২০১৪ সালে নতুন করে নিজের জীবন আর ক্যারিয়ার সাজিয়ে নিতে ফ্রীল্যান্সারদের অবশ্য করনীয়।

২০১৪ সালে নতুন করে নিজের জীবন আর ক্যারিয়ার সাজিয়ে নিতে ফ্রীল্যান্সারদের অবশ্য করনীয় কিছু বিষয় আপনাদের সামনে আজ তুলে ধরব যা আপনাদের জীবনের চলার পথে কিছুটা সহায়ক হবে বলে আশা করি। জীবনে চলার পথে সবাইকে কমবেশি সমস্যা আর প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এসকল প্রতিকূলতাকে জয় করে নিতে পারলেই আপনার জন্য অপেক্ষা করে অপার সম্ভাবনার ভবিষ্যত আর সোনালী সুদিন। আর সেই সোনালী সুদিনের আশায় চলতে থাকে আমাদের সীমাহীন পথচলা। তাই সেই পথচলার কষ্ট কিছুটা লাঘব করতে আমাদের নিজেদের তৈরী করে নিতে হয়। তেমনি কিছু তৈরী করার তালিকা নিয়ে লিখলাম আজঃ

Photo Credit: Freelancergoal.com

 

১. সব সময় নতুন কিছু শিখতে চেস্টা করুন, অন্তত নতুন বছরে নিজেকে উতসর্গ করুন নতুন কিছু শিখতে।

২. নিজের যেসব বিষয়ে দূর্বলতা আছে সেসব বিষয়ে নিজেকে ঝালিয়ে নিজের দূর্বলতাকে জয় করতে শিখুন।

৩. একটি নির্দিস্ট লক্ষ্য অর্জনের জন্য মনঃস্থির করুন আর সেই হিসাবে নিজেকে প্রস্তুত করুন।

৪. ভাল গুনাবলী গুলো আয়ত্ব করুন আর নিজেকে নিয়ন্ত্রন করার শক্তি অর্জন করুন। মনে রাখবেন আপনার উন্নতি বা অবনতি আপনার প্রচেস্টার ফসল।

৫. সৃস্টিকর্তার উপর পূর্ন আস্থা রাখুন আর নিজে আত্ম-বিশ্বাসী হতে চেস্টা করুন।

৬. সফলতার যেমন কোন শর্টকার্ট নাই তেমনি শুধু একটা কাজে সমস্থ সময় ব্যয় না করে ভিন্ন ভিন্ন কাজে সময় ব্যয় করুন।

৭. ভিন্নভাবে কিছু করার আর ভিন্নভাবে নিজেকে প্রকাশ করার চেস্টা করেন। মনে রাখবেন মহত ব্যক্তিরা একই কাজ ভিন্নভাবে করে।

৮. নিজের দক্ষতার সওদা করে আয় করতে শিখুন, বিনামূল্যে কাজ করার অভ্যাস ত্যাগ করুন কারন বিনামূল্যে করে দেয়া কাজের মুল্যায়ন বেশিরভাগ সময়ে পাওয়া যায় না। নিত্তান্তই অপারগ হলে বাজারদরের চেয়ে কিছুটা কম মুল্যে করে দিতে পারেন তবে সেটা উল্লেখ করে নিবেন।

৯. নতুন দেশ বা এলাকা ভ্রমন করতে চেস্টা করুন অনেক সময় নতুন নতুন স্থানে ভ্রমনের ফলে নিজের অভিজ্ঞতা, জ্ঞান বৃদ্ধির পাশাপাশি মন ভাল থাকে আর কাজের প্রতি মনোযোগ বাড়ে।

১০. অর্থ আয় ও ব্যয় করার সময় সংযমী হতে চেস্টা করেন। সঞ্চয়ী স্বভাব গড়ে তুলুন। সুদিনের সঞ্চয় দুর্দিনের সহায়ক হিসেবে কাজ করবে।

১১. যদি কাউকে ভালবাসেন তাহলে সত্যিকারভাবে ভালবাসতে শিখুন। তার যদি কোন ভুল-ত্রুটি থাকে সেটা ভুলে গিয়ে আপন করতে শিখুন। মনে রাখবেন কেউ সম্পুর্ন নয় ভুল-ভ্রান্তি নিয়েই মানুষ।

১২. নিজের সাস্থ্যের প্রতি যত্নশীল হতে চেস্টা করুন। সঠিকভাবে নিজেকে সফলতার উচ্চতম স্থানে নিয়ে যেতে হলে আপনার সাস্থ্যের দিকে নজর দেয়া আবশ্যক।

১৩. যে বা যারা আপনার সফলতা, উন্নতি আর জীবনযাপনে ব্যাঘাত সৃস্টি করবে বলে মনে হয় তাদের এড়িয়ে যেতে চেস্টা করুন।

১৪. প্রতিদিন সুখী থাকার চেস্টা করুন। নিজেকে সুখী ভাবতে পারলে কাজে মন বসে আর সফলতা আসে তাড়াতাড়ি।

 

পোস্টটি একটি ইংরেজি পোস্ট থেকে অনুবাদ করে সংক্ষেপে দেওয়া হয়েছে। মূল লেখাতে এই বিষয়ে আরো ভালো করে বলা আছে, আগ্রহ জাগলে পড়তে পারেন, যা এখানেআছে।

Level New

আমি অনুভূতি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু করতে চাই,কিন্তু কিছুই হয় না ।মাঝে মাঝে নিরুপায় হয়ে বসে থাকি, করার কিছু নেই। মনের বিরুদ্ধে কথা বলতে হয়, অন্যরা মুখ বাঁকিয়ে নেই। আপন জন দূরে যায়, চার পাশ শূন্য মুরুভুমি । নিজেকে অসহায় মনে হয়, তবু বাঁচার আমরণ চেষ্টা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thank you (vai) for your guide line. I am a freelancer.

আপনাকে অনেক ধন্যবাদ! ভাল থাকবেন …

    @মামুনুর রশিদ: আপনাকেও অনেক ধন্যবাদ…

Level 0

ভাই অনেক আশা ব্যঞ্জক লিখা।অনেক ভালো লাগলো ।ধন্যবাদ

    @Saiful: ভাইরে আশা ছাড়া কি মানুষ হয়? তবে শুধু আশা নই সাথে নিজের ইচ্ছাটাও দরকার… ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য…

Level 0

অনুভূতি ভাই একটা কথা আপনাকে বলা হয় নাই আপনার স্ট্যাটাস টা একদম আমার মনের কথা।আমার ও একই অবস্থা।

নিজেই তো ব্যাঘাত সৃষ্টি করছি নিজে কে কিভাবে এড়িয়ে যাবো । এটাই আমার সব চেয়ে বড় সমস্যা । ধন্যবাদ আপনার উপদেশ এর জন্য ।

    নিজের সাথে যুদ্ধ করে জয় পাওয়া হলো সব থেকে বড় অর্জন, আশা করি আপনি তা পারবেন। এর জন্য আপনি সফলদের থেকে সাহায্য নিতে পারেন। ধন্যবাদ

আপনার সবগুলোই পালন করতে চেস্টা করি সবসময় কিন্তু পারিনা, সবসময় হয় তার উল্টোটা।

    এক বার না পারিলে দেখো শতবার… ভুলে গেলে চলবে নারে ভাই… 🙂

Level 0

খুব ভালো লাগল পোষ্ট টা পরে.ধন্যবাদ