
আজ যে টিউন নিয়ে উপস্থিত হয়েছি আশা করছি এটা ডিজাইনার ফ্রিল্যান্সার ভাই/বোনদের উপকারে আসবে। এবার আসি মূল আলোচনায়, বর্তমান সময়ে মার্কেটপ্লেসে সব থেকে জনপ্রিয় কাজ হল গ্রাফিক্স ডিজাইন। মার্কেটপ্লেসে এর চাহিদা দিন দিন বেড়েই চলছে। তবে নতুনদের জন্য ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার হিসেবে সাফল্য পাওয়া অনেক কষ্টকর। এ কারনে নতুন যারা ফ্রিল্যান্সিং করতে আগ্রহী বা গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাদের জন্য, এই কিছু টিপস্ তাহলে চলুন টিপসগুলো দেখে নেওয়া যাক:
ও একটা কথাঃ আমি ফেসবুকে আছি- https://www.facebook.com/hasibur.rahmanbd। কোন প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন, আমি যতদূর পারি সমাধান দেবার চেষ্টা করব।
১. ক্লায়েন্টের সাথে সম্পর্ক: ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ন অংশই হচ্ছে ক্লায়েন্ট বা বায়ার। এ কারনেই ক্লায়েন্টদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে।

২. ডিজাইনিং এর সময়: বিভিন্ন ডিজাইনারদের কাজ করার পদ্ধতি বিভিন্ন। কেউ সরাসরি কম্পিউটারে বসেই ডিজাইনিং শুরু করেন, কেউ আবার প্রথমে কাগজে পেন্সিল দিয়ে ডিজাইন করে নেন। আপনি যেভাবেই ডিজাইন করতে চান সেই পদ্ধতিতেই চলতে পারেন। এখানে আমার কিছু টিপস হলো:

৩. সময় ও কাজ ব্যাবস্থাপনা: সময় ও কাজ ব্যাবস্থাপনা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেক গুরুত্বূর্ন বিষয়। মনে রাখবেন এক সময় আসবে যখন আপনি অনেক জায়গা থেকেই কাজের অফার পাবেন। সেই মুহুর্তে আপনার সময় ও কাজের মধ্যে সমন্ময় সাধন করা অনেক জরুরী অন্যথায় আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে কিছু টিপস হলো:

৪. মার্কেটিং: অনেক ফ্রিল্যান্স ডিজাইনারই মনে করেন যে তাদের মার্কেটিং এর কোনো প্রয়োজন নেই। কিন্তু ভালো ক্লায়েন্ট পেতে হলে মার্কেটিং এর বিকল্প নেই। নতুন ফ্রিল্যান্সারদের জন্য নিচে কিছু মার্কেটিং টিপস্ দেওয়া হলো:

➡ পুর্বপ্রকাশ: উইটেক বিডি।
আশা করি টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে। টিউনের লেখাটি ভালো লাগলে অন্যদের সাথেও শেয়ার করুন! ধন্যবাদ। 😀
(সূত্র: প্রযুক্তি কথন)
আমি হাসিবুর (HR)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tnx