ্টা করেই হাল ছেড়ে দেন ।

তাদের জন্য কিছু অনুপ্রেরণা মূলক লিখা যা আগেও পড়েছেন হয়তোঃ

  • ১।   অনেক পুরানো একটি গল্প। হয়তো অনেকেই পড়েছেন। তবু যতবার পড়ি এই গল্পটি ততবার অনুপ্রাণিত হই.এক জ্ঞানী লোক হাতির পাশ দিয়ে যাওয়ার সময় সে অবাক হয়ে খেয়াল করল, হাতিটি এমন একটি রশি দিয়ে বাধা- যা কিনা হাতিটির জন্য ছিঁড়ে ফেলা খুবই সহজ। সে হাতিটির মালিককে খুঁজে বের করে এই কথাটি বলল যে,- কেন এত হালকা রশি দিয়ে হাতিটিকে বেঁধে রাখা হয়েছে। হাতিটির মালিক হেসে দিয়ে উত্তর দেয়- “যখন হাতিটির বয়স খুব অল্প ছিল, তখন এই রশিটিই এর জন্য যথেষ্ট শক্ত হত। বাচ্চা বয়সে তখন অনেক চেষ্টা করার পরও মুক্ত হতে পারেনি। একসময় সে বিশ্বাস করতে শুরু করে যে এই রশি থেকে সে মুক্ত হতে পারবে না। যদিও এখন সে যথেষ্ট শক্তিশালী কিন্তু তার বিশ্বাস তাকে এখানে এই ঠুনকো রশি দিয়ে বেঁধে রেখেছে”।অবশেষে জ্ঞানী লোকটি এই সিদ্ধান্তে উপনীত হয় যে- আমরাও অনেক সময় এক-দুই বার কোন কাজে ব্যর্থ হয়ে বিশ্বাস করতে শুরু করি যে–কখনই এ কাজ করা সম্ভব নয়। হাত- পা গুটিয়ে বসে থাকি। কিন্তু আসলেই কি পারবো না?ব্যর্থতা মূলত শিক্ষার একটি মাধ্যম। এই শিক্ষা থেকে যে অভিজ্ঞতা এবং ফলাফল অর্জন করে নিতে পারে,সেই হয় জগৎবিখ্যাত। আসুন না,যেটা আজকে পারেন নি অন্তত কালকে আরেকবার চেষ্টা করে দেখি। নিজের ইচ্ছে শক্তি বাড়ান সব বাধা অতিক্রম করে আপনার উদ্দেশের দিকে ধাবিত হন। সফল আপনি হবেনই ................... নিজের প্রকিত মূল্য যে দিতে জানেনা তার প্রকিত মূল কেহ দেয় না। নিজেকে চিনতে শিখুন............ পরিশ্রমী হউন।
  • ৩। আপনি যে কাজ করছেন, তাতে হয়তো আপনি কোন কারনে হতাশ। কিন্তু আপনি আপনার অজান্তে বড় কোন কাজ করে ফেলছেন। নিজের                দায়িত্বটুকু সর্বোচ্চ দিয়ে, সততা দিয়ে পালন করার চেষ্টা করুন। প্রতিদান আসবেই। পরিশ্রম আর আন্তরিকতার ফল কখনো বৃথা যায় না।
  • ২।  হেরে যাবার ভয়ই হলো একমাত্র কারন যা আমাদের স্বপ্ন পূরন হতে দেয় না, এই ভয়টা দূর করুন, জয় আপনারই হবে
  • ৪।মনে রেখ, আজকের দিনটিই তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে।
  • ৫।আমরা অনেকেই কষ্টে আছি। যারা কষ্টে আছেন,তাদের বলছি-
    কল্পনা করুন সেই দিনটির,যেদিন আপনি বলতে পারবেন,'আমি পেরেছি!' যখন আপনি বলবেন,'আমি কখনো আশা ছাড়িনি,চলা থামাইনি।' কল্পনা করুন সেই দিনটির,যেদিন আপনি আপনার লক্ষ্যে পৌছে যাবেন। আজকের এই কষ্টগুলো যেদিন আপনার স্মৃতিতে পরিণত হবে।

    সেই দিনটি আসতে হয়তো আরো অনেকটা পথ বাকি। কিন্তু আপনি যখনই সেখানে পৌঁছে যাবেন,তখন বুঝতে পারবেন যে আজকের এই কষ্টগুলো সহ্য করার জন্যই আপনি সফল হতে পেরেছেন।

  • ৬। যতক্ষন না আমি নিজে শেষ বলছি ততক্ষন কোনো কিছুই শেষ হয়ে যায় না। যতক্ষন না আমি নিজেকে পরাজিত বলছি ততক্ষন আমি পরাজিত নই।
  • ৭।জীবনে একটি সফল গন্তব্যে পৌঁছতে যদি আমাদের একটি গাড়ির প্রয়োজন হয়,
তবে চিন্তাশক্তি হলো তার চাকা,ধৈর্য্য হলো তার চালক,

দৃঢ় সংকল্প আর কঠোর পরিশ্রম হলো তার জ্বালানী।

  • ৮।সবথেকে উঁচু জায়গাটায় যাওয়ার জন্য লক্ষ্যস্থির কর। খুব কম মানুষই অনেক উঁচুতে পৌছায়, তাই সেখানে অনেক খালি স্থান আছে তোমার জন্যে।
  • ৯।
অতীত হচ্ছে সেই যায়গা যেখান থেকে আমরা শিক্ষা পেয়েছি
ভবিষ্যত হচ্ছে সেই যায়গা যেখানে আমাদের এই শিক্ষাটা কাজে লাগাতে হবে
এই দুইয়ের মাঝামাঝি সময়টায় হতাশ হয়ে পড়ে বোকারা।
তাই হতাশা ছুঁড়ে ফেলুন,আত্ববিশ্বাসী হোন।
  • ১০। আমি যখন ক্লান্ত হয়ে পড়ি এবং অনুশীলন থামাতে চাই তখন ভাবি যে আমার প্রতিদ্বন্দ্বী কি করছে। যখন দেখি সেও অনুশীলনে ব্যস্ত তখন আমিও নিজেকে অনুশীলনে ব্যাপৃত করি। যখন আমি দেখি যে সে অনুশীলন ছেড়ে স্নান করছে তখন আমি আরও বেশি কিছুটা অনুশীলন করে নেই।'

                                                                              ---Dan Gable, অলিম্পিকে স্বর্নপদক জয়ী

  • ১১।কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের গভীর পানিতে ফেলে দেন। তিনি এটা আমাদের বিপদে ফেলার জন্য করেন না। তিনি এটা করেন যেনো আমরা শিখি কিভাবে বিপদ থেকে বাঁচতে হয়। এ সময় অস্থির না হয়ে বরং নিজের মতো কাজ করুন ও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন।
  • ১২। সকাল বেলা ঘুম থেকে উঠে নিজেকে বলুন,সারাদিন যা ঘটতে যাচ্ছে তার মধ্যে কোন ঘটনারই ক্ষমতা নেই আমাকে সুখী বা অসুখী করার। আমি সিদ্ধান্ত নেব কোন ঘটনা আমাকে সুখী করবে আর কোনটি অসুখী করবে।গতকালের কোন অস্তিত্ব নেই,আর আগামীকালও এখনো আসেনি এবং আগামিকাল কেউ দেখেনি। সব বর্তমান !!! আমার সামনে একটি নতুন দিন উপস্থিত,আর আমি আজ সারাদিন সুখী থাকতে চাই।
  • ১৩। তোমার শত্রুর গালে সবচেয়ে জোরে মারা চড় হচ্ছে তোমার সাফল্যর খবর। তাই শত্রুর ব্যাপারে বেশি না ভেবে নিজের সাফল্য নিয়ে ভাবো।
  • ১৪। কোনো  কাজে ভুল হলে হতাশ হয়ো না। তুমি যে চেষ্টা করছো তারই চিহ্ন হলো এই ভুলগুলো। চেষ্টা চালিয়ে যাও। একসময় আর ভুল হবে না।
  • ১৫। সমানে সমান কখনো প্রতিযোগিতা হয় না। হয় আপনি শক্তিশালী নয়তো আপনি দুর্বল। শক্তিশালী হলে জয় নিশ্চিত করা পর্যন্ত মাঠে থাকুন কিংবা দুর্বল হলে বুদ্ধিমত্তা, কৌশল, মেধা সহ সম্ভাব্য সকল উপায়ে শক্তিমাত্তা বৃদ্ধির উপর জোর দিন।
  • ১৬।জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম। যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক
  • ১৭।সাফল্য সুখের কারন নয় বরং সুখই সাফল্যের চাবিকাঠি। আপনি যাই করুন না কেন, তা যদি মন থেকে ভালোবেসে খুশিমনে করতে পারেন, তবে সাফল্য আসবেই।
  • ১৮। জীবন মানে ঝড় আসবে মেনে নিয়ে তার চলে যাওয়ার জন্য অপেক্ষা করা নয়। জীবন মানে ঝড়ের বিপরীতে দাঁড়িয়ে লড়াই করতে শেখা।
  • ১৯। প্রতিটা গল্পের একটা সমাপ্তি রয়েছে, কিন্তু জীবনের ক্ষেত্রে, প্রতিটা সমাপ্তির অর্থ হলো একটা নতুন শুরু।তোমার সফলতাই হলো নিন্দুকদের উপর নেয়া সবচেয়ে বড় প্রতিশোধ। আপনি যে কাজটি করছেন সেই কাজটি করার পদ্ধতিকে ভালোবাসুন, কাঙ্খিত ফলাফল আসবেই।
  •  ২০। দি আপনি জীবনে বার বার আঘাত  পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন, ‘যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশিবার পাথর ছুড়ে মারা হয়।’

এতক্ষণতো কতো অনুপ্রেরনার কথাই শুনালাম , এই কারনেই শুনালাম একটি সহজ, সরল ব্যাকও কারো কারো জীবনকে পাল্টে দিতে পারে ।  হতাশার কিছু নেই চেষ্টা থাকলে সফল হবেনি । ফ্রীলেন্সিং সফল হতে দরকার গাইড লাইন এবং অনুপ্রেরনা । ফ্রীলেন্সিং নিয়ে কোন সমস্যায় পরলে অথবা ওডেস্ক , ইলেঞ্চে যদি কোন সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন আসা করি আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো ।

ফ্রীলেন্সিং এর যেকোনো সমস্যায়ঃ

ফেসবুকে আমিঃ  https://www.facebook.com/Online.school007

ফেসবুক গ্রুপঃ     https://www.facebook.com/groups/onlineshool/

 

Level 0

আমি বিভ্রান্ত পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sondor motiveson………
vaya apnar skype id dite parben ?
arju_bd

ধন্যবাদ। আনেক কিছু শিখতে পারলাম।

..::.. খুব সুন্দর হয়েছে। উৎসাহ েএকটি বিশাল বিষয় যে কোন কাজের সাফল্যের ক্ষেত্রে।

অনুপ্রেরনামূলক টিউনটির জন্য আন্তরিক ধন্যবাদ।

ভাল লিখেছেন , ধন্যবাদ।

Great Great Great .

আমার স্কাইপ আইডিঃ online.school24 @ heartpain21

ধন্যবাদ সবাইকে (y)

bah!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Level 0

A Beautiful Tune . I was exactly looking for that . I will find myself .THANK YOU

onek valo laglo….!!
Apni asolei kotha gulo thik bolchen….!!